আদা চাষ , উদ্যান ফসল , পাঠ – ৮.৯ , ইউনিট – ৮

আদা চাষ , উদ্যান ফসল , পাঠ – ৮.৯ , ইউনিট – ৮ , আদা একটি প্রয়োজনীয় মসলা ফসল যা খাবারকে সুস্বাদু করে। আদা বাড়ির পাশে পতিত জমি, পাহাড়ে  চাষাবাদ করা যায়। বিভিন্ন ফসলের সাথে আন্তঃফসল হিসেবে চাষ করা যায়। আদার বিভিন্ন ঔষধিগুণ রয়েছে যেমন : পেটের পীড়া, আমাশয়, সর্দি কাশি নিরাময়ে ব্যবহৃত হয়।

আদা চাষ , উদ্যান ফসল , পাঠ – ৮.৯ , ইউনিট – ৮

জাত : বাংলাদেশে আদার তেমন জাত নেই। বাংলাদেশ কৃষি গবেষণা কতৃর্ক উদ্ভাবিত বারি আদা—১ নামে একটি উফসী জাত রয়েছে। কৃষকরা সাধারণত স্থানীয় জাত চাষ করে থাকে।

Capture 107 আদা চাষ , উদ্যান ফসল , পাঠ – ৮.৯ , ইউনিট – ৮

জলবায়ু ও মাটি  :

আদার বৃদ্ধির জন্য উষ্ণ ও আর্দ্র আবহাওয়া উপযোগী। আংশিক ছায়াযুক্ত স্থানেও আদার চাষ ভালো হয়। আদার জন্য সুনিষ্কাশিত বেলে দোআঁশ মাটিতে ভালো ফলন হয়। তবে এটেল দোআঁশ মাটিতেও চাষ করা যায়।

 

আদা চাষ , উদ্যান ফসল , পাঠ – ৮.৯ , ইউনিট – ৮

জমি তৈরি ও সার প্রয়োগ :

আদার জন্য মার্চ—এপ্রিল মাসে জমি গভীরভাবে ৫—৬ টি চাষ দিতে হবে। আগাছা বা আবর্জনা পরিষ্কার করে মাটি ঝুর ঝুরে করে সমতল করে নিতে হবে। আদার জন্য গোবর সার ১০ টন, ইউরিয়া ২৫০—৪০০ কেজি, টি এসপি ১৫০—১৮০ কেজি, এমপি ১৬০—১৮০ কেজি হেক্টর প্রতি প্রয়োগ করতে হবে। জমি তৈরি সময় গোবর সার, টিএসপি, অর্ধেক এমপি সার প্রয়োগ করতে হবে। বাকি অর্ধেক এমপি সার দুই কিস্তিতে প্রয়োগ করতে হবে। ইউরিয়া সার চারা গজানোর ৪০—৫০ দিন পর এবং ২য় কিস্তি ৯০—১০০ দিন পর এবং বাকিটুকু ১২০—১৪০ দিন পর উপরি প্রয়োগ করতে হবে।

রোপন পদ্ধতি :

আদার ১—২ কঁূড়ি বিশিষ্ট কন্দ মার্চ থেকে মে মাসে রোপন করতে হবে। সাধারণত ১৫—২০ গ্রাম ওজনের কন্দ প্রতি গর্তে ১টি করে ৪০—৫০ সে.মি. সারি থেকে সারি, গাছ থেকে গাছে ২৫ সে.মি. দূরত্বে ৫ সে.মি. গভীরে রোপন করতে হবে। বীজ রোপনের পর ঝুর ঝুরে মাটি দিয়ে ঢেকে দিতে হবে। আদা রোপনের পর গাছ ও শিকড় বৃদ্ধি প্রাপ্ত হলে মাতৃ আদা তুলে নিলে গাছের কোন ক্ষতি হয় না বরং আর্থিক লাভবান হওয়া যায়। এই পদ্ধতিকে পিলাই তোলা বলে।

 

আদা চাষ 3 আদা চাষ , উদ্যান ফসল , পাঠ – ৮.৯ , ইউনিট – ৮

 

আন্তঃপরিচর্যা :

আদার জমি আগাছামুক্ত থাকা প্রয়োজন। আগাছা পরিষ্কার করার সময় মাটি ঝুর ঝুর করে গাছের গোড়ায় দিতে হবে এবং সারে উপরি প্রয়োগও একসাথে করতে হবে। আদার জমিতে ১৫ দিন পরপর সেচ দেওয়া ভালো। তবে অতিরিক্ত পানি যাতে না দাড়ায় সেদিকে লক্ষ্য রাখতে হবে। আদার সাথে অন্যান্য ফসল অথবা ফলজ বৃক্ষ যেমন নারিকেল, সুপারি, কাঠাল বাগানে আন্তঃফসল হিসেবে চাষ করা যায়।

রোগ ও পোকা মাকড় দমন কন্দ পচন বা রাইজোম রট রোগ আদার মারাত্মক ক্ষতি সাধন করে থাকে। ব্যাভিস্টিন বীজ কন্দ দিয়ে শোধন করে ও শুকিয়ে জমিতে লাগাতে হবে। একই জমিতে বার বার আদার চাষ না করা ভালো।
বর্ষার শুরুতে পাতা ঝলসানো রোগ দেখা যায়। প্রথমে পাতায় ডিম্বাকৃতি ফ্যাকাসে দাগ পড়ে এবং আস্তে আস্তে দাগগুলি একত্রিত হয়ে বিস্তার লাভ করে এবং পাতা শুকিয়ে যায়। ডাইথেন এম—৪৫ ২.৫ গ্রাম এক লিটার পানিতে মিশিয়ে স্প্রে করতে হবে। আদার পোকা মাকড়ের মধ্যে কান্ড ছিদ্রকারী পোকা, পাতা মোড়ানো পোকা ক্ষতি করে থাকে। এক্ষেত্রে সঠিক কীটনাশক প্রয়োগ করলে ভালো ফল পাওয়া যায়।

 

আদা চাষ 1 আদা চাষ , উদ্যান ফসল , পাঠ – ৮.৯ , ইউনিট – ৮

 

ফসল সংগ্রহ :

আদা লাগানোর ৭—১০ মাস পর পাতা ও গাছ হলুদ হয়ে শুকিয়ে গেলে ফসল তোলার উপযোগী হয়। সাধারত: ডিসেম্বর থেকে জানুয়ারি মাসে আদা তোলা হয়। আদা তুলে শিকড় ও মাটি পরিষ্কার করে নিতে হবে তারপর শীতল ও আলো পূর্ণ এলাকায় আদা সংরক্ষণ করতে হবে। ফলন হেক্টর প্রতি ১৫—৩০ টন হতে পারে।

আরও দেখুন:

Leave a Comment