ব্যবহারিক: ধানের দাপোল বীজতলা তৈরী

আজকে আমাদের আলোচনার বিষয়-ব্যবহারিক: ধানের দাপোল বীজতলা তৈরী

ব্যবহারিক: ধানের দাপোল বীজতলা তৈরী

বিষয়-৪ ধানের দাপোগ বীজতলা তৈরি

প্রয়োজনীয় উপকরণ

• বীজ

• পলিথিন শীট, কলাপাতা, পাকা মেঝে শুকনো জায়গা ও পানি ইত্যাদি।

 

ব্যবহারিক: ধানের দাপোল বীজতলা তৈরী

প্রাসঙ্গিক তথ্য

জাওয়ার সম্ভাবনা থাকে, সেক্ষেত্রে এই পদ্ধতিতে একেবারে কৃত্রিম পরিবেশে চারা উৎপাদন করা হয়। এই পদ্ধতিতে উৎপাদিত চারা মাটি থেকে কোন খাদ্য গ্রহণ করে না। এক্ষেত্রে চারা নীজে সঞ্চিত খাদ্য খেয়েই বেঁচে থাকে। এ জন্য ১৩-১৪ দিন বয়সের চারা তুলে নিয়ে মূল জমিতে লাগাতে হয়।

কাজের ধারা

১। মাটির উপর পলিথিন টা কলাপাতা বিছিয়ে নিন শুধু বা পাকা মেঝে ব্যবহার করুন।

২| টি বা কলাপাতা না পাকা মেঝের চারদিকে একটু উঁচু করে বাঁধ দিন যাতে পানি দিলে তা বের হয়ে না যেতে পারে।

৩। এরপর প্রতি বর্গমিটারে ১ কেজি হারে গজানো বীজ খুব ঘন করে ছিটিয়ে দিন ।

৪। ছিটানোর পর বীজগু কাভাবে চেপে দিন।

 

ব্যবহারিক: ধানের দাপোল বীজতলা তৈরী

 

৫। বীজতলা গ্রন্থ ১ মিটার রাখা নানীয়। এতে পরিচর্যার সুবিধা হয়।

৬। সে না খেয়েই চাকা বেঁচে থাকে বলে কোন সার প্রয়োগের প্রয়োজন হয় না। তবে চারার বৃদ্ধি অত্যন্ত কম হলে সেক্ষেত্রে ১% ইউরিয়া দ্রবণ ছিটিয়ে দিন ।

৭। প্রায় ১৩-১৪ দিন পর চারা ৭-১১ সে.মি. লম্বা হয়। এ সময় চা কম পানিতে রোপণ।

৮। লো পদ্ধতিতে ধানের চারা উৎপাদনের কাজটি অনুশীলন করুন এবং বাহারি খাতায় এর কার্যধারা লিপি ।

 

ব্যবহারিক: ধানের দাপোল বীজতলা তৈরী

ধান গাছের জলবায়ু

ধান মূলত ক্রান্তীয় মৌসুমী জলবায়ু অঞ্চলের ফসল।

বৃষ্টিপাতঃ ধান চাষের জন্য প্রচুর বৃষ্টিপাতের প্রয়োজন। সাধারণভাবে ১৫০ থেকে ২৫০ সেন্টিমিটার বৃষ্টিপাতের প্রয়োজন।

উষ্ণতাঃ সাধারণভাবে ১৬ ডিগ্রি সেন্টিগ্রেড থেকে ২৭ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রাযুক্ত অঞ্চলে ধান চাষ করা হয়। গড় তাপমাত্রা প্রয়োজন ২২ ডিগ্রি সেন্টিগ্রেড।

Leave a Comment