কুমিল্লার তিতাসে মরিচের বাম্পার ফলন | সারা সপ্তাহের খবর 

কুমিল্লার তিতাসে মরিচের বাম্পার ফলন -এর খবর দিয়ে শুরু করছি কৃষি গুরুকুল এর নিউজ আপডেট । আমরা সম্প্রতি ঘটে যাওয়া বিষয়গুলো  সংকলন করে আপনাদের সামনে নিয়ে আসছি। যারা নিয়মিত সংবাদপত্র বা অন্য মাধ্যমের খবরগুলোতে চোখ রাখার সময় পান না। তাদেরকে এই আয়োজনটি হালনাগাদ থাকতে সাহায্য করবে।

কুমিল্লার তিতাসে মরিচের বাম্পার ফলন | সারা সপ্তাহের খবর 

গম কাটা মাড়াইয়ে ব্যস্ত সময় পার করছেন কৃষকরা

আবহাওয়া ভালো থাকায় খাদ্যে উদ্বৃত্ত জেলা জয়পুরহাটে চলতি ২০২২-২০২৩ মৌসুমে  গমের বাম্পার ফলন হয়েছে। কৃষকরা গম কাটা মাড়াইয়ে এখন ব্যস্ত সময় পার করছেন। এবার জেলায় ২ হাজার ৩ শ ৭৬ হেক্টর জমিতে গম চাষ হয়েছে। যা লক্ষ্যমাত্রার চেয়ে ৬ হেক্টর বেশি।  বর্তমান সরকার কৃষি  উন্নয়নে  প্রণোদনা ও পুনর্বাসন  কর্মসূিচর ফলে বিভিন্ন ফসল উৎপাদনে কৃষকের আগ্রহও  বৃদ্ধি পাচ্ছে।

মিষ্টি কুমড়া চাষে স্বাবলম্বী কৃষক

সুনামগঞ্জ জেলার জামালগঞ্জ উপজেলায় ইরি ও বোরো ধান চাষাবাদের সঙ্গে জমির পতিত জায়গায় মিষ্টি কুমড়া চাষ হচ্ছে। এরই মধ্যে উপজেলায় প্রত্যন্ত অঞ্চলের পতিত জমিতে কুমড়ার চাষ করে অনেকেই অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হয়েছেন।

কুমিল্লার তিতাসে মরিচের বাম্পার ফলন

 

কুমিল্লার তিতাসে মরিচের বাম্পার ফলন | সারা সপ্তাহের খবর 

চলতি মৌসুমে জেলার তিতাস উপজেলায় মরিচের বাম্পার ফলন হয়েছে। বিস্তীর্ণ মাঠে লাল টুকটুকে পাকা মরিচ তোলা ও শুকানোর কাজে ব্যস্ত সময় পার করছেন এলাকার নারী-পুরুষসহ শিশুরাও। নদীবেষ্টিত এ উপজেলায় এখন চলছে মরিচ তোলার মৌসুম। মরিচ এখানকার মানুষের প্রধান ফসল। 

বিদেশী ফল মালবেরী চাষ করে সফলতা পেয়েছেন নওগাঁ’র সোহেল রানা

নওগাঁ জেলার বরেন্দ্র অধ্যুষিত এলাকায় বিদেশী জনপ্রিয় ফল মালবেরী উৎপাদনের উজ্জল সম্ভাবনা প্রতিফলিত হয়েছে। ঠা ঠা বরেন্দ্র বলে খ্যাত সাপাহার উপজেলায় কৃষি উদ্যোক্তা সোহেল রানা তার সমন্বিত বরেন্দ্র এগ্রো খামারে মালবেরী চাষ করে সফলতা পেয়েছেন। তার এ সফলতা দেখতে প্রতিদিন আগ্রহী  উদ্যোক্তারা  খামারে আসছেন এবং নিজেরাও মালবেরী চাষে আগ্রহ প্রকাশ করছেন। 

কুমিল্লায় কুমড়া চাষে লাভবান কৃষক

জেলার বরুড়া উপজেলার ভবানীপুর ইউনিয়ন। এ ইউনিয়নের বিভিন্ন গ্রামে কুমড়া চাষ করে ভালো লাভ পেয়েছেন কৃষকরা। লাভ পেয়ে অনেক খুশি এখানের কৃষকরা। আগামীতেও এভাবে একই সাথে দুইটি ফসল করতে চান তারা। বরুড়া উপজেলার ভবানীপুর ইউনিয়নের উত্তর দিঘলী, ছোট হরিপুর ও নরিনসহ বিভিন্ন গ্রামে এ দৃশ্য দেখা যায়।

জয়পুরহাটে সরিষার বাম্পার ফলন

 

কুমিল্লার তিতাসে মরিচের বাম্পার ফলন | সারা সপ্তাহের খবর 

 

জয়পুরহাট জেলায় এবার সরিষার বাম্পার ফলন হয়েছে। এতে প্রাণ ফিরে পেয়েছে জেলার তেলের ঘানি গুলো।    

ঘানি তেলের মালিকরা জানান, সরিষার আবাদ কমে যাওয়ায় অনেক তেলের ঘানি বন্ধ হয়ে যায়। বর্তমান কৃষি বান্ধব সরকারের কৃষি প্রণোদা থাকায়  সরিষার বাম্পার ফলনও হয়েছে । কৃষি বিভাগের সার্বিক তত্বাবধানে এবার জেলায় ব্যাপক হারে সরিষার আবাদ ও বাম্পার ফলন হয়েছে।

গোপালগঞ্জ সদর উপজেলায় বোরোধান রক্ষায় পর্যবেক্ষণ টিম

মার্চের শেষ ৩ দিন বৃষ্টিপাত হয়েছে । এপ্রিলের শুরুতে আকাশ মেঘলা থাকছে । কখনো  কখনো বৃষ্টি নামছে । এ অবস্থায় দিনে তাপমাত্র বাড়ছে । রাতে তাপমাত্রা কমে যাচ্ছে । ঠান্ডা অনুভূত হচ্ছে। এটি ক্ষেতের বোরোধানের জন্য প্রতিকূল পরিবেশ সৃষ্টি করছে । এ অবস্থায় বোরোধান ক্ষেতে, পাতাপোঁড়া, খোলপঁচা, খোলপোঁড়া রোগ ও মাজড়া, গান্ধী,বাদামী গাছ ফড়িং পোকার আক্রমণের আশংকা দেখা দিয়েছে । এসব রোগ ও পোকার হাত থেকে বোরোধান রক্ষায় পর্যবেক্ষণ টিম গঠন করেছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের গোপালগঞ্জ সদর উপজেলা কৃষি অফিস ।

বিনামূল্যে বীজ ও সার বিতরণ

ময়মনসিংহ জেলার ভালুকা উপজেলা  গতকাল উপশী আউস ধান আবাদের লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে। কৃষি সম্প্রসারণ বিভাগ প্রণোদনা কর্মসূচির আওতায় সোমবার দুপুর ১টায় উপজেলা কমলা উন্নয়ন প্রশিক্ষণ হলরুমে বীজ ও  সার বিনামূল্যে বিতরণ করা হয়।

কুমিল্লার চান্দিনায় টমেটো চাষে স্বচ্ছলতা

 

কুমিল্লার তিতাসে মরিচের বাম্পার ফলন | সারা সপ্তাহের খবর 

 

কৃষিকাজ করেও যে নিজের ভাগ্য পরিবর্তন করা যায়, তারই উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন কুমিল্লার চান্দিনা উপজেলার রাসেল আহমেদ। কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের ইতিহাস বিভাগ থেকে স্নাতক সম্মান লাভ করে রাসেল কয়েক বছর ধরে চাকরির জন্য ঘুরতে ঘুরতে যখন ক্লান্ত, ঠিক তখনি নিজ এলাকার এক বড় ভাইয়ের অনুপ্রেরণায় ৪০ শতক জমি বর্গা নিয়ে টমেটো চাষ করে সফলতা পেয়ে স্বচ্ছলতা এসেছে রাসেলের পরিবারে। পরিবারের চার বোন ও দুই ভাইয়ের মাঝে সবার বড় তিনি।

কোটালীপাড়ার কান্দিবিলের জলাবদ্ধ ও পতিত ৪৪০ হেক্টর জমিতে বোরো আবাদ

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার কান্দি বিলের জলাবদ্ধ ও পতিত ৪৪০ হেক্টর জমিতে এ বছর বোরো ধান আবাদ করা হয়েছে।  এখন বিলজুড়ে সবুজ ধানের সমারোহ। বাতসে  দোল খাচ্ছে সবুজ ধান। ধান দেখলেই চোখ জুড়িয়ে যাচ্ছে। এখানে স্বল্প জীবনকাল সম্পন্ন হাইব্রিড জাতের ধানের চাষাবাদ করেছেন কৃষক। ক্ষেতের ধান দেখে কৃষকরা বাম্পার ফলনের আশাবাদ ব্যক্ত করেছেন।

 

Leave a Comment