ব্যবহারিকঃ ডিমপাড়া মুরগি খামারের একটি প্রকল্প প্রস্তুতকরণ

আজকে আমরা ব্যবহারিকঃ ডিমপাড়া মুরগি খামারের একটি প্রকল্প প্রস্তুতকরণ আলোচনা করবো।এটি কৃত্রিম প্রজনন ও খামার স্থাপন এর মুরগির খামার স্থাপন ইউনিটের ব্যবহারিক অংশের অন্তর্গত।

 

ডিমপাড়া মুরগি খামারের একটি প্রকল্প প্রস্তুতকরণ

 

Table of Contents

ব্যবহারিকঃ ডিমপাড়া মুরগি খামারের একটি প্রকল্প প্রস্তুতকরণ

পদক্ষেপ ১ঃ খামারের ধরন/শ্রেণী/টাইপ/বৈশিষ্ট্য

i) বাদামি খোসার ডিম উৎপাদনকারী খামার।

ii) দৈনিক ডিম উৎপাদন- ৫০০টি বাজারজাত করার উপযোগী ডিম ।

iii) দৈনিক প্রকৃত ডিম উৎপাদন- ৫১০টি (গুণাগুণ নির্ধারণের জন্য ২% ডিম বাছাইয়ের সময় বাদ যাবে)।

(iv) মুরগির ঝাঁকে সারাবছর দৈনিক ডিম উৎপাদনের হার ৭৫% ধরতে হবে ।

(v) ডিম উৎপাদনকাল- উৎপাদন শুরু হওয়া থেকে এক বছর পর্যন্ত (কারও কারও মতে উৎপাদন হার ১০% এ পৌঁছার সময় হতে এক বছর)।

vi) মুরগিগুলোর সুস্বাস্থ্য নিয়ে বেঁচে থাকার ক্ষমতা গড়ে বার্ষিক ৮৮% বা গড়ে বার্ষিক মৃত্যুহার ১২% ধরতে হবে ।

viii) পুলেট গৃহায়ণের বয়স- ১ দিন অথবা ১৫-১৬ সপ্তাহ বয়সের পুলেট। ধরুন, এ প্রকল্পের পুলেটের বয়স ১৬ সপ্তাহ ।

 

ডিমপাড়া মুরগি খামারের একটি প্রকল্প প্রস্তুতকরণ

 

পদক্ষেপ ২ঃ স্থায়ী খরচ

১. থাকার জায়গা বা থাকার ঘর

ক. লিটার পদ্ধতি

লিটার ব্যবস্থাপনায় বা মেঝে পালন পদ্ধতিতে ৬৮০টি পুলেটের জন্য ২৫৯.২৫ বর্গমিটার (২৩৮০ বর্গফুট) আকারের ১টি ঘরে ৩২.৪০ বর্গমিটার (২৯৭.৫ বর্গফুট) আকারের ৮টি কক্ষ তৈরি করুন । অথবা ১২৯.৬২ বর্গমিটার (১১৯০ বর্গফুট) আকারের ২টি ঘর তৈরি করুন । প্রতিটি ঘর ৩২.৪০ বর্গমিটার (২৯৭.৫ বর্গফুট) আকারের ৪টি কক্ষে ভাগ করুন । প্রতিটি কক্ষে ৯৬টি পুলেট রাখুন ।

ঘরের প্রকৃতি ও আকৃতি ঃ

মেঝে পাকা; চালা টিনের (G. I. sheet), দোচালা (gable type), বেড়া মেঝেসংলগ্ন ৬০-৭৫ সে.মি. (২.০-২.৫ ফুট) টিন অথবা ইটের দেয়ালের উপর ১২০-১৩৫ সে.মি. (৪.০-৪.৫ ফুট) তারজালি অথবা লোহার গ্রিল দিয়ে তৈরি করুন । দরজা কাঠ বা লোহার ফ্রেমে কাঠ বা টিন দিয়ে তৈরি করুন। প্রতি বর্গমিটারের তৈরি খরচ ১,৫০০.০০ টাকা এবং ঘরের জন্য মোট খরচ = ৩,৭৪,৮৭৫.০০ টাকা ।

