এবি ব্যাংক স্মার্ট কৃষিঋণ যাত্রা শুরু-র খবর দিয়ে শুরু করছি কৃষি গুরুকুল এর নিউজ আপডেট । আমরা সম্প্রতি ঘটে যাওয়া বিষয়গুলো সংকলন করে আপনাদের সামনে নিয়ে আসছি। যারা নিয়মিত সংবাদপত্র বা অন্য মাধ্যমের খবরগুলোতে চোখ রাখার সময় পান না। তাদেরকে এই আয়োজনটি হালনাগাদ থাকতে সাহায্য করবে।
আজকের আলোচনার বিযয় : এবি ব্যাংক স্মার্ট কৃষিঋণ, নওগাঁয় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে প্রণোদনার সার ও বীজ বিতরণ, জয়পুরহাটে কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত, দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ৬ জেলায় লক্ষ্যমাত্রার ১৭,৬৭৬ হেক্টর বেশি জমিতে ভূট্টার আবাদ, দাম বাড়ায় খুশি সবজি চাষিরা, দুশ্চিন্তার ক্রেতা, টিউলিপ চাষ করে ৪০ হাজার টাকার চেক পেলেন নারী চাষিরা, আলু সংরক্ষণে ‘অহিমায়িত মডেল ঘর’, আশার আলো দেখছেন চাষিরা
Table of Contents
এবি ব্যাংক স্মার্ট কৃষিঋণ | সারা সপ্তাহের খবর
এবি ব্যাংক স্মার্ট কৃষিঋণ
কুষ্টিয়া জেলার দেড় হাজারের বেশি ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মধে৵ স্মার্ট কার্ডের মাধ্যমে কৃষিঋণ বিতরণ করেছে এবি ব্যাংক লিমিটেড। কুষ্টিয়ার ‘জেলা শিল্পকলা একাডেমি’ মিলনায়তনে এই ঋণ বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
নওগাঁয় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে প্রণোদনার সার ও বীজ বিতরণ
জেলায় আজ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে প্রণোদনার সার ও বীজ বিতরণ করা হয়। একইসাথে সদর উপজেলা পর্যায়ে ৩ দিনব্যপী কৃষি যন্ত্রপাতি মেলা শুরু হয়েছে। মঙ্গলবার দুপুর ১২টায় নওগাঁ সদর উপজেলা পরিষদ মিলনায়তনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে কৃষকদের মাঝে প্রণোদনা বিতরণ এবং কৃষি যন্ত্রপাতি মেলার উদ্বোধন করেন নওগাঁ সদর আসনের সংসদ সদস্য ব্যারিষ্টার নিজাম উদ্দিন জলিল জন।
জয়পুরহাটে কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত
ইকোলজি বান্ধব নিরাপদ সবজি উৎপাদন ও বাজারজাত করণ শীর্ষক ভ্যালু চেইন উপ-প্রকল্পের আওতায় মঙ্গলবার সকাল ১০টায় জেলার প্রত্যন্ত অঞ্চল ঢেঙ্গাপাড়া গ্রামে এক কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত হয়।
দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ৬ জেলায় লক্ষ্যমাত্রার ১৭,৬৭৬ হেক্টর বেশি জমিতে ভূট্টার আবাদ
চলতি মওসুমে যশোর কৃষি জোনের আওতায় দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ৬ জেলায় লক্ষ্যমাত্রার চেয়ে ১৭ হাজার ৬৭৬ হেক্টর বেশি জমিতে ভূট্টার আবাদ হয়েছে। এ কৃষি জোনের আওতায় যশোর, ঝিনাইদহ, মাগুরা, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা ও মেহেরপুর জেলায় মোট ৮০ হাজার ৮৬৩ হেক্টর জমিতে ভূট্টা চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হলেও আবাদ হয়েছে ৯৮ হাজার ৫৩৯ হেক্টর জমিতে।
দাম বাড়ায় খুশি সবজি চাষিরা, দুশ্চিন্তার ক্রেতা
এক বিঘা জমিতে পটলের চাষ করেছেন ঝিনাইদহ সদর উপজেলার ভাতুড়িয়া গ্রামের কৃষক ১৮০০-১৯০০ টাকা মণ দরে পটল পাইকারি হাটে বিক্রি করছেন। যা কেজি প্রতি ৪৫-৪৮ টাকা দরে বিক্রি হয়। আর বাজারে এই পটল বিক্রি হচ্ছে ৫২-৫৫ টাকা কেজি দরে। তাই এবার লাভের আশা করছেন ।
টিউলিপ চাষ করে ৪০ হাজার টাকার চেক পেলেন নারী চাষিরা
পঞ্চগড়ের তেঁতুলিয়ায় দর্জিপাড়া গ্রামের টিউলিপ চাষিদের লভ্যাংশ দিয়ে মুখে হাসি ফোটালো ইকো সোশ্যাল ডেভলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও)। মঙ্গলবার (২১ মার্চ) রাতে উপজেলার মহানন্দা কটেজে প্রধান অথিতি হিসেবে উপস্থিত থেকে নারী চাষিদের হাতে চেক বিতরণ করেন ইএসডিও’র নির্বাহী পরিচালক ড. মুহম্মদ শহীদ উজ জামান।
আলু সংরক্ষণে ‘অহিমায়িত মডেল ঘর’, আশার আলো দেখছেন চাষিরা
আলুর বহুমুখী ব্যবহার, সংরক্ষণ ও বিপণনে অহিমায়িত মডেল ঘরে আশার আলো দেখছেন চাষিরা। কৃষি বিপণন অধিদপ্তর বলছেন, মডেল এই ঘরে ২৫-৩০ মেট্রিক টন আলু সংরক্ষণে কৃষকের বছরে সাশ্রয় হবে প্রায় দেড় লাখ টাকা। আর একেকটি অহিমায়িত মডেল ঘর ১২-১৫ বছর ব্যবহার করা গেলে দেড় কোটি টাকারও বেশি কোল্ড স্টোরেজের খরচ বাঁচবে, সঙ্গে কমবে আলু সংরক্ষণের বিড়ম্বনা।
আরও দেখুনঃ