আমাদের আজকের আলোচনার বিষয় কৃষি ও পল্লী উন্নয়ন স্কুল, নিম্নের আর্টিকেলে এই সম্পর্কে সকল তথ্য পেয়ে যাবেন। পরবর্তী আপডেট এর জন্য আমাদের সাথে যুক্ত থাকুন।
Table of Contents
কৃষি ও পল্লী উন্নয়ন স্কুল
স্কুল (School) পরিচিতি
যে কোন ধরনের যোগাযোগ প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে বহুমুখী পন্থায় শিক্ষাকে গণমূখীকরণ ও সর্বসাধারণের নিকট শিক্ষার মান উন্নীত করে দক্ষ জনগোষ্ঠী সৃষ্টির প্রত্যয় নিয়ে ১৯৯২ সালে বাংলাদেশ জাতীয় সংসদে আইন পাশের মাধ্যমে প্রতিষ্ঠা লাভ করে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় (বাউবি) আইনের ২৩(১) ধারার ক্ষমতা বলে সদর দপ্তর গাজীপুরে ১৯৯৬ সালে প্রতিষ্ঠিত হয় কৃষি ও পলী উন্নয়ন স্কুল [স্কুল অব এগ্রিকালচার এন্ড র রাল ডেভেলপমেন্ট (সার্ড)]। কোন দেশের সামগ্রিক অর্থনৈতিক উন্নয়নের অন্যতম প্রধান বাহন হচ্ছে তার প্রায়োগিক শিক্ষা ব্যবস্থা।
কৃষি প্রধান বাংলাদেশে এ প্রায়োগিক শিক্ষা ব্যবস্থার মূল হাতিয়ার হলো কৃষি বিষয়ক শিক্ষা। কেননা এদেশের ব্যবসা-বাণিজ্য, বাজার ব্যবস্থা, শিল্প ইত্যাদি মূলতঃ কৃষিকে কেন্দ্র করেই আবর্তিত হয়ে থাকে। তাই কৃষি শিক্ষার ক্রমবর্ধমান চাহিদা উপলব্ধি করে দূরশিক্ষণ পদ্ধতিতে আধুনিক প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে দেশে দক্ষ কৃষি গ্র্যাজুয়েট তৈরির লক্ষ্য নিয়ে কৃষি ও পল্লী উন্নয়ন স্কুল প্রতিষ্ঠালগ্ন থেকে অদ্যাবধি সুনামের সাথে দায়িত্ব পালন করে আসছে। বর্তমানে বাউবিতে সার্ডের অধীনে ০৪টি আনুষ্ঠানিক (Formal) প্রোগ্রাম চালু রয়েছে। এগুলো হলোঃ
১। ব্যাচেলর অব এগ্রিকালচারাল এডুকেশন (বিএজিএড)
২। ডিপ্লোমা ইন ইয়ুথ ডেভেলপমেন্ট ওয়ার্ক (ডিওয়াইডিডব্লিউ)
৩। সার্টিফিকেট ইন লাইভস্টক এন্ড পোল্ট্রি (সিএলপি) এবং
৪। সার্টিফিকেট ইন পিসিকালচার এন্ড ফিস প্রসেসিং (সিপিএফপি)
সার্ডের তত্ত্বাবধানে বাউবি’র একাডেমিক কাউন্সিল কর্তৃক অনুমোদিত আরো ০৩টি আনুষ্ঠানিক প্রোগ্রাম চালুর অপেক্ষায় রয়েছে। প্রোগ্রামগুলো হলো ঃ
১। ব্যাচেলর অব সায়েন্স ইন এগ্রিকালচার (বিএসসিএজি)
২। মাস্টার্স অব সায়েন্স (এমএস) ইন ডিফারেন্ট ফিল্ডস্ অব এগ্রিকালচারাল সায়ন্সেস
৩ । মাস্টার্স ইন সাসটেইনেবল এগ্রিকালচার এন্ড রুরাল লাইভলিহুড
এছাড়া উপানুষ্ঠানিক (Nonformal) প্রোগ্রামগুলো হল :
১। সুস্থ বীজ উৎপাদন ও সংরক্ষণ
২। মাঠ ফসল উৎপাদন ও সংরক্ষণ
৩। নার্সারী, উদ্যান উন্নয়ন, বনায়ন ও সেচ ব্যবস্থাপনা
৪। ফসলের রোগ ও পোকামাকড় ৫। মাৎস্য চাষ ও প্রক্রিয়াজাতকরণ
৬। মাছের রোগ ও প্রতিকার
৭। হাঁস মুরগি ও গবাদিপশু পালন
৮। গবাদিপশুর রোগবালাই ও প্রতিকার ৯। পরিবার ও সমাজ গঠনে কৃষিজীবী নারী
১০। কৃষি ও পল্লী উন্নয়নে ইমাম এবং শিক্ষক সমাজের ভূমিকা
দেশ ও বিদেশ হতে কৃষি বিষয়ক উচ্চ শিক্ষা গ্রহণকারী শিক্ষকগণ বর্তমানে সার্ভে কর্মরত রয়েছেন। শিক্ষকদের সরাসরি তত্ত্বাবধানে একাডেমিক কার্যক্রম পরিচালিত হয়। শিক্ষার্থীদের জন্য কোর্সবই ডেভেলপ ও মিডিয়া প্রোগ্রাম (রেডিও ও টেলিভিশন) সার্ডের সংশিষ্ট বিষয় বিশেষজ্ঞ শিক্ষকদের মাধ্যমে তৈরি করা হয়ে থাকে।
সার্ডের শিক্ষকমন্ডলী প্রোগ্রাম পরিচালনার পাশাপাশি নানামুখী গবেষণা কার্যক্রমও অব্যাহত রেখেছেন। গবেষণালব্ধ এসব ফলাফল সার্ডের জার্নাল, প্রসিডিংস ও অন্যান্য মাধ্যমে প্রকাশিত হয়ে থাকে । কৃষি বিষয়ক উচ্চ শিক্ষা, গবেষণা ও প্রশিক্ষণ কার্যক্রম সম্প্রসারণের লক্ষ্যে সার্ডের নিজস্ব ল্যাবরেটরী ও খামার স্থাপনের করা হয়েছে।
স্কুলের শিক্ষকবৃন্দের পরিচিতি
১ । ড. মোঃ ফরিদ হোসেন
অধ্যাপক (কৃষি) ও ডীন
ই-মেইল : faridhossain04@yahoo.com
২। ড. মোঃ আবু তালেব
অধ্যাপক (কৃষি) ই-মেইল : : prof_taleb@yahoo.com
৩। ড. মোঃ শাহ আলম সরকার
অধ্যাপক (মাৎস্য) ই-মেইল : sarkeralam@yahoo.com
8| ড. মোঃ রকিবুর রহমান
সহযোগী অধ্যাপক (পোল্ট্রি সায়েন্স) ই-মেইল : rokibur76@yahoo.com
৫ ৷ এ কে এম আশরাফুল আলম সহযোগী অধ্যাপক (উদ্যানতত্ত্ব)
ই-মেইল : kazalashraf@gmail.com
৬। ড. আবুল হাসনাত মোহাঃ শামীম
সহযোগী অধ্যাপক (মৃত্তিকা বিজ্ঞান) ই-মেইল : abulhasnats@yahoo.com
০৭| ড. মোঃ সিরাজুল ইসলাম
সহযোগী অধ্যাপক (কৃষি প্রকৌশল) ই-মেইল : seraz_bou@yahoo.com
৮৷ ড. মোঃ তৌহিদুল ইসলাম
সহকারী অধ্যাপক (কৃষি)
ই-মেইল : islamtuhin@yahoo.com
৯। ড. সুকুমার দেবনাথ
সহকারী অধ্যাপক (মাৎস্য) ই-মেইল : sukumar_bou@yahoo.com
১০। ড. মোহাম্মদ আব্দুস সোবাহান
সহকারী অধ্যাপক (কৃষি)
ই-মেইল : sobahan_74@yahoo.com
১১। ড. মো: আনোয়ারুল হক
সহকারী অধ্যাপক (কৃষি)
ই-মেইল : haquejp@gmail.com
১২। ড. মোহাম্মদ আব্দুল হামিদ
সহকারী অধ্যাপক (পশুপালন) ই-মেইল : hamidethu@yahoo.com
সার্ডে ডীনের দায়িত্ব পালনকারী শিক্ষকবৃন্দ :