খ. খাঁচা পদ্ধতি

প্রতিটি মুরগির জন্য জায়গার পরিমাণ ৪৩৭ বর্গ সেন্টিমিটার । একসঙ্গে প্রতি ইউনিট খাঁচায় মুরগি রাখার সংখ্যা ৫টি । প্রতি ইউনিট খাঁচার আকার ২১৮ বর্গ সেন্টিমিটার । ৬৮০টি মুরগির খাঁচার ইউনিট সংখ্যা ১৩৬ । প্রতি ইউনিট খাঁচার দাম ৫০০.০০ টাকা। খাঁচা স্থাপনের ঘরের আকার ১১৩ বর্গমিটার । প্রতি বর্গমিটার ঘর তৈরির খরচ ১৫০০.০০ টাকা এবং মোট ঘর তৈরির খরচ ৬৮,০০০.০০ টাকা ।

 

ডিমপাড়া মুরগি খামারের একটি প্রকল্প প্রস্তুতকরণ

 

খাঁচাসহ মুরগির ঘর তৈরির খরচ

ক) খাঁচাবাবদ খরচ= ৬৮,০০০.০০
খ) ঘরবাবদ খরচ= ১,৬৯,৫০০.০০
মোট টাকা= ২,৩৭,৫০০.০০

২. খাওয়ার জায়গা (Feeding space)

ক. যদি লম্বা খাবার পাত্রে (feed trough) খাদ্য দেয়া হয় তাহলে প্রতিটি মুরগির জন্য ১০ লিনিয়ার সেন্টিমিটার (৪ লিনিয়ার ইঞ্চি) খাওয়ার জায়গা লাগবে। প্রতিটি খাবার পাত্র যদি দৈর্ঘ্যে ১০৭ সে.মি. (৩.৫ ফুট), প্রস্থে ১৫ সে.মি. (৬ ইঞ্চি), গভীরতায় ১৫ সে.মি. (৬ ইঞ্চি) হয় তাহলে প্রতিটি খাদ্য পাত্রে ২১টি মুরগি একসঙ্গে খেতে পারবে। এরূপ মোট পাত্র লাগবে ৩২টি । নির্মাণসামগ্রী কাঠ বা টিন বলে প্রতিটির নির্মাণ খরচ পড়বে আনুমানিক ২৫০.০০ টাকা । মোট খরচ পড়বে ৬,৫০০.০০ টাকা ।

খ. যদি ঝুলন্ত পাত্র (যধহমরহম ভববফবৎ) হয় তাহলে প্রতি পাত্রে খাবে ১২টি মুরগি। অতএব মোট পাত্রের সংখ্যা হবে ৫৬টি। প্রতিটির মূল্য ২০০.০০ টাকা করে ধরলে মোট মূল্য পড়বে ১১,২০০.০০ টাকা ।

৩. পানির পাত্রের জায়গা (Drinker space or Waterer space)

ক. যদি লম্বা পাত্র হয় তাহলে প্রতিটি মুরগির জন্য ১০ লিনিয়ার সে.মি. (৪ লি.ই.) এবং যদি প্রতিটি পাত্র দৈর্ঘ্যে ১০৭ সে.মি. (৩.৫ ফুট), প্রস্থে ১৫ সে.মি. (৬ ই.) এবং গভীরতায় ১৫ সেমি. ( ইঞ্চি) হয় তাহলে প্রতিটি পাত্রে ২৪টি মুরগি পানি পান করতে পারবে (খাদ্য খাওয়ার মতো হুড়োহুড়ি করে না বলে বেশি সংখ্যায় পান করতে পারবে) । অতএব, মোট পাত্রের সংখ্যা ২৮টি (প্রতি কক্ষে ৪টি করে) । নির্মাণসামগ্রী স্টিল প্লেট বা টিন হলে এবং প্রতিটির মূল্য ৩০০.০০ টাকা ধরলে মোট খরচ ৮৪০০ টাকা পড়বে ।

