শেরপুরে বোরো ধান-চাল সংগ্রহ শুরু | সারা সপ্তাহের খবর 

শেরপুরে বোরো ধান-চাল সংগ্রহ শুরু -এর খবর দিয়ে শুরু করছি কৃষি গুরুকুল এর নিউজ আপডেট । আমরা সম্প্রতি ঘটে যাওয়া বিষয়গুলো  সংকলন করে আপনাদের সামনে নিয়ে আসছি। যারা নিয়মিত সংবাদপত্র বা অন্য মাধ্যমের খবরগুলোতে চোখ রাখার সময় পান না। তাদেরকে এই আয়োজনটি হালনাগাদ থাকতে সাহায্য করবে।

সারা সপ্তাহের খবর

সমলয় পদ্ধতিতে ধান চাষ করে লাভবান কৃষকরা 

গোপালগঞ্জের টুঙ্গিপাড়া-কোটালীপাড়া উপজেলার নিন্ম অঞ্চলের ২০০ একর জমিতে  সমলয় পদ্ধতিতে ধান চাষ করে কৃষকরা লাভবান হয়েছেন।বছরের অধিকাংশ সময় এসব জমি পানির নিচে থাকত। সারা বছরই   কচুরিপানা, জলজ জঞ্জালে জলাবদ্ধ  অনাবাদি থাকা এসব বিলের জমিতে  এখন সোনালী ধান  দেখে চোখ জুড়িয়ে যায়।  এবার  প্রধানমন্ত্রী শেখ হাসিনার আহবোনে এ জমিতে জলজ জঞ্জালের পরিবর্তে  ফলেছে সোনালী ধান । গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার কুশলী ইউনিয়নের রামচন্দ্রপুর, পাটগাতী ইউনিয়নের পুবের বিল, কোটালীপাড়া উপজেলার রাধাগঞ্জ ইউনিয়নের আটাশীবাড়ী ও কান্দি ইউনিয়নের তালপুকুরিয়া-কান্দি গ্রামের জলাবদ্ধ আনাবাদি  ২০০ একর জমিতে সমলয় পদ্ধতিতে ধান চাষাবাদ করা হয়।

শেরপুরে বোরো ধান-চাল সংগ্রহ শুরু

 

শেরপুরে বোরো ধান-চাল সংগ্রহ শুরু | সারা সপ্তাহের খবর 

 

শেরপুরে চলতি বোরো মৌসুমে অভ্যন্তরীণ বোরো ধান ও চাল সংগ্রহ অভিযানের উদ্বোধন করা হয়েছে।  রোববার দুপুরে খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার ভিডিও কনফারেন্সের মাধ্যমে শেরপুরসহ ১৬ জেলায় ভার্চুয়ালি সংযুক্ত হয়ে  ধান-চাল সংগ্রহ অভিযানের উদ্বোধন করেন।

কুমিল্লায় লালমাইয়ে কচুর চড়ার বাম্পার ফলনের স্বপ্ন দেখছে কৃষকরা

কুমিল্লা জেলার লালমাই পাহাড়ে কচুর চড়ার বাম্পার ফলনের স্বপ্ন দেখছে কৃষকরা। লাইমাই পাহাড় কুমিল্লার দর্শনীয় অন্যতম একটি স্থান। কুমিল্লা আদর্শ সদর, সদর দক্ষিণ ও বরুড়া উপজেলা জুড়ে এ লালমাই পাহাড়টি অবস্থিত। পাহাড়ের উত্তর-দক্ষিণে ১১ মাইল লম্বা এবং পূর্ব-পশ্চিমে ২ মাইল চওড়া। এ পাহাড়ের মাটি লাল হওয়ার কারণে পাহাড়ের নামকরণ লালমাই করা হয়। লামমাই পাহাড়ের সর্বোচ্চ উচ্চতা ৫০ ফুট। আর এ লালমাই পাহাড়ের বুকে বিভিন্ন সময় শাক-সবজি, ফল-মূল ইত্যাদি উৎপাদন হয়ে আসছে।  লালমাই পাহাড়ে সাদা সোনা খ্যাত কচুর চড়ার বাম্পার ফলনের স্বপ্ন দেখছে কৃষকরা।

পান চাষে স্বাবলম্বী কুড়িগ্রামের পান্ডুলের ৩শ চাষি

 

শেরপুরে বোরো ধান-চাল সংগ্রহ শুরু | সারা সপ্তাহের খবর 

 

একটি পানের বরজ থাকলেই সারা বছরের বাজার খরচ নিয়ে আর চিন্তা থাকেনা। উৎপাদন খরচ কম, লাভ বেশি। তাই   বছরের পর বছর বংশ পরম্পরায় পান চাষ করেন কুড়িগ্রামের উলিপুর উপজেলার পান্ডুল ইউনিয়নের মানুষ। শুধু এ ইউনিয়নেই প্রায় ৩শ পান চািষ  ৩ শতাধিক বরজে পান চাষ করে স্বাবলম্বী  হয়েছেন। এ সাফল্য দেখে অনুপ্রাণিত হয়ে আশেপাশের এলাকাতেও ছড়িয়ে পড়ছে পান চাষ।

গোপালগঞ্জে বিনাধান ২৫ আবাদে সাফল্য

বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট (বিনা) উদ্ভাবিত বিনাধান-২৫। এ ধান কৃষকের আয় দ্বিগুণ করতে সক্ষম। গোপালগঞ্জে এ বছর প্রথমবারের পাকিস্তান বা ভারতের বাসমতি টাইপের অতি লম্বা ও সবেচেয়ে সরু ধানের আবাদে সফল্য মিলেছে । চলতি বোরো মৌসুমে গোপালগঞ্জে ১২ টি প্রদর্শনী প্লটে ১২ একর জমিতে এ ধানের চাষাবাদ হয়েছে । বিনা উদ্ভাবিত প্রিমিয়াম কোয়ালিটির  বিনাধান-২৫ জাতের  ধানের ক্ষেতে শুধু ধান আর ধানের সমরোহ। এ ধানের ক্ষেতের ধান দেখলেই চোখ জুড়িয়ে যায়। ধানের বাম্পার ফলন দেখে লাভজনক এ ধানের চাষাবাদ সম্প্রসারণে আগ্রহ দেখাচ্ছেন গোপালগঞ্জের কৃষক।

শেরপুরে বিনা ধান-২৫ নিয়ে মাঠ দিবস

শেরপুর জেলায় বোরো আবাদের নতুন জাত বিনা ধান-২৫ বিষয়ে নতুন ধান কর্তন এবং কৃষকদের সঙ্গে মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। নালিতাবাড়ী উপজেলার কদমতলী গ্রামে বিনা উপকেন্দ্রের উদ্যেগে গতকাল মাঠ দিবস অনুষ্ঠিত হয়।

টাঙ্গাইল নাগরপুরের দর্জি জহিরুল এখন একজন সফল পান চাষি

 

শেরপুরে বোরো ধান-চাল সংগ্রহ শুরু | সারা সপ্তাহের খবর 

 

‘বাটা ভরা পান দেবো, গাল ভরে খেয়ো’ ছড়ার এই লাইনের কথাতেই অনুধাবন করা যায় পান যে বাঙালির আতিথেয়তার অন্যতম এক অনুসঙ্গ। বিভিন্ন উৎসব-অনুষ্ঠান, পালা-পার্বণ, বিয়েসহ যে কোন আয়োজনে সবশেষে যেন পান থাকতে হবে। গ্রাম বাংলার এমনকি শহুরে বাঙালির অনেকেই খেয়ে থাকেন এই পান।

ফেনীতে সমলয় পদ্ধতি কমিয়েছে কৃষকের খরচ ও শ্রম-বাড়াচ্ছে উৎপাদন

জেলার দাগনভূঞা উপজেলায় কৃষিতে আশা জাগাচ্ছে সমলয় পদ্ধতিতে ধান আবাদ। এ পদ্ধতিতে চাষের ফলে কমছে উৎপাদন খরচ ও শ্রম এবং এতে উৎপাদন বাড়ছে বলছেন কৃষি কর্মকর্তা ও কৃষকরা। উপজেলা কৃষি সম্প্রসারণ অফিস সূত্রে জানা গেছে, সমলয় পদ্ধতিতে বিস্তীর্ণ জমি একত্রিত করে একই সময়ে একই সঙ্গে আধুনিক যন্ত্র রাইস ট্রান্সপ্লান্টারের মাধ্যমে চাষাবাদের আওতায় আনা হয়। ট্রে ও পলিথিনে বিশেষ পদ্ধতিতে তৈরি করা হয় বীজতলা। এই বীজতলা থেকে স্বল্পবয়সের চারা মূল জমিতে রোপণ করা হয়। চলতি বোরো মৌসুমে উপজেলার রাজাপুর ইউনিয়নের সমাসপুর গ্রামে ১০০ জন কৃষকের ৫০ একর জমিতে এমন সমলয় পদ্ধতিতে ধানের চাষাবাদ করা হয়েছিল।

বগুড়ায় বিনামূল্যে পুষ্টি বাগানের সামগ্রী পেলো শতাধিক কৃষ#ক

জেলার নন্দীগ্রামে মুজিব শতবর্ষে ঘর পাওয়া ৬০জন সুবিধাভোগী ও উপজেলার ৫৩ জন ক্ষুদ্র কৃষকদের মধ্যে বিনামূল্যে পুষ্টি বাগানের সামগ্রী বিতরণ করা হয়েছে। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিপ্তদপ্তর অডিটোরিয়ামে গতকাল কৃষকদের মধ্যে এ উপকরণ সহায়তা প্রদান করে।

 

Leave a Comment