কৃষি উদ্যোক্তা তৈরির কারিগর | সারা সপ্তাহের খবর

কৃষি গুরুকুল নিউজ আপডেটে আপনাকে স্বাগত। আমরা সম্প্রতি ঘটে যাওয়া বিষয়গুলো সংকলন করে আপনাদের সামনে নিয়ে আসছি। যারা নিয়মিত সংবাদপত্র বা অন্য মাধ্যমের খবরগুলোতে চোখ রাখার সময় পান না। তাদেরকে এই আয়োজনটি হালনাগাদ থাকতে সাহায্য করবে।

আজকের আলোচনার বিযয় : কৃষি উদ্যোক্তা তৈরির কারিগর, কৃষি বিশ্ববিদ্যালয়ে সড়কের গর্তে মোটরসাইকেল উল্টে শিক্ষার্থীর মৃত্যু, কৃষি জমির মাটি লুট, সরকার কৃষি নিয়ে পড়তে বৃত্তি দিচ্ছে, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের অষ্টম সমাবর্তন, কৃষি বিশ্ববিদ্যালয়ের তিন শিক্ষক লাঞ্ছিত, কৃষি বিশ্ববিদ্যালয়ে সংঘর্ষের ঘটনায় লিখিত জবাব চাইল কেন্দ্রীয় ছাত্রলীগ

কৃষি উদ্যোক্তা তৈরির কারিগর | সারা সপ্তাহের খবর

কৃষি উদ্যোক্তা তৈরির কারিগর | সারা সপ্তাহের খবর

 

কৃষি উদ্যোক্তা তৈরির কারিগর

কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক কৃষি কর্মকর্তা তালহা জুবাইরের একটি প্রশিক্ষণে ভার্চ্যুয়াল মাধ্যমে অতিথি হিসেবে যুক্ত হয়ে তাঁর কাজের প্রশংসা করেছেন।

  • ‘কৃষি বায়োস্কোপ’ ইউটিউব চ্যানেলের সাবস্ক্রাইবারের সংখ্যা এখন প্রায় ৬ লাখ ২১ হাজার।
  • অনলাইনে কৃষি কর্মকর্তা তালহা জরুরি কৃষিতথ্যের ভরসাস্থল হয়ে উঠেছেন।
  • গত ৩ বছরে ৪০০ তরুণ-তরুণী মাঠে গিয়ে হাতে–কলমে তাঁর কাছে প্রশিক্ষণ নিয়েছেন। এর মধ্যে ৩১২ জনই খামার করে পেয়েছেন সাফল্য।

কৃষি বিশ্ববিদ্যালয়ে সড়কের গর্তে মোটরসাইকেল উল্টে শিক্ষার্থীর মৃত্যু

ময়মনসিংহে অবস্থিত বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে সড়কের গর্তে মোটরসাইকেল উল্টে মোরশেদুল ইসলাম ওরফে ইফতি নামের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গতকাল সোমবার দিবাগত রাত আড়াইটার দিকে তাঁর মৃত্যু হয়।

এর আগে রাত সাড়ে ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের টিএসসির কাছাকাছি এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনার শিকার হন মোরশেদুল। তিনি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের কৃষি প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন। বিশ্ববিদ্যালয়ের সহযোগী ছাত্র উপদেষ্টা আজহারুল ইসলাম দুর্ঘটনায় মৃত্যুর খবর নিশ্চিত করেন।

কৃষি জমির মাটি লুট

পরিবেশ আইন অমান্য করে কয়েক মাস ধরে গাজীপুর নগরের বিভিন্ন এলাকায় রাতের আঁধারে কৃষিজমির উর্বর মাটি কেটে সরবরাহ করা হচ্ছে ইটভাটায়। এতে যেমন জমির উর্বরতা নষ্ট হচ্ছে, তেমনি ক্ষতিগ্রস্ত হচ্ছে পরিবেশের ভারসাম্যও। সন্ধ্যা হতেই চলাচল শুরু করে মাটিভর্তি শতাধিক ট্রাক। চলে রাতভর। মাটিবাহী ট্রাকের প্রভাব পড়ছে সড়কগুলোতেও। মাটি ব্যবসায়ীদের দৌরাত্ম্য দিন দিন বেড়ে চলেছে।