খ. ঝুলন্ত পানির পাত্র (hanging drinker) হলে প্রতিটিতে পান করবে ২৪টি মুরগি । এখানেও মোট পাত্রের সংখ্যা ২৮টি (প্রতি ঘরে ৪টি করে) । প্রতিটি ২০০.০০ টাকা হিসেবে মোট খরচ পড়বে ৫৬০০.০০ টাকা ।

৪. ডিম পাড়ার জায়গা

ক. মেঝে বা লিটারে পালন পদ্ধতিতে প্রতি ৫টি মুরগির জন্য ১টি করে ডিমপাড়ার বাসা সরবরাহ করতে হবে । প্রতিটি বাসা দৈর্ঘ্যে ৩০ সে.মি. (১ ফুট), প্রস্থে ৩০ সে.মি. (১ ফুট) ও গভীরতায় ৪৫ সে.মি. (১.৫ ফুট) হলে মোট বাসা লাগবে ১৩৬টি ।

৫. বাসা সাজানোর স্টাইল

ক. লিটার পদ্ধতি :

এ পদ্ধতিতে লম্বালম্বিভাবে অথবা একটার পাশে আরেকটা এবং এভাবে ৪টি বা ৫টি বাসার ১ ইউনিট কিংবা ১ ইউনিট বাসার উপর আরও ১ ইউনিট বাসা সিড়ির মতো করে স্থাপন করা যায় । মোট ইউনিট সংখ্যা ৪টি হিসেবে ৪০টি; আর ৫টি হিসেবে ৩২টি। প্রতি কক্ষে ৫টি বা ৪টি ইউনিট থাকবে । ডিমপাড়ার বাসা অবস্থান কক্ষের দেয়ালের মেঝেসংলগ্ন স্থানে এবং দেয়ালের গায়ে সমান্তরালভাবে সাজানো হলে ভালো হয়। এতে সূর্য্যের আলো পড়বে না। নির্মাণসামগ্রী স্টিল প্লেট, টিন বা কাঠ । প্রতি ইউনিট ২০০.০০ টাকা হিসেবে মোট মূল্য ৮,০০০.০০ টাকা ।

খ. খাঁচায় পালন পদ্ধতি :

এ পদ্ধতিতে পালন করলে আলাদাভাবে ডিম পাড়ার বাসা বা বাক্স লাগে না । খাঁচাগুলো ঢালসহ এমনভাবে তৈরি করা হয় যাতে করে মুরগি ডিম পাড়া মাত্রই ডিমগুলো গড়িয়ে গড়িয়ে খাঁচার সামনের গ্রিলের ফাঁক দিয়ে বাইরের বর্ধিত অংশ এসে জড়ো হয় । এ খাতে আলাদা কোনো খরচ লাগে না ।

ডিম সংগ্রহের জিনিষপত্র (egg tray)- ১৭টির মোট মূল্য = ৫১০.০০ টাকা ।

১০০০ বর্গফুট (৯২.৯৫ বর্গমিটার) ডিম সংরক্ষণাগার তৈরিতে মোট খরচ = ২০,০০০.০০ টাকা ।

 

৬. আলোকায়ন

দৈনিক (২৪ ঘন্টায়) আলোর প্রয়োজন হবে ১৬ ঘন্টা । কৃত্রিম আলোর ব্যবস্থা ঋতু এবং বছরের ছোট- বড় দিন অনুযায়ী দৈনিক ২.৫ ঘন্টা হতে ৪ ঘন্টা পর্যন্ত হবে । আলোর উৎস বৈদ্যুতিক বাল্ব । যেখানে বিদ্যুৎ সরবরাহ নেই সেখানে উজ্জ্বল হারিকেনের আলো দ্বারা ব্যবস্থা করতে হবে ।

