ব্যবহারিক: ধানের পোকা সংগ্রহ ও সনাক্তকরণ

আজকে আমাদের আলোচনার বিষয়-ব্যবহারিক: ধানের পোকা সংগ্রহ ও সনাক্তকরণ

ব্যবহারিক: ধানের পোকা সংগ্রহ ও সনাক্তকরণ

বিষয় -৫: ধানের পোকা সংগ্রহ ও সনাক্তকরণ 

প্রয়োজনীয় উপকরণ

  • পোকা ধরার হাতজাল;
  • প্লাস্টিকের ছোট কৌটা বা পেট্রিডিস
  • কিলিং জার;
  • চাকু বা ছরি;
  • সাকসন সংগ্রাহক;
  • তুলি ইত্যাদি।

 

ব্যবহারিক: ধানের পোকা সংগ্রহ ও সনাক্তকরণ

 

প্রাসঙ্গিক তথ্য

ধানের ক্ষেতে বিভিন্ন ধরনের পোকার আক্রমণ হয়ে থাকে। ঐসব পোকা সংগ্রহ করতে হলে প্রয়োজনীয় উপকরণসহ অবশ্যই ধানের ক্ষেতে যেতে হবে। এখানে উল্লেখ করা প্রয়োজন যে, ধানের সব পোকা একই পদ্ধতিতে সংগ্রহ করা কোনক্রমেই সম্ভব নয়। একেক পোকার জন্য একেক পদ্ধতি অনুসরণ করতে হয়।

 

ব্যবহারিক: ধানের পোকা সংগ্রহ ও সনাক্তকরণ

 

কাজের ধারা

  • হাতজাল দিয়ে ধান ক্ষেতে সুইপিং করে পোকা- সংগ্রহ করলে ও কিলিং জারে রাখুন। এক্ষেত্রে পোকাগুলো অবশ্যই পাতা ফড়িং বা গান্ধী পোকা বা পামরি পোকা অন্য কোন পোকার মথ হবে।
  • পেঁয়াজ পাতা বিশিষ্ট গাছ চিড়ে তার মধ্য থেকে কীড়া সংগ্রহ করুণ ও পেট্রিভিসে রাখুন। এটা অবশ্যই গলমাছির কীড়া হবে।
  • ধান গাছের মোড়ানো পাতা সংগ্রহ করুন এবং এর ভিতর থেকে শুককীট সংগ্রহ করে পেট্রিভিসে রাখুন। এটা অবশ্যই পাতা মোড়ানো পোকা হবে।
  •  মাটিতে বা ধান গাছের আড়াল থেকে খুঁজে পোকা -সংগ্রহ করুন ও কৌটা বা পেট্রিডিসে রাখুন। এটা লেদা পোকা হওয়ার সম্ভাবনা বেশি হবে। ধানের মরাডিগ বা সাদা শীষ টান দিয়ে তুলে তার গোড়া থেকে কীড়া সংগ্রহ করুন।

 

ব্যবহারিক: ধানের পোকা সংগ্রহ ও সনাক্তকরণ

 

  • এটা মাজরা পোকা হবে। ধানের জমিতে রাতে আলোর ব্যবস্থা (হ্যাজাক বা লাইট পোস্ট ইত্যাদি করতে পারলে অনেক পোকার মথ শোষক পোকা ও পাতা ফড়িং আলোতে আকৃষ্ট হয়ে কাছে চলে আসে।
  • এ সময় এগুলো ধরে কৌটায় বা কিপিং জারে রাখুন।
  •  উপরিউক্ত পদ্ধতিগুলোর প্রতিটি প্রয়োগের মাধ্যমে পোকা -সংগ্রহ করুন। এবং বইতে দেয়া চিত্রের সাথে মিলিয়ে বা শ্রেণী শিক্ষকের সহায়তায় তা সনাক্ত করুন।
  • ধানের পোকা -সংগ্রহের কাজগুলো অনুশীলন করুন এবং তা সনাক্ত করে ব্যবহারিক খাতায় চিত্রসহ

Leave a Comment