স্কুলের বিভিন্ন প্রোগ্রাম:
কৃষি ও পল্লী উন্নয়ন স্কুলের তত্ত্বাবধানে পরিচালিত আনুষ্ঠানিক প্রোগ্রামসমূহের বিস্তারিত বর্ণনা নিম্নে উল্লেখ করা হলো :
১। ব্যাচেলর অব এগ্রিকালচারাল এডুকেশন ( Bag Ed ):
১৯৯৭ সালে সার্ডে এ প্রোগ্রামটি চালু হয়। এ প্রোগ্রামের লেভেল হলো কৃষি শিক্ষায় স্নাতক ও বিএড সমমান। বিএজিএড ডিগ্রীধারীগণ মাধ্যমিক বিদ্যালয়/ দাখিল মাদ্রাসায় কৃষি শিক্ষক হিসেবে নিয়োগ লাভ করলে তারা বিএড ডিগ্রীধারীগণের ন্যায় সমান বেতন স্কেল এবং অন্যান্য সুযোগ-সুবিধা পেয়ে থাকেন।
এছাড়া বিএজিএড ডিগ্রীধারীগণের এমএড করার এবং কৃষি সংশ্লিষ্ট সরকারী/বেসরকারী প্রতিষ্ঠানে চাকুরী করার সুযোগ রয়েছে।
মেয়াদ
বিএজিএড প্রোগ্রামটি ০৩ (তিন) শিক্ষাবর্ষ বা ০৬ (ছয়) সিমেস্টার মেয়াদী। প্রতিটি সিমেস্টারের ব্যাপ্তি ০৬ (ছয়) মাস। ভর্তিকৃত একজন শিক্ষার্থীর রেজিস্ট্রেশনের মেয়াদ সর্বোচ্চ ০৬ (ছয়) শিক্ষাবর্ষ অর্থাৎ ভর্তির সিমেস্টার থেকে শুরু করে পরবর্তী ১২ (বার) সিমেস্টার পর্যন্ত্ বহাল থাকবে। তবে কোন শিক্ষার্থী ০৬ (ছয়) শিক্ষাবর্ষে প্রোগ্রামের সকল কোর্সে সাফল্যের সাথে উত্তীর্ণ হতে ব্যর্থ হলে মেয়াদ শেষ হওয়ার ২ বছরের মধ্যে তার আবেদনের পরিপ্রেক্ষিতে স্কুল পুনরায় ০২ (দুই) শিক্ষাবর্ষের জন্য তাকে ভর্তির অনুমতি দিবে। এ ধরনের ভর্তি রেজিস্ট্রেশনকে পুনঃরেজিস্ট্রেশন (De-novo Registration) হিসাবে গণ্য করা হবে এবং আবেদনকারীকে আবেদনের পূর্বে প্রোগ্রামের শতকরা সত্তর ভাগ (৭০%) কোর্স সফলভাবে সমাপ্ত করেছেন মর্মে স্কুলকে নিশ্চিত করতে হবে।
ভর্তির যোগ্যতা
এইচএসসি (বিজ্ঞান/কৃষি গ্রুপ অথবা কৃষি বিজ্ঞান বিষয়সহ যে কোন গ্রুপ) অথবা চার বা তিন বছর মেয়াদি কৃষি ডিপোমা/সমমানের সার্টিফিকেটধারী এবং ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা জিপিএ ২.০ (দুই) প্রাপ্ত হতে হবে। যে কোন পেশা ও বয়সের ব্যক্তি এ প্রোগ্রামে ভর্তি হতে পারবেন। মাধ্যমিক বিদ্যালয় বা দাখিল মাদ্রাসায় শিক্ষকতার পেশায় নিয়োজিত প্রার্থীর বেলায় ৩য় বিভাগ গ্রহণযোগ্য। আসন সংখ্যার চেয়ে বেশি আবেদনের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার ভিত্তিতে সংশিষ্ট ভর্তি কমিটির নির্ধারিত পদ্ধতিতে প্রার্থী নির্বাচন করা হবে।
মোট ক্রেডিট
সর্বমোট ক্রেডিট হলো ৯৫ (পঁচানব্বই)। প্রতি ক্রেডিট ১৫ ঘন্টার লেকচার + ১৫ ঘন্টার পাঠ বা ৩০ ঘন্টার শিক্ষা কার্যক্রমের সমতুল্য হবে।
প্রগ্রামের কোর্স সমুহ
প্রথম সিমেস্টারের কোর্সসমূহ
ক্রম | কোর্স কোড | বাংলা নাম | ইংরেজী নাম | ক্রেডিট |
১ | বিএই ১২০১ | কৃষি পরিচিতি ও পরিবেশ | Introductory Agriculture & Environment | ২ |
২ | বিএই ১১০২ | বীজ ও বীজ প্রযুক্তি | Seed & Seed Technology | ১ |
৩ | বিএই ১৩০৩ | মাঠ ফসল উৎপাদনের মৌলনীতি ও খামার ব্যবস্থা | Technology Basic Principles of Field Crop Production & Farming Systems | ৩ |
৪ | বিএই ১২০৪ | মৃত্তিকা বিজ্ঞান | Soil Science | ২ |
৫ | বিএই ২৩০৩ | খামার যন্ত্রপাতি | Farm Machinaries | ৩ |
৬ | বিএই ১৩০৬ | মাছের চাষ ও ব্যবস্থাপনা | Aquaculture & Management | ৩ |
৭ | বিএই ২৩০৪ | গৃহপালিত পশুপালন | Husbandry of Domestic Animals | ৩ |
মোট ক্রেডিট = ১৭
দ্বিতীয় সিমেস্টারের কোর্সসমূহ
ক্রম | কোর্স কোড | বাংলা নাম | ইংরেজী নাম | ক্রেডিট |
১ | বিএই ২৩০১ | মাঠ ফসল উৎপাদনের কৌশল | Techniques of Field Crop Production | ৩ |
২ | বিএই ২২০২ | উদ্ভিদ পুষ্টি ও সার | Plant Nutrition & Fertilizer Management | ২ |
৩ | বিএই ২১০৬ | ব্যবস্থাপনা বন ও জীব বৈচিত্র্য | Forest & Biodiversity Fish Feed & Nutrition | ১ |
৪ | ২২০৫ | মাছের খাদ্য ও পুষ্টি | Husbandry of Domestic Birds & | ২ |
৫ | ১৩০৫ | গৃহপালিত পাখি পালন ও হাঁস-মুরগির হ্যাচারি ব্যবস্থাপনা | Hatchery Management | ৩ |
৬ | বিএই ৫২০৭ | পরিসংখ্যান | Statistics | ২ |
৭ | বিএই ৩২০৬ | শিক্ষা মনোবিজ্ঞান ১ | Educational Psychology 1 | ২ |
মোট ক্রেডিট = ১৫
তৃতীয় সিমেস্টারের কোর্সসমূহ
ক্রম | কোর্স কোড | বাংলা নাম | ইংরেজী নাম | ক্রেডিট |
১ | বিএই ৫২০১ | ফসলের রোগ ও আগাছা | Crop Diseases & Weeds | ২ |
২ | বিএই ৬২০৪ | ফুল ও সুদৃশ্য গাছের চাষাবাদ | Cultivation of Ornamental Plants | ২ |
৩ | বিএই ৪৩০১ | ফল চাষ | Fruit Culture | ৩ |
৪ | বিএই ৩২০২ | সেচ পদ্ধতি ও ব্যবস্থাপনা | Irrigation System & Management | ২ |
৫ | বিএই ৩২০৩ | বনায়ন | Afforestation | ২ |
৬ | বিএই ৪৩০৩ | গৃহপালিত পশুর রোগ ও প্রতিকার | Diseases & Remedies of Domestic Animals | ৩ |
৭ | বিএই ৪২০৭ | শিক্ষা মনোবিজ্ঞান ২ | Educational Psychology 2 | ২ |
মোট ক্রেডিট ১৬
চতুর্থ সিমেস্টারের কোর্সসমূহ
