কুমিল্লায় বাণিজ্যিকভাবে ড্রাগন চাষ | সারা সপ্তাহের খবর 

কুমিল্লায় বাণিজ্যিকভাবে ড্রাগন চাষ -এর খবর দিয়ে শুরু করছি কৃষি গুরুকুল এর নিউজ আপডেট । আমরা সম্প্রতি ঘটে যাওয়া বিষয়গুলো  সংকলন করে আপনাদের সামনে নিয়ে আসছি। যারা নিয়মিত সংবাদপত্র বা অন্য মাধ্যমের খবরগুলোতে চোখ রাখার সময় পান না। তাদেরকে এই আয়োজনটি হালনাগাদ থাকতে সাহায্য করবে।

সারা সপ্তাহের খবর

কুমিল্লায় বাণিজ্যিকভাবে ড্রাগন চাষ

সুস্বাদু দামি ড্রাগন ফল এখন চাষ হচ্ছে কুমিল্লার চান্দিনায়। অল্প সময়ে অল্প পুঁজিতে ড্রাগন ফল চাষ করে বেকার যুবকদের কোটিপতি হওয়ার বিশাল সুযোগ তৈরি হয়েছে। মিষ্টি ও টক-মিষ্টি স্বাদের ড্রাগনে স্বাস্থ্য উপকারিতা এবং প্রসাধনী গুণ থাকায় দিনদিন কুমিল্লায় এর চাহিদা বাড়ছে। কুমিল্লার মাটি ও আবহাওয়া এর অনুকূলে হওয়ায় বাণিজ্যিকভাবে চাষাবাদ শুরু হয়েছে এ ক্যাকটাস প্রজাতীয় ফলের।

 

কুমিল্লায় বাণিজ্যিকভাবে ড্রাগন চাষ | সারা সপ্তাহের খবর 

 

স্মার্টফোনে ভিডিও কলে সুনামগঞ্জের ক্ষেতের কাঁচা মরিচ পৌঁছাচ্ছে রাজধানীতে

জমিতে উৎপাদিত মরিচ বাজারে এনে এখন আর দাম দর করতে হয় না কৃষকদের। জমিতে রেখেই স্মার্টফোনে ছবি উত্তোলন করে ফেসবুক এবং ওয়াটসঅ্যাপে আড়ৎদারকে প্রেরণ করেন কাঁচা মরিচের ছবি ও ভিডিও। আড়ৎদার কিছু ছবি ও ভিডিও ফুটেজ পাঠান বিভাগীয় শহর সিলেট ও রাজধানীর কাওরানবাজারসহ দেশের বিভিন্ন অঞ্চলের সব্জি আড়তে। 

কুড়িগ্রামে ধরলার চরে পটলের চাষ

 

কুমিল্লায় বাণিজ্যিকভাবে ড্রাগন চাষ | সারা সপ্তাহের খবর 

 

জুনের শেষ সপ্তাহে যখন ধরলার পানি বেড়ে বন্যা হবে তখন ডুবে যাবে পটল ক্ষেত। পুরো মৌসুম পটল বিক্রি করা হবেনা-তারপরেও বন্যা আসার আগে যে পরিমাণ পটল বিক্রি হবে তাতেই উৎপাদন খরচের দ্বিগুন লাভ হবে। আর এ আশায় ধরলার চরের শত শত কৃষক পটলের চাষ করে নিজেদের ভাগ্য বদল করেছেন বিগত কয়েক বছরে। এ বছর পটলের বাম্পার ফলন হয়েছে। চর জুড়ে পটলের সবুজ ক্ষেত মায়াবী হাতছানি দেয়। বাজারে পটলের দামও মিলছে আশানুরুপ। তাই বেশি লাভের আশায় বুক বেঁধে চরের কৃষক। 

লক্ষ্মীপুরে ৪ হাজার ৫’শ কৃষকের মাঝে সার ও বীজ বিতরণ

 জেলার সদরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় সাড়ে চার হাজার কৃষক ও কৃষাণীর মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ করা হয়েছে। ১৩ এপ্রিল বৃহস্পতিবার সকাল ১০টায় সদর উপজেলা পরিষদের হলরুমে এ আয়োজন করেন উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।

