ব্যবহারিকঃ ব্যাংক থেকে ঋণ পরিশোধের খতিয়ান নিজ খাতায় লেখা

আজকে আমরা ব্যবহারিকঃ ব্যাংক থেকে ঋণ পরিশোধের খতিয়ান নিজ খাতায় লেখা নিয়ে আলোচনা করবো।এটি কৃত্রিম প্রজনন ও খামার স্থাপন এর দুগ্ধ খামার স্থাপন ইউনিটের ব্যবহারিক অংশের অন্তর্গত।

 

ব্যবহারিকঃ ব্যাংক থেকে ঋণ পরিশোধের খতিয়ান নিজ খাতায় লেখা

 

ব্যবহারিকঃ ব্যাংক থেকে ঋণ পরিশোধের খতিয়ান নিজ খাতায় লেখা

খামারের আয় ব্যয়ের হিসাব খুবই গুরুত্বপূর্ণ । কী পরিমাণ মূলধন বিনিয়োগ করে কী পরিমাণ মুনাফা অর্জন করা সম্ভব হবে তা আয় ব্যয়ের হিসাব থেকে জানা যায় । প্রকৃতপক্ষে আয় ব্যয়ের হিসাব সঠিক না হলে খামার পরিচালনা কঠিন হয়ে পড়ে।

খামারের প্রকৃত মুনাফা নির্ভর করে এর সুষ্ঠু আয় ব্যয়ের হিসেবের ওপর। আয় ব্যয়ের হিসাব সঠিক না হলে খামার পরিচালনা দুসাধ্য হয়ে পড়ে।

 

ব্যবহারিকঃ ব্যাংক থেকে ঋণ পরিশোধের খতিয়ান নিজ খাতায় লেখা

 

প্রাসঙ্গিক তথ্য

যে কোনো খামার স্থাপন করা হোক না কেনো এর জন্য ব্যাংক থেকে ঋণ নেয়ার প্রয়োজন হয় । এ ঋণের টাকা যথাযথভাবে ব্যবহার করে তা থেকে মুনাফা অর্জন করে যথাসময়ে নিয়ম মাফিক পরিশোধ করা উচিত । এখানে পাঠ ২.৫-এ বর্ণিত মোট বিনিয়োগকৃত মূলধনের (১,৭০,৫৪০.০০) ৬০% (১,০২,৩২৪.০০) ব্যাংক ঋণ পরিশোধের খতিয়ান বর্ণনা করা হয়েছে । উল্লেখ্য যে সুদের হার ১২% ছিলো ।

 

ব্যবহারিকঃ ব্যাংক থেকে ঋণ পরিশোধের খতিয়ান নিজ খাতায় লেখা

 

ব্যাংক ঋণ পরিশোধের খতিয়ান

বছর

ঋণের পরিমান

সুদ

মোট

নীট আয় আবর্তক খরচ বাদে

পরিশোধ

মালিকের উদ্ধৃত্ত নীট আয়

মুল

সুদ

মোট

প্রথম১,০২,৩২৪.০০১২২৭৮.৮৮১১৪৬০২.৮৮৮৭৮৯০.০০২০৪৬৪.৮০১২২৭৮.৮৮৩২৭৪৩.৬৮৫৫১৪৬.৩২
দ্বিতীয়৮১৮৫.০০৯৮২৩.১০৯১৬৮২.৩০৯৫১৯০.০০২০৪৬৪.৮০৯৮২৩.১০৩০২৮৭.৯০৬৪৯০২.১০
তৃতীয়৬১৩৯৪.২০৭৩৬৭.৩০৬৮৭৬১.৫০১০০১৯০.০০২০৪৬৪.৮০৭৩৬৭.৩০২৭৮৩২.১০৭২৩৫৭.৯০
চতুর্থ৪০৯২৯.৪০৪৯১১.৫২৪৫৮৪০.৯২১০০১৯০.০০২০৪৬৪.৮০৪৯১১.৫২২৫৩৭৬.৩০৭৪৮১৩.৬৮
পঞ্চম২০৪৬৪.৬৮২৪৫৫.৭৫১২৯২০.৩৫১০০১৯০.০০২০৪৬৪.৮০২৪৫৫.৭৫২২৯২০.৫৫৭৭২৬৯.৪৫
ষষ্ঠ

 –

১০০১৯০.০০

 –

 –

১০০১৯০.০০
সপ্তম

১৬০১৯০.০০

১৬০১৯০.০০

 

গাভীর মূল্যসহ ব্যাংকে ঋণ পরিশোধ করে নীট মুনাফা = ৬,০৪,৮৬৯.৬০ টাকা ।

Leave a Comment