ক্রম | কোর্স কোড | বাংলা নাম | ইংরেজী নাম | ক্রেডিট |
১ | বিএই ৪৩০২ | ফসলের পোকা মাকড় ও ইঁদুর দমন | Control of Crop Insects, Mites & Rats | ৩ |
২ | বিএই ৬২০২ | কৃষি অর্থনীতি | Agricultural Economics | ২ |
৩ | বিএই ৫২০৩ | মাছের স্বাস্থ্য পরিচর্যা | Fish Health Care | ২ |
৪ | বিএই ৫২০২ | গৃহপালিত পাখির রোগ ও প্রতিকার | Diseases & Remedies of Domestic Birds | ২ |
৫ | বিএই ৩৩০৭ | শিক্ষানীতি ১ | Principle of Education 1 | ৩ |
৬ | বিএই ৪২০২ | শিক্ষা মূল্যায়ন ও নির্দেশনা ১ | Educational Evaluation & Guidance 1 | ২ |
৭ | বিএই ৫২০৬ | শিক্ষার ইতিহাস ১ | History of Education 1 | ২ |
মোট ক্রেডিট ১৬
পঞ্চম সিমেস্টারের কোর্সসমূহ
ক্রম | কোর্স কোড | বাংলা নাম | ইংরেজী নাম | ক্রেডিট |
১ | বিএই ৩৩০১ | সবজি চাষ | Vegetable Culture | ৩ |
২ | বিএই ৩২০৪ | বনজ নার্সারী | Forest Nursery | ২ |
৩ | বিএই ৬২০৩ | মৎস্য আহরণ ও সংরক্ষণ | Fish Harvesting and Preservation | ২ |
৪ | বিএই ৪১০৪ | গাভীর জাত উন্নয়ন ও দুগ্ধ খামার স্থাপন | Dairy Breed Improvement and Establishment of Dairy Farm | ১ |
৫ | বিএই ১২০৭ | মাতৃভাষা বাংলা | Mother Tongue Bangla | ২ |
৬ | বিএই ২২০৭ | ইংলিশ-ওর্যাল কম্যুনিকেশন এন্ড স্টাডি স্কিলস | English-Oral Communication & Study Skills | ২ |
৭ | বিএই ৪২০৫ | শিক্ষানীতি ২ | Principle of Education 2 | ২ |
৮ | বিএই ৫২০৫ | শিক্ষা মূল্যায়ন ও নির্দেশনা ২ | Educational Evaluation & Guidance 2 | ২ |
মোট ক্রেডিট ১৬
ষষ্ঠ সিমেস্টারের কোর্সসমূহ
ক্রম | কোর্স কোড | বাংলা নাম | ইংরেজী নাম | ক্রেডিট |
১ | বিএই ৬২০১ | কৃষি সম্প্রসারণ | Agricultural Extension | ২ |
২ | বিএই ৫২০৮ | কম্পিউটার পরিচিতি ও ব্যবহার | Introduction to Computer and its uses | ২ |
৩ | বিএই ৩২০৫ | ইংলিশ-রিডিং এন্ড রাইটিং স্কিলস্ | English-Reading & Writing Skills | ২ |
৪ | বিএই ৫২০৪ | শিক্ষানীতি ৩ | Principle of Education 3 | ২ |
৫ | বিএই ৬২০৬ | শিক্ষার ইতিহাস ২ | History of Education 2 | ২ |
৬ | বিএই ৬২০৫ | শিক্ষা প্রশাসন ও ব্যবস্থাপনা | Educational Administration and Management | ২ |
৭ | বিএই ৬৩০৭ | শিক্ষা মনোবিজ্ঞান ৩ | Educational Psychology 3 | ৩ |
মোট ক্রেডিট ১৫
DIPLOMA IN YOUTH DEVELOPMENT WORK (DYDW)
This programme has been designed to train the trainers of Youth Development Department and the youth workers of the country. This programme was sponsored by the Commonwealth Youth Programme (CYP) and jointly co-ordinated by the Bangladesh Open University (BOU) and the University of Huddersfield, UK from 1999 to 2014. From 2015, this programme has been started as own proramme of BOU following the curricula and course materials of CYP.
TOTAL CREDIT
- Total credit is 41. Each credit consists of 15 to 20 lessons. Each lesson will need approximately 45 minutes to 1 hour study.
DURATION
- One and half years (three semesters).
- The duration of each semester is six months.
ADMISSION REQUIREMENT
- Bachelor degree or equivalent.
REGISTRATION VALIDITY
- Three years.
COURSES IN THE PROGRAMME
First Semester
SL | Course Code | Name of Course | Credit |
1 | DYDW 1301 | Commonwealth Values in Youth Development Work | 3 |
2 | DYDW 1302 | Young People and Society | 3 |
3 | DYDW 1303 | Principles and Practice of Youth Development Work | 3 |
4 | DYDW 1304 | Working with People in Their Communities | 3 |
5 | DYDW 3203 | Youth and Health | 2 |
Total Credit 14
Second Semester
SL | Course Code | Name of Course | Credit |
1 | DYDW 2301 | Gender and Development | 3 |
2 | DYDW 2302 | Learining Processes | 3 |
3 | DYDW 2303 | Management Skills | 3 |
4 | DYDW 2304 | Project Planning, Monitoring and Evaluation | 3 |
5 | DYDW 2305 | Policy Planning and Implementation | 3 |
Total Credit 15
Third Semester
SL | Course Code | Name of Course | Credit |
1 | DYDW 3301 | Conflict Resolution Strategies and Skills | |
2 | DYDW 3302 | Promoting Enterprise and Economic Development | |
3 | DYDW 3204 | Sustainable Development and Environmental Issues | |
4 | DYDW 3207 | New HRD Module on Action Research | |
5 | *DYDW 3205 | Popoulation and Family Life Education | |
6 | *DYDW 3206 | Personality Development and Communication |
Total Credit 12 of 14
*Optional 1 of 2 courses.