নড়াইলে দশ বছরে বোরো আবাদ বেড়েছে দশ হাজার হেক্টর জমিতে

জেলায় কৃষকেরা দিন দিন বোরো আবাদের দিকে ঝুকছে। গত এক দশকে এ জেলায় ধারাবাহিকভাবে বাড়ছে বোরো ধানের আবাদ। গত দশ বছরে  জেলায় বোরো আবাদ বেড়েছে দশ হাজার হেক্টর জমিতে। বর্তমানে সবুজ ধান গাছ দুলছে ফসলি জমিতে। এবছরও বাম্পার ফলনের স্বপ্ন দেখছেন কৃষক-কৃষাণীরা। তাইতো কৃষকের চোখে মুখে এখন আনন্দের হাসি।

কুমিল্লায় লেটুসপাতা চাষে কৃষকদের আগ্রহ বাড়ছে

 

কুমিল্লায় বাণিজ্যিকভাবে ড্রাগন চাষ | সারা সপ্তাহের খবর 

 

জেলায় লেটুসপাতা চাষ সহজ ও লাভজনক হওয়ায় কৃষকরা এ চাষে আগ্রহ দেখাচ্ছেন। জেলায় ৭ শতক জমিতে লেটুসপাতার আবাদ হয়েছে। ফাস্টফুডের খাবারের দোকানগুলোতে লেটুসপাতার ব্যাপক চাহিদা রয়েছে। জেলার বুড়িচং উপজেলার গোক্ষর গ্রামে লেটুসের চাষ শুরু করেছে ওই গ্রামের শিক্ষার্থী সৌরভ ভৌমিক।  এলাকার লোকজন প্রথমদিকে এ পাতা চিনতেন না। অনেকটা বাঁধাকপির মতো দেখতে। ভালো লাভ হওয়ায় লেটুসপাতা চাষে কৃষকদের আগ্রহ বাড়ছে। 

জয়পুরহাটে ১২শ’ কৃষকের মাঝে বীজ-সার বিতরণ

জেলা ১১ এপ্রিল ২০২২-২০২৩ অর্থ বছরের খরিপ মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় উচ্চ ফলনশীল আউশ ধানের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক ১২শ’ কৃষকের মাঝে দুপুর ১টায় বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়। 

কুমিল্লার দেবিদ্বারে বাঙ্গি’র বাম্পার ফলনে কৃষকের মুখে হাসি

গ্রীষ্মকালীন ফল বাঙ্গি। প্রচন্ড গরমে বাঙ্গি প্রাণে এনে দেয় স্বস্তি। গ্রীষ্মকালে শরীর ঠান্ডা রাখতে বাঙ্গির জুড়ি নেই। কুমিল্লার দেবিদ্বার উপজেলার গুনাইঘর (দঃ) ইউনিয়নের শাকতলা এবং ধামতী উত্তর পাড়া মাঠ জুড়ে গত ৪০ বছর ধরে এবং দেবিদ্বারের আনাচে-কানাচে প্রায় ১৫০ বিঘা জমিতে বাঙ্গি চাষ করছেন প্রায় শতাধিক কৃষক।

গোপালগঞ্জ সদর উপজেলায় কৃষকদের সিআইজি কংগ্রেস

গোপালগঞ্জ সদর উপজেলায়  কৃষক ও কৃষাণীদের সিআইজি কংগ্রেস অনুষ্ঠিত হয়েছে। সকাল ৯টায় গোপালগঞ্জ চরবয়রা ঘোনাপাড়া উচ্চ বিদ্যালয়ে ২০২২-২৩ অর্থ বছরের ন্যাশনাল এগ্রিকালচারাল  টেকনোলজি প্রোগ্রাম ফেজ  প্রজেক্ট (এনএপিটি-২) (১ম সংশোধিত ) প্রকল্পের আওতায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের  গোপালগঞ্জ সদর উপজেলা কৃষি অফিস এ সিআইজি কংগ্রেসের আয়োজন করে।

 

Leave a Comment