কৃষিতে জলবায়ু-সহিষ্ণু গুরুত্ব | সারা সপ্তাহের খবর 

কৃষি গুরুকুল নিউজ আপডেটে আপনাকে স্বাগত। আমরা সম্প্রতি ঘটে যাওয়া বিষয়গুলো সংকলন করে আপনাদের সামনে নিয়ে আসছি। যারা নিয়মিত সংবাদপত্র বা অন্য মাধ্যমের খবরগুলোতে চোখ রাখার সময় পান না। তাদেরকে এই আয়োজনটি হালনাগাদ থাকতে সাহায্য করবে।

আজকের আলোচনার বিযয় : কৃষিতে জলবায়ু-সহিষ্ণু গুরুত্ব, মেঘনার সবুজময় চরে বাহারি তরমুজ, কৃষির সম্ভাবনাকে বিশ্ববাজারে তুলে ধরতে হবে, কুমিল্লার চান্দিনায় টমেটোর বাম্পার ফলনে চাষিদের মুখে হাসি, কুষ্টিয়ায় কুল চাষ করে সফল যুবক তুহিন আলী, কুমিল্লায় মিষ্টি আলুর বাম্পার ফলন, সরাসরি বীজ বপন পদ্ধতি ড্রাম সিডারে আগ্রহ বাড়ছে কুমিল্লার কৃষকদের

 

কৃষিতে জলবায়ু-সহিষ্ণু গুরুত্ব | সারা সপ্তাহের খবর 

কৃষিতে জলবায়ু-সহিষ্ণু গুরুত্ব | সারা সপ্তাহের খবর 

 

কৃষিতে জলবায়ু-সহিষ্ণু গুরুত্ব

বাংলাদেশে কৃষিজমির পরিমাণ প্রতিবছর অন্তত ১ শতাংশ হারে কমে যাচ্ছে। আবার জলবায়ু পরিবর্তনের কারণে অনেক চাষযোগ্য জমিতে চাষ করা সম্ভব হচ্ছে না। টেকসই খাদ্য ও পুষ্টিনিরাপত্তায় জলবায়ুসহিষ্ণু ফসলের বীজ ও জাত উদ্ভাবনে গুরুত্ব দিতে হবে। আর আবাদযোগ্য কোনো জমি পতিত রাখা যাবে না। এসব নিশ্চিত করা গেলে দেশের খাদ্য উৎপাদন কয়েক গুণ বৃদ্ধি পাবে।

মেঘনার সবুজময় চরে বাহারি তরমুজ

ভোরের সূর্য মেঘনার নোনা জলে পড়ে চিকচিক করছে। পানির দিকে তাকাতেই চোখ ধাঁধিয়ে যাচ্ছে। মৃদুমন্দ হাওয়া বইছে। রোববারের সকাল। সাপ্তাহিক ছুটি শেষে কর্মস্থলে ফেরার তাড়া এখানে নেই। ভোলা সদর উপজেলার ইলিশা তালতলী ঘাট থেকে মাঝের চরের উদ্দেশে আমাদের ট্রলার ছুটল। আমি ছাড়া ট্রলারের যাত্রীরা সবাই মাঝের চরের তরমুজচাষি ও খেতমজুর। কৃষকদের কথায় জানা গেল, তরমুজের এবার ফলন ভালো হয়েছে, বাজারে দামও ভালো।

কৃষির সম্ভাবনাকে বিশ্ববাজারে তুলে ধরতে হবে

বাংলাদেশের কৃষিপণ্য উৎপাদনের বিপুল অগ্রগতিকে কাজে লাগাতে হবে। এ জন্য কৃষিপণ্য সংরক্ষণ থেকে শুরু করে প্রক্রিয়াজাতকরণ ও আন্তর্জাতিকভাবে বাজারজাতকরণে গুরুত্ব দিতে হবে। দেশের ভেতরে যেমন কৃষিপণ্যের বিপুল বাজার গড়ে উঠেছে, তেমনি তা নিয়ে বিশ্ববাজারে যাওয়ারও সুযোগ রয়েছে। এ ব্যাপারে দেশীয় উদ্যোক্তা ও বিদেশি বিনিয়োগকারী দুই পক্ষকে একযোগে এগিয়ে আসতে হবে।

 

কৃষিতে জলবায়ু-সহিষ্ণু গুরুত্ব | সারা সপ্তাহের খবর 

 

কুমিল্লার চান্দিনায় টমেটোর বাম্পার ফলনে চাষিদের মুখে হাসি

জেলার চান্দিনায় এ বছর টমেটোর বাম্পার ফলন হয়েছে। টমেটোর চাষিদের চোখে মুখে এখন আনন্দ ও উল্লাস। গত বছরের ক্ষতি পুষিয়ে লাভের মুখ দেখছেন কুমিল্লা চান্দিনা উপজেলার টমেটো চাষিরা। এ বছর শুরু থেকেই টমেটোর ফলন বেশি, দামও দ্বিগুণ পেয়ে খুশি কৃষক কৃষাণীরা । প্রথম দিকে প্রতি মণ টমেটো বিক্রি হয়েছে ১৭শ’ থেকে ২০০০ টাকায়। বর্তমান বাজার দর ৮০০ থেকে ১ হাজার টাকা। যা গত বছরের চেয়ে দ্বিগুণ।

কুষ্টিয়ায় কুল চাষ করে সফল যুবক তুহিন আলী

জেলার মিরপুর উপজেলার বারুইপাড়া ইউনিয়নের কেউপুর গ্রামের যুবক তুহিন আলী। ‘বল সুন্দরী’ বরই চাষ করছেন। ৬ বিঘা জমি বর্গা নিয়ে কুল ও পেয়ারা চাষ করে এলাকায় আলোড়ন সৃষ্টি করেছে। কয়েক বছর আগে নিজের জমির সাথে আরও তিন বিঘা জমি লিজ নিয়ে তার ৬ বিঘা জমিতে ফলের বাগান গড়ে তোলেন।

কুমিল্লায় মিষ্টি আলুর বাম্পার ফলন

জেলায় এবারও মিষ্টি- আলুর বাম্পার ফলন হয়েছে। ভালো দাম পেয়ে খুশি চাষিরাও। স্থানীয় বাজারের পাশাপাশি এ আলু যাচ্ছে ঢাকা, চট্রগ্রাম, সিলেটসহ দেশের বিভিন্ন স্থানে। জেলার সাতটি উপজেলায় এবার মিষ্টি আলু চাষের লক্ষ্যমাত্রা ছিল ৬২০ হেক্টর। চাষ হয়েছে ৫৯০ হেক্টর। স্থানীয় জাতের পাশাপাশি হাইব্রিড জাতের মিষ্টি- আলুর চাষ করেছেন চাষিরা।

 

কৃষিতে জলবায়ু-সহিষ্ণু গুরুত্ব | সারা সপ্তাহের খবর 

 

সরাসরি বীজ বপন পদ্ধতি ড্রাম সিডারে আগ্রহ বাড়ছে কুমিল্লার কৃষকদের

কৃষি যান্ত্রিকীকরণে আধুনিক বীজ বপন পদ্ধতির নাম ড্রাম সিডার। বীজতলার পরিবর্তে ড্রাম সিডারের মাধ্যমে সরাসরি ক্ষেতে ধান বপনে লাভবান হয়েছেন জেলার অনেক কৃষক। তাই জেলার অন্যান্য কৃষকদের মধ্যেও ড্রাম সিডার পদ্ধতিতে ধান চাষে আগ্রহ বাড়ছে।

 

Leave a Comment