REGIONAL AND STUDY CENTRES
No. | Name and Address of Regional Centre | Name and Address of Study Centre |
1 | Regional Centre, Dhaka Bagladesh Open University 7. Mirpur Road, Dhanmondi Dhaka-1205 Tel: (02) 9673669 | Sheikh Hasina National Youth Centre, Department of Youth Development, Savar, Dhaka Tel: (02) 7708391, 7708200 |
2 | Regional Centre, Bogra Bagladesh Open University Bishwa Road, Banani Bogra. Tel: (051) 62794 | Bogra Regional Youth Centre Dept. of Youth Development Tin Matha, Rail Gate, Puraton Bogra, Bogra- 5800. Tel: (051) 66198 |
৩। সার্টিফিকেট ইন লাইভস্টক এন্ড পোল্ট্রি (CLP)
পরিবার তথা সমাজ বা দেশের ক্রমবর্ধমান জনগোষ্ঠীর জন্য মাংস, দৃগ্ধ ও উপজাত দ্রব্যের প্রথাগত বা বাণিজ্যিক ভিত্তিতে পোল্ট্রি ও গবাদি পশুর খামার স্থাপনের লক্ষ্যে কারিগরি জ্ঞান ও দক্ষতাসম্পন্ন জনবল তৈরি এবং কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করাই হলো এ প্রোগ্রামের মূল উদ্দেশ্য।
ভর্তির যোগ্যতা
ন্যূনতম এস.এস.সি. বা সমমান।
প্রোগ্রামের মেয়াদ
CLP প্রোগ্রামটি এক সিমেস্টার মেয়াদী (ছয় মাস)। বছরে দুই বার জানুয়ারি-জুন ও জুলাই-ডিসেম্বর সিমেস্টার অর্থাৎ প্রতি ছয় মাস পর পর এ প্রোগ্রামে ভর্তি হওয়া যায় ।
রেজিস্ট্রেশন মেয়াদ
(ক) ভর্তিকৃত একজন শিক্ষার্থীর রেজিস্ট্রেশন মেয়াদ ০১ (এক) বছর ০৬ (ছয়) মাস, অর্থাৎ ভর্তিকৃত সিমেস্টারসহ তিন সিমেস্টার পর্যড় বহাল থাকবে।
(খ) কোন শিক্ষার্থী ৩ সিমেস্টারে প্রোগ্রামের সকল কোর্স সাফল্যের সাথে উত্তীর্ণ হতে ব্যর্থ হলে মেয়াদ শেষ হওয়ার ২ বছরের মধ্যে তার আবেদনের পরিপ্রেক্ষিতে স্কুল পুনরায় ১ সিমেস্টারের জন্য তাকে ভর্তির অনুমতি দিবে। এ ধরণের ভর্তি রেজিস্ট্রেশনকে পুনঃরেজিস্ট্রেশন (De-novo Registration) হিসাবে গণ্য করা হবে এবং আবেদনকারীকে আবেদনের পূর্বে প্রোগ্রামের শতকরা ৭০ ভাগ কোর্স সফলভাবে সমাপ্ত করেছেন মর্মে স্কুলকে নিশ্চিত করতে হবে।
ক্রেডিট ও কোর্স সংখ্যা
CLP প্রোগ্রামের মোট ক্রেডিট হলো ১৬। প্রতি ক্রেডিট ১৫-২০টি পাঠ নিয়ে গঠিত এবং প্রতি পাঠ ৪৫ মিনিট থেকে ০১ ঘন্টার একটি লেকচারের সমতুল্য। সার্টিফিকেট অর্জনের জন্য মোট ০৭টি কোর্স সাফল্যের সাথে উত্তীর্ণ হতে হবে ।
প্রগ্রামের কোর্স সমুহ
ক্রম | কোর্স কোড | বাংলা নাম | ইংরেজী নাম | ক্রেডিট | |
১ | CLP ১৩০১ | গবাদিপশু পালন | Livestock Husbandry | ৩ | |
২ |
| পোল্ট্রি পালন ও হ্যাচারি ব্যবস্থাপনা | Poultry Husbandry & Hatchery Management | ৩ | |
৩ |
| গবাদিপশু ও পোল্ট্রির খাদ্য ও পুষ্টি | Feeds & Nutrition of Livestock and Poultry | ২ | |
৪ | CLP ১৩০৪ | কৃত্রিম প্রজনন ও খামার ব্যবস্থাপনা | Artificial Insemination and Farm Establishment | ১ | |
৫ | CLP ১৩০৫ | গবাদিপশুর রোগ ও প্রতিরোধ | Livestock Diseases and their Prevention | ৩ | |
৬ | CLP ১৩০৬ | পোল্ট্রির রোগ ও প্রতিষ্ঠাধ | Poultry Diseases & Prevention | ২ | |
৭ | CLP ১৩০৭ | গবাদিপশু ও পোল্ট্রিজাত ও উপজাত দ্রব্য | Livestock and Poultry Products and By-products | ২ |
মোট ক্রেডিট ১৬
সার্টিফিকেট ইন পিসিকালচার এন্ড ফিস প্রসেসিং (CPFP)
এ প্রোগ্রামের মাধ্যমে যুবক ও উদ্যোগী ব্যক্তিরা মাৎস্য বিষয়ে জ্ঞান অর্জনের সুযোগ পাবেন। এ প্রোগ্রামের বিভিন্ন কোর্সগুলো শিক্ষার্থীদের জন্য এমনভাবে রচনা করা হয়েছে যাতে করে তারা মাৎস্য চাষ সম্পর্কিত বিভিন্ন বিষয় হাতে কলমে শিখে নিজেদের জ্ঞান ও দক্ষতা বাড়াতে পারে এবং দেশের বিভিন্ন অঞ্চলে গড়ে উঠা বিভিন্ন মৎস্য ও চিংড়ি হ্যাচারিতে আত্মকর্মসংস্থানের সুযোগ পেতে পারে।
ভর্তির যোগ্যতা
ন্যূনতম এস.এস.সি. বা সমমান।
প্রোগ্রামের মেয়াদ
CPFP প্রোগ্রামটি এক সিমেস্টার মেয়াদী (ছয় মাস)। বছরে দুই বার অর্থাৎ জানুয়ারি-জুন ও জুলাই-ডিসেম্বর সিমেস্টারে এ প্রোগ্রামে ভর্তি হওয়া যায়।
রেজিস্ট্রেশন মেয়াদ
(ক) ভর্তিকৃত একজন শিক্ষার্থীর রেজিস্ট্রেশন মেয়াদ ০১ (এক) বছর ০৬ (ছয়) মাস, অর্থাৎ ভর্তিকৃত সিমেস্টারসহ তিন সিমেস্টার পর্যন্ত্ বহাল থাকবে।
(খ) কোন শিক্ষার্থী ৩ সিমেস্টারে প্রোগ্রামের সকল কোর্স সাফল্যের সাথে উত্তীর্ণ হতে ব্যর্থ হলে মেয়াদ শেষ হওয়ার ২ বছরের মধ্যে তার আবেদনের পরিপ্রেক্ষিতে স্কুল পুনরায় ১ সিমেস্টারের জন্য তাকে ভর্তির অনুমতি দিবে।
