মাটির অম্লত্ব ও ক্ষারত্ব পরীক্ষা , পাঠ – ২.৬ , তৈরিকৃত মৃত্তিকা দ্রবণের হাইড্রোজেন আয়ন (H+) ও হাইড্রোক্সিল আয়ন (OH) এর সাথে লিটমাস পেপারের বিক্রিয়ার রঙ পরিবর্তন পর্যবেক্ষণের মাধ্যমে অম্লত্ব ও ক্ষারত্ব নির্ণয় করা যায়। তবে এ পদ্ধতিতে মাটির অম্লত্ব ও ক্ষারত্বের মাত্রা নির্ণয় করা যায় না।
মাটির অম্লত্ব ও ক্ষারত্ব পরীক্ষা , পাঠ – ২.৬
প্রয়োজনীয় উপকরণঃ
১। নমুনা মাটি
২। লাল ও নীল লিটমাস পেপার
৩। বিকার
৪। পানি ভর্তি ওয়াস বোতল
৫। কাঁচ দন্ড
কার্যপ্রণালি :
১। নির্বাচিত মাঠ থেকে নমুনা সংগ্রহ করুন ।
২। সংগৃহীত মাটিগুলো পরীক্ষাগারে শুকিয়ে গুঁড়া করুন।
৩।৫০ গ্রাম নমুনা মাটি একটি পরিষ্কার বিকারে নিন।
৪। বিকারে ১২৫ থেকে ১৫০ মিলি পানি অল্প অল্প করে ঢালুন আরা নাড়ানী কাঠি বা কাচ দন্ড দিয়ে ৩০ মিনিট বিরতিহীনভাবে ভালোভাবে নাড়তে থাকুন। এক্ষেত্রে নাড়ানী যন্ত্র (Shaker) ব্যবহার করাই ভাল ।
৫। এবার লাল ও নীল লিটমাস পেপার মৃত্তিকা দ্রবণের ভেতর ৩০ সেকেন্ড ডুবিয়ে রাখুন এবং লিটমাস পেপারের রং পরিবর্তন
লক্ষ্য করুন।
ফলাফল : প্রদত্ত নমুনাটি অম্লীয়/ক্ষারীয়/নিরপেক্ষ মাটি।
সতর্কতা
১। মৃত্তিকা দ্রবণ তৈরির জন্য নিরপেক্ষ মানের পানি ব্যবহার করতে হবে।
২। লিটমাস পেপারের রং ভালোভাবে পর্যবেক্ষণ করতে হবে।
(খ) pH মিটার পদ্ধতি
মূলনীতি মৃত্তিকার অম্লত্ব ও ক্ষারত্ব বিভিন্নভাবে নির্ণয় করা যায়। তবে সবচেয়ে সহজ হল pH মিটার পদ্ধতি। এই পদ্ধতিতে অম্লত্ব ও ক্ষরত্বের মান বা pH নির্ণয় করা যায়। pH মিটার ব্যবহার করে খুব সহজে এবং দ্রুততার একসাথে অনেকগুলো নমুনা মাটির অম্লত্ব ও ক্ষারত্ব পরিমাপ করা যায়। প্রয়োজনীয় উপকরণ:
১। pH মিটার
২। নমুনা মাটি
৩। বাফার দ্রবণ
৪। পরিশোধিত পানি
৫। ওয়াশ বোতল
৬। বিকার ও গ্লাস রড ৭। ৫০ মিলি পরিমাপক সিলিন্ডার
চিত্র ২.৬.১ : pH মিটার
কার্যপ্রণালি :
১। ৫০ মিলি মাপের একটি পরিষ্কার বিকার নিন।
২। প্রদত্ত নমুনা মাটি থেকে ১:২.৫ অনুপাতে মাটি ও পানি নিতে হবে। যেমন ১০ গ্রাম মাটি নিয়ে ২৫ মিলি পানি ঢালুন।
৩। কিছুক্ষণ পর পর কাঁচের দন্ড দিয়ে ২০—৩০ মিনিট ধরে মাটি ও পানির দ্রবণ নাড়–ন।
৪। মাটির দ্রবণসহ বিকারটি ১ ঘন্টা টেবিলের উপর রাখুন যাতে নিচে মাটির তলানি জমে।
৫। বাফার দ্রবণ দিয়ে pH মিটারের মান ঠিক করে নিন।
৬। এবার pH মিটার দিয়ে দ্রবণের রিডিং নিন। প্রাপ্ত রিডিং ই হবে মাটির pH বা অম্লমান।
৭। এবার pH মানের উপর ভিত্তিতে মাটির অম্লত্ব ও ক্ষারত্ব নির্ণয় কর”ন।
ফলাফল : নমুনা মাটির pH মান ৭ এর কম হলে এটি অম্লীয়, pH এর মান ৭ এর বেশি হলে হবে ক্ষারীয় এবং pH মান ৭ হলে নমুনা হবে নিরপেক্ষ।
সতর্কতা :
১। মাটি ও পানির অনুপাত ঠিক রাখতে হবে।
২। বাফার দ্রবণ দিয়ে pH মিটার ভালোভাবে ঠিক করতে হবে।
৩। pH মিটার খুব সাবধানের ব্যবহার করতে হবে।
আরও দেখুন :
- মাটির উর্বরতা ও উৎপাদন ক্ষমতা , ইউনিট -২ , পাঠ – ২.৫
- ভূমিক্ষয় ও সংরক্ষণ , ইউনিট – ২ , পাঠ – ২.৪
- মাটির বুনট , ইউনিট -২ , পাঠ-২.৩
- মাটির ক্ষারত্ব , পাঠ-২.২
- মৃত্তিকা অম্লত্ব , পাঠ-২.১
- ব্যবহারিক-নিকটবর্তী একটি কৃষি গবেষণা প্রতিষ্ঠান পরিদর্শন ও প্রতিবেদন প্রণয়ন , পাঠ-১.৮
- বিএনপি উল্টাপাল্টা স্বপ্ন দেখলে বেগম জিয়াকে কারাগারে ফেরত পাঠানোর কথা ভাবতে হবে : তথ্যমন্ত্রী