খোঁজ নিয়ে জানা যায়, গাজীপুর সিটি করপোরেশনের কোনাবাড়ী ভূমি কার্যালয়ের আওতাধীন বাইমাইল, কড্ডা, ভাওয়াল মির্জাপুর এলাকার কৃষিজমিগুলো থেকে রাতের আঁধারে কাটা হচ্ছে মাটি। বছর দশেক ধরে চলছে এই ধরনের মাটিকাটা। সম্প্রতি তা বেড়েছে।

 

কৃষি উদ্যোক্তা তৈরির কারিগর | সারা সপ্তাহের খবর

 

সরকার কৃষি নিয়ে পড়তে বৃত্তি দিচ্ছে 

কৃষি নিয়ে পড়াশোনার জন্য বৃত্তি দিচ্ছে সরকার। অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ থেকে এ বৃত্তি দেওয়া হবে। দেশে প্রয়োজনীয়সংখ্যক একচ্যুয়ারি সৃষ্টির লক্ষ্যে ২০২৩-২৪ শিক্ষাবর্ষে এ বৃত্তি দেওয়া হচ্ছে। Actuarial Science ও Actuarial Management বিষয়ে মাস্টার্স প্রোগ্রামের জন্য এ বৃত্তি দেওয়া হবে। বাংলাদেশীরা এ বৃত্তির জন্য আবেদন করতে পারবেন।

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের অষ্টম সমাবর্তন 

আনন্দ উচ্ছ্বাসে আজ রোববার শুরু হয়েছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের অষ্টম সমাবর্তন। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের স্টেডিয়ামে এই সমাবর্তন হচ্ছে। বেলা ১১টা ৪০ মিনিটে জাতীয় সংগীতের মাধ্যমে শুরু হয় আনুষ্ঠানিকতা।

সমাবর্তনে বিশ্ববিদ্যালয়ের আচার্য ও রাষ্ট্রপতির অনুশাসন অনুযায়ী সভাপতিত্ব করছেন কৃষিমন্ত্রী মো. আবদুর রাজ্জাক। সমাবর্তন বক্তা হিসেবে আছেন শিক্ষামন্ত্রী দীপু মনি। সমাবর্তনে মোট সাড়ে ছয় হাজার স্নাতক তাদের সনদ গ্রহণ করবেন।

কৃষি বিশ্ববিদ্যালয়ের তিন শিক্ষক লাঞ্ছিত

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগ নেতা–কর্মীদের হাতে তিনজন শিক্ষিকা লাঞ্ছিত হওয়ার ঘটনার পর দেড় মাসেও তদন্তে কোনো উন্নয়ন হয়নি। বরং এর মধ্যে তদন্ত কমিটিতে দুবার সংস্কার আনা হয়ে গিয়েছে বলে জানা গেছে। বিশ্ববিদ্যালয়টির এই তদন্ত কমিটির অতুলনীয় সুকুমার সাহা বলেন, পরিচালক সভা দুবার সংশোধন করার কারণে তাদের তদন্তে কিছুটা দেরি হচ্ছে।

গত ১০ জানুয়ারি ময়মনসিংহে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের বর্তমান একজন নেতা ও তাঁর সমর্থকদের হাত হতে সংগঠনটির প্রাক্তন একজন নেতাকে বাঁচাতে গিয়ে তিনজন শিক্ষিকা লাঞ্ছিত হন। তাঁরা তিনজনই ক্ষমতাসীন আওয়ামী লীগ সমর্থিত মাষ্টার ফোরামের সাথে সম্পৃক্ত।

 

কৃষি উদ্যোক্তা তৈরির কারিগর | সারা সপ্তাহের খবর

 

কৃষি বিশ্ববিদ্যালয়ে সংঘর্ষের ঘটনায় লিখিত জবাব চাইল কেন্দ্রীয় ছাত্রলীগ

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের দুই পক্ষের পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষের ঘটনার বিষয়ে লিখিত জবাব চেয়েছে কেন্দ্রীয় ছাত্রলীগ। বুধবার ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হাসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের নেতাদের এ নির্দেশনা দেওয়া হয়। বিষয়টি নিশ্চিত করে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি আশিকুর রহমান বলেন, নির্দেশনা পেয়েছেন। কেন্দ্রের নির্দেশনা অনুযায়ী সাত দিনের মধ্যে লিখিত আকারে জানানো হবে।

কৃষি সম্পৃক্ত সকল বিষয়ে আপডেট পেতে আমাদের সাথে যুক্ত থাকুন

আরও দেখুনঃ

Leave a Comment