এ ধরণের ভর্তি রেজিস্ট্রেশনকে পুনঃরেজিস্ট্রেশন (De-novo Registration) হিসাবে গণ্য করা হবে এবং আবেদনকারীকে আবেদনের পূর্বে প্রোগ্রামের শতকরা ৭০ ভাগ কোর্স সফলভাবে সমাপ্ত করেছেন। মর্মে স্কুলকে নিশ্চিত করতে হবে।
ক্রেডিট ও কোর্স সংখ্যা
CPFP প্রোগ্রামের মোট ক্রেডিট হলো ১৫। প্রতি ক্রেডিট ১৫- ২০টি পাঠ নিয়ে গঠিত এবং প্রতি পাঠ ৪৫ মিনিট থেকে ০১ ঘন্টার একটি লেকচারের সমতুল্য। সার্টিফিকেট অর্জনের জন্য মোট ০৬টি কোর্স সাফল্যের সাথে উত্তীর্ণ হতে হবে।
প্রগ্রামের কোর্স সমুহ
ক্রম | কোর্স কোড | বাংলা নাম | ইংরেজী নাম | ক্রেডিট |
১ | CPFP ১৩০১ | মাৎস্য চাষ | Pisciculture | ৩ |
২ | CPFP ১২০২ | মাছের পুষ্টি ও খাদ্য প্রযুক্তি | Fish Nutrition and feed Technology | ২ |
৩ | CPFP ১৩০৩ | সমন্বিত মৎস্য খামার ব্যবস্থাপনা | Integrated Fish Farm Management | ৩ |
৪ | CPFP ১২০৪ | মাছের রোগ ও প্রতিকার | Fish Diseases and Control | ২ |
৫ | CPFP ১৩০৫ | মৎস্য হ্যাচারি ব্যবস্থাপনা | Fish Hatchery Management | ৩ |
৬ | CPFP ১২০৬ | মাৎস্য আহরণ ও প্রক্রিয়াজাতকরণ | Harvesting and Processing of Fish | ২ |
মোট ক্রেডিট ১৫
ভর্তি ও রেজিস্ট্রেশন প্রক্রিয়া (সকল প্রোগ্রাম)
ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ
প্রতি বছর দু’বার অর্থাৎ জানুয়ারি-জুন ও জুলাই-ডিসেম্বর টার্মে শিক্ষার্থী ভর্তি করা হয় এবং টার্ম শুরুর পূর্বেই বাউবি’র ওয়েবসাইটে ও জাতীয় দৈনিক পত্রিকায় ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। বাউবি’র ওয়েবসাইটের ঠিকানা হলো www.bou.edu.bd।
আবেদন পত্র সংগ্রহ ও জমাদান
- বাউবি কর্তৃক নির্ধারিত ব্যাংকের শাখায় নির্দিষ্ট পরিমাণ ফি জমা দিয়ে আঞ্চলিক কেন্দ্র বা উপ-আঞ্চলিক কেন্দ্র থেকে অফিস চলাকালীন সময়ে আবেদনপত্র সংগ্রহ করতে হবে।
- বিশ্ববিদ্যালয়ের যে আঞ্চলিক কেন্দ্র বা উপ-আঞ্চলিক কেন্দ্র থেকে আবেদনপত্র সংগ্রহ করা হবে, সেই কেন্দ্রেই আবেদনপত্রটি নির্ধারিত সময়ের মধ্যে জমা দিতে হবে ।
ভর্তির আবেদনপত্রের সাথে প্রার্থীকে নিম্নোক্ত ডকুমেন্টস জমা দিতে হবে :
* বিশ্ববিদ্যালয়ের শিক্ষক বা প্রথম শ্রেণীর কর্মকর্তা কর্তৃক সত্যায়িত সদ্য উঠানো ০৩ (তিন) কপি পাসপোর্ট আকারের ছবি।
* শিক্ষাগত যোগ্যতার সনদপত্র ও নম্বরপত্রের সত্যায়িত কপি।
* চেয়ারম্যান/প্রথম শ্রেণীর কর্মকর্তা/সর্বশেষ শিক্ষা প্রতিষ্ঠান প্রধান কর্তৃক প্রদত্ত চারিত্রিক সনদপত্র।
প্রার্থী ভর্তি
- স্কুল অথবা সংশ্লিষ্ট ভর্তি কমিটি কর্তৃক শিক্ষার্থী বাছাই প্রক্রিয়া নির্ধারিত হবে ।
ভর্তি কমিটি কর্তৃক নির্ধারিত প্রক্রিয়ায় এবং সংশ্লিষ্ট কর্মকর্তার মাধ্যমে প্রয়োজনীয় তথ্য ও সনদপত্রসমূহ যাচাই-বাছাই পূর্বক ভর্তির জন্য মনোনীত প্রার্থীদের তালিকা প্রকাশ করা হবে।
নির্ধারিত আসন সংখ্যার বেশি আবেদন জমা পড়লে সেক্ষেত্রে শিক্ষার্থীর এসএসসি/সমমান ও এইচএসসি/সমমান পরীক্ষায় প্রাপ্ত ফলাফল এবং সংশ্লিষ্ট পেশাগত অভিজ্ঞতা প্রার্থী নির্বাচনে বিবেচনা করা হবে।
- প্রার্থী মনোনয়নের জন্য শিক্ষাগত যোগ্যতার সূচক পয়েন্ট হবে নিম্নরূপ:
• ভর্তিকৃত প্রত্যেক শিক্ষার্থীকে ভর্তির সময়ে একটি নির্দিষ্ট আইডি নম্বর দেয়া হবে যা রেজিস্ট্রেশন নম্বর হিসেবেও বিবেচিত হবে। শিক্ষার্থী এবং বিশ্ববিদ্যালয়ের মধ্যে সকল যোগাযোগের জন্য শিক্ষার্থী আইডি নম্বর/রেজিস্ট্রেশন নম্বরের উলেখ থাকতে হবে।
রেজিস্ট্রেশন প্রক্রিয়া
• বিভিন্ন ব্যাচে ভর্তিকৃত শিক্ষার্থীবৃন্দকে ভর্তি বিজ্ঞপ্তিতে প্রকাশিত নির্দিষ্ট সময়ের মধ্যে টার্মভিত্তিক অগ্রবর্তী/পরবর্তী সিমেস্টারে প্রতি কোর্সের জন্য নির্ধারিত হারে নির্বাচিত ব্যাংকে ফি জমা দিয়ে উহার রশিদ বাউবি’র সংশ্লিষ্ট আঞ্চলিক কেন্দ্রে/উপ-আঞ্চলিক কেন্দ্রে জমা প্ৰদান সাপেক্ষে রেজিস্ট্রেশন ফরম ও শিক্ষার্থী কার্ড গ্রহণ করতে হবে।
প্রার্থীকে রেজিস্ট্রেশন ফরম পূরণের নিয়ম আঞ্চলিক কেন্দ্র/ উপ-আঞ্চলিক কেন্দ্র থেকে জেনে নিতে হবে এবং তদানুযায়ী ফরম পূরণ করতে হবে ।
• পূরণকৃত রেজিস্ট্রেশন ফরমের সাথে প্রার্থীকে নিম্নোক্ত কাগজপত্র জমা প্রদান করতে হবে :
- ভর্তির সময় বা পূর্বে রেজিস্ট্রেশনের সময় ইস্যুকৃত শিক্ষার্থী আইডি কার্ডের কপি।
- আবেদনপত্রের ক্রমিক সংখ্যা সম্বলিত ফি জমাদানের রশিদ।
ভর্তি/রেজিস্ট্রেশনের পর প্রাপ্য সুবিধাসমূহ
- শিক্ষার্থীর ছবি সম্বলিত একটি শিক্ষার্থী আইডি কার্ড। সিমেস্টারভিত্তিক ক্লাশ রুটিন ও কোর্স সামগ্রী
- প্রতি কোর্সের TMA প্রশ্নপত্র।
- স্টাডি সেন্টারভিত্তিক টিউটোরিয়াল সার্ভিস ।
- আঞ্চলিক বা উপ-আঞ্চলিক কেন্দ্র হতে প্রয়োজনীয় পরামর্শ। নিবন্ধিত কোর্সের পরীক্ষায় একবার অংশগ্রহণ।
- সিমেস্টারের নম্বরপত্র/ট্রান্সক্রিপ্ট।
যে সব কারণে শিক্ষার্থীর রেজিস্ট্রেশন/ভর্তি বাতিল বলে গণ্য হবে
- প্রোগ্রামের মেয়াদকালীন সময়ের মধ্যে সকল কোর্স সফলভাবে শেষ করতে না পারলে;
- ভর্তি ফরমে প্রদত্ত তথ্যাবলী মিথ্যা ও সংযুক্ত কাগজপত্র ভূয়া প্রমাণিত হলে;
- বিশ্ববিদ্যালয়ের স্বার্থের পরিপন্থী কোন কাজে জড়িত হলে;
- শৃঙ্খলা কমিটি কর্তৃক চূড়ান্তভাবে বহিস্কৃত হলে।
কেন্দ্র সমন্বয়কারী নিয়োগ
(i) আঞ্চলিক কেন্দ্রের প্রস্তাবের আলোকে স্কুলের সুপারিশের ভিত্তিতে উপাচার্যের অনুমোদনক্রমে প্রতিটি স্টাডি সেন্টারের জন্য একজন করে কেন্দ্র সমন্বয়কারী নিয়োগ করা হবে। কেন্দ্র সমন্বয়কারী নিয়োগের ক্ষেত্রে বাউবি নীতিমালা অনুসৃত হবে।
কেন্দ্র সমন্বয়কারীর দায়িত্ব ও কর্তব্য
(i) সিমেস্টার অনুযায়ী টিউটোরিয়াল ক্লাশ পরিচালনার জন্য কোর্সভিত্তিক টিউটর ও ল্যাব এটেনডেন্ট/ফিল্ডম্যানের তালিকা সম্বলিত প্রস্তাব ক্লাশ শুরুর পূর্বেই তা অনুমোদনের জন্য সংশ্লিষ্ট বাউবি আঞ্চলিক কেন্দ্র/উপ-আঞ্চলিক কেন্দ্রে জমা দিবেন। আঞ্চলিক কেন্দ্র/উপ-আঞ্চলিক কেন্দ্ৰ এসএসএস বিভাগের মাধ্যমে কর্তৃপক্ষের অনুমোদন নিবেন। (ii) ভর্তিকৃত শিক্ষার্থী এবং টিউটরদের নিয়ে ওরিয়েন্টেশন এবং
সমাপনী ক্লাসের আয়োজন করা। (iii) ক্লাশ রুটিন অনুসারে টিউটোরিয়াল ক্লাসের সমন্বয় ও সুযোগ-
সুবিধা প্রদানের ব্যবস্থা করা। (iv) ব্যবহারিক ক্লাশসমূহে শিক্ষার্থীদের হাতে-কলমে শেখার
প্রয়োজনীয় সুযোগ-সুবিধা নিশ্চিত করা। (v) ক্লাশ রুটিন সিডিউল অনুযায়ী টিউটোরিয়াল ক্লাশসমূহ মনিটর করা।
(vi) নির্ধারিত সময়ে শিক্ষার্থীদের নিকট হতে টিএমএ সংগ্রহ ও মূল্যায়নের জন্য টিউটরদের নির্দেশ প্রদান করা।
(vii) টিউটর ও সহায়তাদানকারী স্টাফদের কাজের মূল্যায়নপূর্বক ডীন বরাবর রিপোর্ট প্রদান করা।
(viii) সুষ্ঠুভাবে পরীক্ষা পরিচালনার সকল দায়িত্ব সম্পাদন করা । (ix) পরীক্ষা গ্রহণ ও অন্যান্য ব্যবস্থাপনা সম্পর্কিত ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের সাথে যোগাযোগ রক্ষা করা এবং প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা।
(x) বিশ্ববিদ্যালয় কর্তৃক নির্ধারিত হারে টিউটরদের প্রাপ্য সম্মানী ও সহায়তাদানকারী স্টাফদের প্রাপ্য বিল আঞ্চলিক পরিচালক বরাবর সুপারিশসহ প্রত্যয়ন করা। (xi) টিউটরদের নিকট হতে প্রাপ্ত সকল কোর্সের TMA নম্বরপত্র
একত্রিত করে যথাসময়ে পরীক্ষা নিয়ন্ত্রক, বাউবি বরাবর প্রেরণ করা।
(xii) বিভিন্ন কোর্সের ব্যবহারিক পরীক্ষা শেষ হওয়ার পর সকল কোর্সের নম্বর ফর্দ পরীক্ষা নিয়ন্ত্রক বরাবর প্রেরণের ব্যবস্থা গ্রহণ করা।
(xiii) বিভিন্ন কোর্সের চূড়ান্ত তত্ত্বীয় পরীক্ষা শেষ হওয়ার পর দ্রুত উত্তরপত্র যথাযথভাবে প্যাকেট করে পরীক্ষা নিয়ন্ত্রক বরাবর প্রেরণের ব্যবস্থা গ্রহণ করা । (xiv) বাউবি কর্তৃক অর্পিত ‘প্রোগ্রাম সংশ্লিষ্ট’ অন্যান্য কাজে প্রয়োজনীয় সহায়তা প্রদান করা
টিউটর নিয়োগ
- টার্মভিত্তিক প্রত্যেক সিমেস্টারে ন্যূনতম ১৫ (পনের) জন শিক্ষার্থী ভর্তির পরিপ্রেক্ষিতে টার্মভিত্তিক প্রতি সেমিস্টারে প্রতিটি কোর্সের ক্লাস পরিচালনার জন্য নির্বাচিত স্টাডি সেন্টারে (টিউটোরিয়াল কেন্দ্রে) বাউবি কর্তৃক একজন করে টিউটর নিয়োগ দেয়া হবে। তবে ব্যবহারিক ক্লাশ পরিচালনার জন্য টিউটর নিয়োগের ক্ষেত্রে শিক্ষার্থী সংখ্যার কোন বাধ্যবাধকতা থাকবে না ।
- টিউটর নিয়োগের ক্ষেত্রে সার্ড ও বাউবি কর্তৃক প্রণীত টিউটর নিয়োগ নীতিমালা অনুসৃত হবে।
টিউটরের দায়িত্ব ও কর্তব্য
(ক) ওরিয়েন্টেশন সমাপনী ক্লাশে উপস্থিত থেকে පි শিক্ষার্থীদেরকে কোর্স বিষয়ক প্রয়োজনীয় পরামর্শ ও নির্দেশনা প্রদান করা ।
(খ) নির্ধারিত ক্লাশ সিডিউল অনুযায়ী তত্ত্বীয় ও ব্যবহারিক টিউটোরিয়াল ক্লাশ পরিচালনা করা ।
(গ) শিক্ষার্থীদের নিকট থেকে নির্ধারিত সময়ে টিএমএ গ্রহণ ও মূল্যায়ন করে নম্বরপত্র যথাসময়ে কেন্দ্র সমন্বয়কারীর নিকট প্রেরণ করা।
(ঙ) পরীক্ষা পরিচালনায় কেন্দ্র সমন্বয়কারীকে প্রয়োজনীয় সহায়তা প্রদান করা ।
টিউটোরিয়াল সার্ভিস
- স্বশিখন পাঠ সামগ্রীর মাধ্যমে কার্যকর পাঠ গ্রহণ ও অনুশীলনীমূলক কাজে সহায়তা করার জন্য বাউবি কর্তৃক অনুমোদিত নির্ধারিত স্টাডি সেন্টারে প্রত্যেক মাসের নির্ধারিত সাপ্তাহিক ছুটির দিনে শিক্ষার্থীদের জন্য টিউটোরিয়াল সার্ভিসের ব্যবস্থা থাকবে।
- টিউটোরিয়াল ক্লাসের সিডিউল স্কুল কর্তৃক নির্ধারিত হবে ।
- প্রয়োজনবোধে ক্লাশ রুটিনের বাহিরে যে কোন ছুটির দিন টিউটোরিয়াল ক্লাশ পরিচালনার জন্য স্কুল সংশ্লিষ্ট কেন্দ্র সমন্বয়কারীকে অনুরোধ করতে পারবে।
- শিক্ষার্থীরা সংশ্লিষ্ট স্টাডি সেন্টারে টিউটোরিয়াল সার্ভিস চলাকালীন সময়ে পাঠ সমন্ধে সমস্যাসমূহ বুঝে ও সমাধান করে নিতে পারবেন ।
- কোনো সিমেস্টারে কোর্সভিত্তিক ন্যূনতম ১৫ (পনের) জন শিক্ষার্থী ভর্তি হলে টিউটোরিয়াল সার্ভিস প্রদান করা হবে। অন্যথায় উক্ত টিউটোরিয়াল কেন্দ্র শুধুমাত্র ব্যবহারিক ক্লাশ পরিচালনা এবং পরীক্ষা গ্রহণের অনুমতি প্রাপ্ত হবে।
- কোনো শিক্ষার্থীর কোনো কোর্সের ব্যবহারিক ক্লাশে শতকরা ৭৫ ভাগ উপস্থিতি না থাকলে তাকে ঐ কোর্সের চূড়ান্ত পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দেয়া হবে না ।
মিডিয়া প্রোগ্রাম
- প্রোগ্রামের কোর্সভিত্তিক মিডিয়া অনুষ্ঠান সার্ভের সংশ্লিষ্ট বিশেষজ্ঞ শিক্ষকদের তত্ত্বাবধানে বাউবি’র আধুনিক মিডিয়া সেন্টারে ধারণ করা হয়।
- সপ্তাহের নির্ধারিত দিনে নির্দিষ্ট সময়ে বাংলাদেশ বেতার ও বাংলাদেশ টেলিভিশনে সার্ভের অনুষ্ঠান প্রচারিত হয়ে থাকে।
- বাংলাদেশ বেতারে বর্তমানে সপ্তাহের প্রতি বুধবার সন্ধ্যা ৭:০৫ টায় এবং বাংলাদেশ টেলিভিশনে সকালের অধিবেশনে ৭:৩০ টায় সার্ডের বিভিন্ন প্রোগ্রাম প্রচার করা হয়ে থাকে ।
- বিশেষ প্রয়োজনে অনুষ্ঠান প্রচারের সময়সূচী পরিবর্তন হতে পারে ।
শিক্ষার্থী ID নম্বর
- বিশ্ববিদ্যালয়ের সাথে সব রকম যোগাযোগের জন্য শিক্ষার্থী আইডি কার্ডের শিক্ষার্থী নম্বর উল্লেখ করতে হবে।
কেন্দ্র পরিবর্তন
- কেবল বিশেষ কারণে যেমন- চাকুরীতে যোগদান, চাকুরীতে বদলীসহ বাসস্থান পরিবর্তনের ক্ষেত্রে উপযুক্ত কারণ ও প্রমাণপত্র বিবেচনা সাপেক্ষে কেন্দ্র পরিবর্তন করা যাবে। কেন্দ্র পরিবর্তনের আবেদন সংশ্লিষ্ট আঞ্চলিক/উপ-আঞ্চলিক কেন্দ্রের সুপারিশের ভিত্তিতে বাউবি’র স্টুডেন্ট সাপোর্ট সার্ভিস (এসএসএস) বিভাগ অনুমোদনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।
পরীক্ষা
পরীক্ষার ভাষা
- বাংলায় রচিত কোর্সসমূহের জন্য বাংলা অথবা ইংরেজি ভাষায় পরীক্ষা দেয়া যাবে।
- ইংরেজিতে রচিত কোর্সসমূহে অবশ্যই ইংরেজি ভাষায় পরীক্ষা দিতে হবে।
কোর্সভিত্তিক পরীক্ষার নম্বর বন্টন
- প্রতিটি কোর্সের ১০০ (একশত) নম্বরের পরীক্ষায় অংশগ্রহণ বাধ্যতামূলক ।
যেসব কোর্সের ব্যবহারিক আছে সেসব কোর্সের নম্বর বন্টন হলো নিম্নরূপ-
লিখিত : ৭০ নম্বর
ব্যবহারিক : ২০ নম্বর
টিএমএ (২টি) : ৫×২=১০ নম্বর
যেসব কোর্সের ব্যবহারিক নেই সেসব কোর্সের নম্বর বন্টন হলো নিম্নরূপ-
লিখিত : ৯০ নম্বর
টিএমএ (২টি) : ৫×২=১০ নম্বর
Tutor’s Marked Assignment (TMA)
উন্মুক্ত শিক্ষায় এসাইনমেন্ট প্রস্তুত একটি গুরুত্বপূর্ণ বিষয়। বাউবি’র সংশ্লিষ্ট আঞ্চলিক কেন্দ্র/উপ-আঞ্চলিক কেন্দ্র হতে সাধারণত কোর্স বই বিতরণের সময় একই সাথে TMA প্রশ্নপত্রও বিতরণ করা হয়। এছাড়া বাউবি’র ওয়েবসাইটে পাওয়া যাবে।
TMA এর প্রশ্নগুলো মূলতঃ বিশ্লেষণধর্মী হয়ে থাকে। এর যথাযথ প্রস্তুতিতে শিক্ষার্থীর Brain Storming এর সুযোগ থাকবে যা শিক্ষার্থীদেরকে পাঠে আরও মনোযোগী হতে এবং অধিক নম্বর পেতে সাহায্য করবে। প্রতিটি কোর্সের TMA-এর জন্য ১০ (দশ) নম্বর বরাদ্দ আছে।
TMA-01-এর জন্য ০৫ নম্বর এবং TMA-02-এর জন্য ০৫ নম্বর থাকে । তাই টিএমএ জমা না দিলে শিক্ষার্থীবৃন্দ শুধু নম্বর থেকেই বঞ্চিত হবেন না বরং ঐ কোসের্র TMA তে অনুপস্থিতির কারণে তাকে অকৃতকার্য ঘোষণা করা হবে।
তাই নির্ধারিত টিউটোরিয়াল কেন্দ্রের কোর্স টিউটরের নিকট নির্ধারিত সময়ে সিমেস্টারভিত্তিক প্রতি কোর্সের জন্য TMA – 01 ও TMA-02 পৃথক পৃথকভাবে তৈরি করে জমা প্রদান করতে হবে অর্থাৎ টিএমএ তৈরি করে জমা প্রদান বাধ্যতামূলক।
শিক্ষার্থী কর্তৃক টিএমএ জমা দেয়ার প্রমাণপত্রে সংশ্লিষ্ট টিউটর স্বাক্ষর প্রদান করবেন। পুনঃপরীক্ষার্থীদেরকেও একইভাবে পরীক্ষায় অংশ নেয়া প্রতিটি কোর্সের টিএমএ আলাদা আলাদাভাবে তৈরি করে নির্ধারিত সময়ের মধ্যে কোর্স টিউটরের নিকট জমা দিতে হবে ।
পরীক্ষার কেন্দ্র ও সময়সূচি
- সাধারণত অনুমোদিত স্টাডি সেন্টারই হবে পরীক্ষা কেন্দ্র। তবে কোন কারণে সংশ্লিষ্ট স্টাডি সেন্টারে পরীক্ষা গ্রহণ করা সম্ভব না হলে পরিবর্তিত পরীক্ষা কেন্দ্রের নাম ও ঠিকানা পরীক্ষার্থীসহ সংশ্লিষ্টদের যথাসময়ে জানিয়ে দেয়া হবে।
- পরীক্ষার সময়সূচি বিজ্ঞপ্তি প্রকাশের মাধ্যমে সংশ্লিষ্ট আঞ্চলিক কেন্দ্র/উপ-আঞ্চলিক কেন্দ্র, স্টাডি সেন্টারে জানিয়ে দেয়া হবে। এছাড়া বাউবি’র ওয়েবসাইটে পাওয়া যাবে।
পরীক্ষায় অংশগ্রহণের যোগ্যতা
- রেজিস্ট্রেশন মেয়াদ থাকা;
- নির্ধারিত ফি জমা প্রদান করা;
- তত্ত্বীয় ও ব্যবহারিক ক্লাশে উপস্থিতি সন্তোষজনক থাকা;
- শৃঙ্খলা কমিটি কর্তৃক চূড়ান্তভাবে বহিস্কৃত বা অযোগ্য না হওয়া ।
গ্রেস মার্ক
(ক) কোনো সিমেস্টারে কোনো শিক্ষার্থী ১টি কোর্সে অকৃতকার্য হলে তাকে সর্বোচ্চ ৫ নম্বর (৫ নম্বর×১=৫), ২টি কোর্সে অকৃতকার্য হলে তাকে সর্বোচ্চ ৪ নম্বর (২ নম্বর x ২ = ৪) এবং ৩টি কোর্সে অকৃতকার্য হলে তাকে সর্বোচ্চ ৩ নম্বর (১ নম্বর×৩=৩) গ্রেস প্রদান করা হবে।
(খ) যদি কোনো সিমেস্টারে কোনো শিক্ষার্থীর কোনো কোর্সে/কোর্সসমূহে ০১ (এক) নম্বরের জন্য লেটার গ্রেড বা গ্রেডিং পয়েন্ট কমে যায় তবে প্রতি কোর্সে ০১ (এক) নম্বর করে অটো গ্রেস প্রদান করা হবে ।
গ্রেড পয়েন্ট এভারেজ (GPA) বা গড় মান নির্দেশক
শিক্ষার্থীদের প্রাপ্ত নম্বরের ভিত্তিতে প্রতিটি কোর্সের লেটার গ্রেড ও গ্রেড পয়েন্ট নিম্নে উল্লেখিত ছকানুসারে হিসাব করা হবেঃ
CGPA নির্ণয়ের সূত্র
শিক্ষার্থী কর্তৃক সংশ্লিষ্ট প্রোগ্রামের নির্ধারিত কোর্সসমূহ সফলভাবে সম্পন্ন করার পর নিম্নে বর্ণিত সূত্রের সাহায্যে সিজিপিএ (CGPA = Cumulative Grade Point Average) নির্ণয় করে শিক্ষার্থীদের সর্বশেষ চূড়াড় ফলাফল প্রকাশ করা হবে।
সিজিপিএ = (ক্রেডিট× জিপি) এর সমষ্টি
————————————————————–
ক্রেডিটের সমষ্টি
পরীক্ষার ফলাফল
- পরীক্ষা শেষ হবার পর ন্যূনতম সময়ের মধ্যে পরীক্ষা বিভাগ হতে প্রকাশিত ফলাফল পরীক্ষা নিয়ন্ত্রক সংশ্লিষ্ট আঞ্চলিক কেন্দ্র বা উপ-আঞ্চলিক কেন্দ্রের মাধ্যমে সংশ্লিষ্ট স্টাডি সেন্টারে উক্ত ফলাফল প্রেরণের ব্যবস্থা গ্রহণ করবেন ।
- পরীক্ষার্থীবৃন্দকে ভর্তিকৃত স্টাডি সেন্টার হতে ফলাফল সংগ্রহ করতে হবে।
- প্রকাশিত ফলাফলের ব্যাপারে কোন অভিযোগ থাকলে তা লিখিত আকারে পরীক্ষা বিভাগ কর্তৃক নির্ধারিত সময়ের মধ্যে (সাধারণতঃ পরীক্ষার ফলাফল প্রকাশের তারিখ হতে পরবর্তী এক মাসের মধ্যে) পরীক্ষা নিয়ন্ত্রক বরাবর জানাতে হবে।
শৃঙ্খলা কমিটি
কেন্দ্রীয়ভাবে গঠিত শৃঙ্খলা কমিটি পরীক্ষা সংক্রান্ত অপরাধ ও শৃঙ্খলা বিষয়ক সমুদয় কার্য পরিচালনা করবে।
প্রশংসাপত্র
প্রোগ্রামভিত্তিক সবগুলো কোর্সে উত্তীর্ণ হওয়ার পর প্রশংসাপত্র পেতে ইচ্ছুক শিক্ষার্থীকে বাউবি নির্বাচিত ব্যাংকে নির্ধারিত ফি জমা দিয়ে ডীন, সার্ড বরাবর প্রশংসাপত্রের জন্য সাদা কাগজে আবেদন করতে হবে। উক্ত আবেদনের প্রেক্ষিতে ডীন সংশ্লিষ্ট শিক্ষার্থীকে প্রশংসাপত্র প্রদান করবেন।
ট্রান্সক্রিপ্ট
- সিমেস্টার ট্রান্সক্রিপ্ট
সিমেস্টারভিত্তিক পরীক্ষার ফলাফল প্রকাশের পর নির্দিষ্ট ফি জমা সােেক্ষ পরীক্ষা বিভাগ কর্তৃক একটি সিমেষ্টার মার্কশীট দেয়া হবে ।
- প্রোগ্রাম ট্রান্সক্রিপ্ট
প্রোগ্রামভিত্তিক সকল ক্রেডিট সম্পন্ন করার পর ঐ প্রোগ্রামের একটি পূর্ণাঙ্গ ট্রান্সক্রিপ্ট দেয়া হবে যা পরীক্ষা বিভাগ সরবরাহ করবে। তবে প্রোগ্রাম ট্রান্সক্রিপ্টের জন্য নির্ধারিত ফি নির্বাচিত ব্যাংকে জমা দিতে হবে।
কোর্স ও অন্যান্য ফি*
সাময়িক সনদপত্র
কৃতিত্বের সাথে সংশ্লিষ্ট প্রোগ্রামের সকল কোর্স সম্পন্ন করার পর পরীক্ষা বিভাগ কর্তৃক একটি সাময়িক সনদপত্র প্রদান করা হবে। সাময়িক সনদপত্রের জন্য নির্ধারিত ফি নির্বাচিত ব্যাংকে জমা দিতে হবে। তবে, মূল সনদপত্র গ্রহণের পূর্বে সাময়িক সনদপত্র অবশ্যই ফেরত দিতে হবে।
সমাবর্তন অনুষ্ঠান
স্নাতক ও স্নাতোকোত্তর লেভেলের প্রোগ্রাম সম্পন্নকারীদের মূল সনদপত্র প্রদানের লক্ষ্যে বাউবি কর্তৃপক্ষ বিভিন্ন সময় সমাবর্তন অনুষ্ঠানের আয়োজন করে থাকে। সংশ্লিষ্ট প্রোগ্রামের গ্রাজুয়েটবৃন্দ সমাবর্তনের নির্দিষ্ট ফি জমা দিলে তাদেরকে সমাবর্তন অনুষ্ঠানে অংশগ্রহণের সুযোগ দেয়া হবে ।
প্রয়োজনীয় তথ্য সংগ্রহ ও যোগাযোগ ঃ
এছাড়াও প্রয়োজনে নিম্ন ঠিকানায় যোগাযোগ করা যাবে :
ডীন কৃষি ও পল্লী উন্নয়ন স্কুল বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়, গাজীপুর-১৭০৫।
টেলিফোনঃ (০২) ৯২৯১১১০