ডেয়রী ভিত্তিক সমন্বিত খামার (গরু/মহিষ, ফসল, মাছ, মুরগি/হাঁস, ছাগল)

আজকে আমাদের আলোচনার বিষয় ডেয়রী ভিত্তিক সমন্বিত খামার (গরু/মহিষ, ফসল, মাছ, মুরগি/হাঁস, ছাগল)

ডেয়রী ভিত্তিক সমন্বিত খামার (গরু/মহিষ, ফসল, মাছ, মুরগি/হাঁস, ছাগল)

 

ডেয়রী ভিত্তিক সমন্বিত খামার (গরু/মহিষ, ফসল, মাছ, মুরগি/হাঁস, ছাগল)

 

সম্ভাবনা

ডেয়রীভিত্তিক সমন্বিত খামার প্রতিষ্ঠার সম্ভাবনাগুলো নিম্নরূপ-

  • বেশি ভূমি, অত্যাধিক পুঁজি ও তুলনামূলকভাবে কম শ্রমিক ব্যবহারে মাঝারি বা বড় কৃষকগণ এ ধরনের সমন্বিত খামার গড়ে তুলতে পারবেন।
  • অধিক জমি চারণভূমি এবং ঘাস বা পশুখাদ্য উৎপাদনের জন্য প্রয়োজন হয়। চারণভূমি বড় হলে একই স্থানে ছাগল পালন করা সম্ভব।
  • গোবর ও গোচনা সংর ণ করে এগুলোর সাথে পশুর উচ্ছিষ্ট খাবার মিশিয়ে কম্পোস্ট তৈরি করা যায়। কম্পোস্ট শাক-সবজি তে বা স্বল্পমেয়াদী ফল বাগানে (কলা, পেঁপে ) উত্তম জৈব সার রূপে ব্যবাহর করা যায়।
  • পুকুর থাকলে পচা গোবর মাছের খাদ্য তৈরির জন্য পুকুরে প্রয়োগ করে মাছ চাষ করা সম্ভব।
  • পুকুরের উপর হাঁস-মুরগি পালন করা হলে এগুলোর বিষ্ঠা মাছের খাদ্য হয়। শাক-সবজি বা ফলের উচ্ছিষ্ট পশু বা মাছের খাদ্য হিসাবে ব্যবহার করা যায়।
  • চারণভূমির চারপাশে ফলের গাছ লাগালে ঐসব গাছের পাতা গরু-মহিষ-ছাগলের খাদ্যরূপে দেয়া যায়।
  • এরূপ খামার হতে উৎপাদন পেতে হলে অধিক সময় লাগে।

করণীয়

ডেয়রীভিত্তিক সমন্বিত খামারের করণীয়গুলো নিম্নরূপ-

  • ডেয়রী খামারে আধানিবড় প্রযুক্তি/ব্যবস্থাপনা প্রয়োজন বলে প্রশিণ গ্রহণ জরুরী।
    পশু-পাখির সময়মতো রোগ প্রতিরোধক টীকা বা ইনজেকশন দেয়া এবং কৃমিনাশক খাওয়ানো উচিত।
  • ঘাস বা পশুখাদ্য উৎপাদন কাজে ইউরিয়া সার প্রয়োগ করলে সেখানকার ঘাস / পশুখাদ্য অন্তত ১০ দিন পর পশুকে খাওয়াতে হবে ।
  • পশু-পাখির আবাসস্থল সারা বছর শুকনা রাখা উচিত।
  • পশু-পাখিকে সর্বদা নলকূপের পানি খাওয়ানো উচিত।

 

সমন্বয় ধাপসমূহ

একটি ডেয়রীভিত্তিক সমন্বিত খামার যেখানে গরু-মহিষ, ছাগল, ফসল, মাছ ও মুরগি হাঁস থাকবে, সেটি কীভাবে ধাপে ধাপে সমন্বয় করা যায় তা নিচে দেখানো হলো-

 

ডেয়রী ভিত্তিক সমন্বিত খামার (গরু/মহিষ, ফসল, মাছ, মুরগি/হাঁস, ছাগল)

 

উদাহরণ

একটি ডেয়রীভিত্তিক সমন্বিত খামারের সংপ্তি বিবরণ ও আয়-ব্যয় উদাহরণস্বরূপ এখানে দেখানো হলো।

  • খামার ব্যবস্থা গরু-ফসল-ছাগল-মাছ- হাঁস
  • সম্পদসমূহ পরিবারের লোকসংখ্যা – পুরুষ ১০, মহিলা ৬ জমি – বসতবাড়ি ০.৫০ হে; তে ২.৬০ হে., পুকুর ০.২৪ হে.;
    ঘাস জমি ০.২০ হে; শাক-সবজি ০.৩৬ হে.; মোট জমি ৩.৯০ হেক্টর।

Leave a Comment