ঘিওরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে প্রান্তিক কৃষক ও ছয়টি কৃষি সমবায় সমিতিকে কৃষি উপকরণ দেওয়া হয়েছে। এ উপলক্ষ্যে গতকাল তেরশ্রী কালীনারায়ণ ইনস্টিটিউশন প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে সভাপতি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার আইরিন আক্তার।
সমবায় সমিতি পেল কৃষি উপকরণ
প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য এ এম নাঈমুর রহমান দুর্জয়। বিশেষ অতিথি ছিলেন ঢাকা, খামারবাড়ি, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ন্যাশনাল অ্যাগ্রিকালচারাল টেকনোলজি প্রোগ্রাম-ফেজ প্রজেক্ট (এনএটিপি-২) পরিচালক আজহারুল ইসলাম সিদ্দিকী, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু মো. তায়েবুর রহমান টিপু, উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ হাবিবুর রহমান হাবিব, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল আলীম মিন্টু, উপজেলা কৃষি অফিসার শেখ বিপুল হোসেন, ভাইস চেয়ারম্যান কাজী মাহেলা প্রমুখ।
আরও দেখুন: