কৃষি গুরুকুল নিউজ আপডেটে আপনাকে স্বাগত। আমরা সম্প্রতি ঘটে যাওয়া বিষয়গুলো সংকলন করে আপনাদের সামনে নিয়ে আসছি। যারা নিয়মিত সংবাদপত্র বা অন্য মাধ্যমের খবরগুলোতে চোখ রাখার সময় পান না। তাদেরকে এই আয়োজনটি হালনাগাদ থাকতে সাহায্য করবে।
আজকের আলোচনার বিযয় : নতুন প্রযুক্তিতে ধানের জাত উদ্ভাবনের সময় কমবে পাঁচ বছর , পাট ও কেনাফের জাত পেল বাংলাদেশ, ৪৮ বছরের আইনি লড়াই, ২ কোটি টাকা ক্ষতিপূরণের রায় বহাল,লভ্যাংশও দিতে হবে , কয়রায় বার্লি চাষে সম্ভাবনা, কৃষকরা পেঁয়াজ জ্বালিয়ে দিচ্ছে কেন?, মিষ্টি আলুর বাম্পার ফলন, ভোলায় ১৮৩৮৩ হেক্টর জমিতে তরমুজের আবাদ প্রত্যাশা বাম্পার ফলনের
Table of Contents
নতুন প্রযুক্তিতে ধানের জাত উদ্ভাবনের সময় কমবে পাঁচ বছর | সারা সপ্তাহের খবর
নতুন প্রযুক্তিতে ধানের জাত উদ্ভাবনের সময় কমবে পাঁচ বছর
আন্তর্জাতিক ধান গবেষণা ইনস্টিটিউটের (ইরি) সহায়তায় নেওয়া সর্বাধুনিক প্রযুক্তি ‘জেনেটিক গেইন’–এর মাধ্যমে ধানের নতুন জাত উদ্ভাবনের সময়কাল চার থেকে পাঁচ বছর কমিয়ে আনা যাবে। তাতে ৮-১০ বছরের মধ্যেই ধানের নতুন জাত পাওয়া যাবে। বৈরী আবহাওয়া মোকাবিলায় সঠিক জাত উদ্ভাবনেও তা কাজে লাগবে। বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশনের (বিএমজিএফ) অর্থায়নে ইরি ও বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট (ব্রি) এই প্রকল্প বাস্তবায়ন করছে।
পাট ও কেনাফের জাত পেল বাংলাদেশ
একটি তোষা পাট ও একটি কেনাফের (পাটজাতীয় ফসল) জাত পেল বাংলাদেশ। বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউটের বিজ্ঞানীরা ওই জাত দুটি উদ্ভাবন করেছেন। গতকাল বৃহস্পতিবার ওই জাত দুটি ছাড় করে জাতীয় বীজ বোর্ড। এখন থেকে কৃষকদের মধে৵ ওই বীজ সরবরাহ করা যাবে। এ ছাড়া বাংলাদেশ ধান গবেষণা ইনষ্টিটিউট (ব্রি) উদ্ভাবিত ধানের দুটি জাত ছাড় করেছে সংস্থাটি।
৪৮ বছরের আইনি লড়াই, ২ কোটি টাকা ক্ষতিপূরণের রায় বহাল,লভ্যাংশও দিতে হবে
আদেশের নির্ধারিত সময়ে না দিয়ে ১৪ বছর পর নম্বরপত্রের সনদ দেওয়াকে কেন্দ্র করে করা মামলায় প্রয়াত জিল হোসেনকে দুই কোটি টাকা ক্ষতিপূরণ দিতে বিচারিক আদালতের দেওয়া রায় বহাল রেখেছেন হাইকোর্ট। এ অর্থ পাবেন জিল হোসেনের উত্তরাধিকারীরা। আর রায়ের দিন থেকে ওই অর্থের বিপরীতে ১০ শতাংশ হারে লভ্যাংশ দিতে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে। অবশ্য এর আগে শর্ত অনুসারে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের জমা করা ২৫ লাখ টাকা ওই অর্থ থেকে বাদ যাবে।
কয়রায় বার্লি চাষে সম্ভাবনা
খুলনার কয়রা উপজেলার বেশির ভাগ জমি লবণাক্ত। এ লবণাক্ত জমিতেও বার্লি বা যবের চাষ করা যায়, এমন ধারণা নেই উপকূলের কৃষকদের মধ্যে। তবে এবার প্রথমবারের মতো পরীক্ষামূলকভাবে কয়রার বাগালী এলাকায় অপ্রচলিত এ ফসলের আবাদে সফলতা পেয়েছেন কৃষক হাবিবুর রহমান (৪০)। এ অঞ্চলে শস্যটি চাষে সফলতা কৃষিতে নতুন সম্ভাবনা হিসেবে দেখছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।
কৃষকরা পেঁয়াজ জ্বালিয়ে দিচ্ছে কেন?
ভারতের মহারাষ্ট্রে পেঁয়াজের অতিরিক্ত ফলন নিয়ে বিপাকে পড়েছেন কৃষকরা। বাড়তি ফলনের কারণে এ বছর পেঁয়াজের দাম মুখ থুবড়ে পড়েছে। পেঁয়াজের দাম এতোটাই কমে গেছে যে কৃষকরা প্রতি কেজি মাত্র দু-তিন টাকায় বিক্রি করতে বাধ্য হচ্ছেন। এমন অবস্থায় অনেক কৃষক ক্ষেতেই তাদের ফসল নষ্ট করে দিচ্ছেন।
মিষ্টি আলুর বাম্পার ফলন
কুমিল্লা জেলায় এবারও মিষ্টি আলুর বাম্পার ফলন হয়েছে। ভালো দাম পেয়ে খুশি চাষিরাও। স্থানীয় বাজারের পাশাপাশি এ আলু যাচ্ছে ঢাকা, চট্রগ্রাম, সিলেটসহ দেশের বিভিন্ন স্থানে। জেলার সাতটি উপজেলায় এবার মিষ্টি আলু চাষের লক্ষ্যমাত্রা ছিল ৬২০ হেক্টর। চাষ হয়েছে ৫৯০ হেক্টর। স্থানীয় জাতের পাশাপাশি হাইব্রিড জাতের মিষ্টি আলুর চাষ করেছেন চাষিরা।
ভোলায় ১৮৩৮৩ হেক্টর জমিতে তরমুজের আবাদ প্রত্যাশা বাম্পার ফলনের
চলতি মৌসুমে জেলার ৭ উপজেলায় ১৮ হাজার ৩৮৩ হেক্টর জমিতে তরমুজের আবাদ হয়েছে। লক্ষ্যমাত্রার চেয়ে প্রায় ৭ হাজার হেক্টর বেশি জমিতে তরমুজের আবাদ হওয়ায় পাশাপাশি এবার বাম্পার ফলনের প্রত্যাশা করছেন কৃষি কর্মকর্তারা।
আরও দেখুনঃ