বাল্বের প্রকৃতি ঃ

বাল্বের শক্তি হবে ৪০ ওয়াট; আলোর রঙ স্বাভাবিক; আলোর তীব্রতা মৃদু (২০ লাক্স) হবে । ১টি বাল্বের আলোকায়ন এলাকা ৭২,৯০০ বর্গ সে. (১০০০ ব.ফু.)। বাল্ব স্থাপনের এক পয়েন্ট হতে আরেক পয়েন্টের দূরত্ব হবে ৬১০ সে.মি. (২০ ফুট), মোট বাল্বের সংখ্যা হবে ২৪টি । বাল্ববাবদ বছরে গড়ে মোট খরচ ১,০০০.০০ টাকা পড়তে পারে ।

পদক্ষেপ ৩ঃ পরিচালনা ও ব্যবস্থাপনা

ক. জনশক্তি-

মাসিক ১,০০০.০০ টাকা হিসেবে ২ জন শ্রমিকের এক বছরের বেতন= ২৪,০০০.০০
মাসিক ১,০০০.০০ টাকা হিসেবে ১ জন পাহাড়াদারের এক বছরের বেতন মোট= ১২,০০০.০০
মোট= ৩৬,০০০.০০

বি. দ্র.ঃ

হিসেব ও অন্যান্য তদারকি কাজ মালিক নিজেই করবেন

খ. প্রতি ব.মি. ২০০০.০০ টাকা হিসেবে ১৩ ব.মি. (৩.৯৬ মি. × ৩.৩০ মি.) আকারের অফিস ঘর তৈরির

খরচ = ২৬,০০০.০০

গ. ১২ মেট্রিক টন খাদ্য ধারণ ক্ষমতাসম্পন্ন ১টি খাদ্য গুদাম নির্মাণবাবদ ব্যয় = ৪০,০০০.০০

ঘ. প্রতি ব.মি. ৩০০ টাকা হিসেবে ১.৯৮ মি. x ১.৬০ মি. = ৩.১৫ ব.মি. আকারের অসুস্থ্য ও মৃত মুরগি রাখার জায়গার জন্য খরচ = ১,০০০.০০

ঙ. সার বা বিষ্ঠা রাখার স্থান (ছাউনিসহ পাকা গর্ত)- বছরে ২০ টন বিষ্ঠা ধারণ ক্ষমতাসম্পন্ন (প্রতি মুরগি বছরে ৩০ কেজি বিষ্ঠা ত্যাগ করে) ৩৯.২১ ঘনমিটার আকারের গর্ত তৈরির খরচ (প্রতি ঘনমিটার ২৫০.০০ টাকা হিসেবে) = ৯,৮০২.০০

চ. মৃত মুরগি সৎকাজের (disposal pit ) জায়গার জন্য খরচ (বছরে ১২% হিসেবে ৮০টি মুরগি মরতে পারে) = ৫০০.০০

 

ডিমপাড়া মুরগি খামারের একটি প্রকল্প প্রস্তুতকরণ

 

মোট স্থায়ী খরচ

১. মুরগির ঘর –

ক. লিটার পদ্ধতিতে-
খ. খাঁচা পদ্ধতিতে-

 

= ৩,৭৪,৮৭৫.০০
= ২,৩৭,৫০০.০০

২. ম্যানেজার বা মালিকের অফিস ঘর-= ২৬,০০০.০০
৩. ডিম সংরক্ষণাগার-= ৫,০০০.০০
8. গুদাম ঘর-= ৪০,০০০.০০
৫. অসুস্থ ও মৃত মুরগির ঘর= ১,০০০.০০
৬. বিষ্ঠা সংরক্ষণাগার-= ৯,৮০২.০০
৭. মৃত মুরগি সৎকারের জায়গা-= ৫০০.০০
৮. আসবাবপত্র-= ২৫,০০০.০০

মোট স্থায়ী খরচ-

ক. লিটার পদ্ধতিতে-= ৪,৮২,১৭৭.০০
খ. খাঁচা পদ্ধতিতে-= ৩,৪৪,৮০২.০০

 

আবর্তক বা চলতি খরচ

 ১. প্রতিটি ৭৫.০০ টাকা হিসেবে ৬৮০টি পুলেটের মূল্য= ৫১,০০০.০০
২. বার্ষিক মোট খাদ্য খরচ-

২৪ মেট্রিক টন × ১১০০০.০০ (প্রতিদিন প্রতি মুরগির জন্য ১১০ গ্রাম এবং প্রতি মেট্রিক টন খাদ্য ১১০০০ টাকা হিসেবে)

= ২,৬৪,০০০.০০
৩. লিটার খরচ-

বছরে প্রতি কক্ষে ৮ বস্তা এবং প্রতি বস্তা ২৫.০০ টাকা হিসেবে

= ১,৬০০.০০
8. ওষুধপত্র ও টিকাবাবদ খরচ (মুরগি প্রতি ২০০ হিসেবে)-= ১,৩৬০.০০
৫. জনশক্তিবাবদ খরচ= ৩৬,০০০.০০
৬. বছরে খাওয়ার খরচ = ৫০০০.০০
মোট = ৩,৫৮,৯৬০.০০

 

ডিমপাড়া মুরগি খামারের একটি প্রকল্প প্রস্তুতকরণ

 

লাভক্ষতির হিসেব

বার্ষিক মোট প্রতিপালন ব্যয়
১. মোট আবর্তক খরচ= ৩,৫৮,৯৬০.০০
২. মোট মূলধনের উপর সুদ (বছরে ১৩% হারে)

লিটার পদ্ধতিতে-

খাচাঁ পদ্ধতিতে-

 

= ৮৩,৬০১.০০

= ৫৯,৬৪৬.০০

৩. অপচয় খরচ-

ঘরবাড়ির জন্য বছরে ২% হারে (লিটার পদ্ধতিতে)

আসবাবপত্র- (১০% হারে)

 

= ১০,০৪০.০০

= ২৫,০০.০০

মোট খরচ

ক. লিটার পদ্ধতিতে-= ৪,৫৫,১০১.০০
খ. খাঁচা পদ্ধতিতে-= ৪,২১,১০৬.০০

 

বার্ষিক আয়

১. প্রতিটি ২.৫০ টাকা হিসেবে ১,৮২,৫০০ টি ডিম ভালো ডিম বিক্রিবাবদ আয়-

প্রতিটি ১.৫০ টাকা হিসেবে ২২৮১টি ডিম বাছাইয়ে বাদপড়া ডিম বিক্রিবাবদ আয়-

= ৪,৫৬,২৫০.০০

=  ৩,৪২১.৫০

 ২. প্রতি মেট্রিক টন ৫০০.০০ টাকা হিসেবে বছরে ২০ মেট্রিক টন বিষ্ঠা বিক্রিবাবদ আয়- = ১০,০০০.০০
৩. প্রতিটি ১০০.০০ টাকা হিসেবে ৫৯৮টি বাতিল মুরগি (ডিমপাড়া শেষে) বিক্রিবাবদ আয়- = ৫৯,৮০০.০০
8. খালি বস্তা বিক্রিবাবদ আয়- = ৫০০০.০০
মোট আয় = ৫,৩৪,৪৭১.০০

 

বছরে লাভক্ষতি হিসাব

 ক. লিটার পদ্ধতিতে-
 মোট আয় = ৫,৩৪,৪৭১.৫০
মোট ব্যয় = (-) ৪, ৫৫, ১০১.০০
মোট লাভ = ৭৯০.৫০
খ. খাঁচা পদ্ধতিতে-
 মোট আয় = ৫,৩৪,৪৭১.৫০
মোট ব্যয় = (-) ১,১৩,৩৬৫.৫০
মোট লাভ = ৪,২১,১০৬.০০

 

 

Leave a Comment