ভিন্ন ধরনের মাটি সংগ্রহ, শনাক্তকরণ ও সংরক্ষণ

ভিন্ন ধরনের মাটি সংগ্রহ, শনাক্তকরণ ও সংরক্ষণ – আজকের আলোচনার বিষয়। এই পাঠটি “ভূমি সম্পৃক্ত কৃষি প্রযুক্তি” বিষয়ের, ২.৭ নং পাঠ।

ভিন্ন ধরনের মাটি সংগ্রহ, শনাক্তকরণ ও সংরক্ষণ

ভিন্ন ধরনের মাটি সংগ্রহ, শনাক্তকরণ ও সংরক্ষণ

 

(ক) মাটি সংগ্রহ:

ফসল উৎপাদনের ক্ষেত্রে মাটির গুণাবলী নির্ধারণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। মাটির গুণাবলী নির্ধারণের জন্য মাটির নমুনা সংগ্রহ করতে হয়। একটি জমি থেকে অধিক পরিমাণ ফসল উৎপাদনের লক্ষ্যে নিয়মিতভাবে মাটি পরীক্ষা করা প্রয়োজন। এজন্য সঠিক স্থান থেকে বৈজ্ঞানিক উপায়ে মাটির নমুনা সংগ্রহ করতে হয়।

মাটির নমুনা প্রধানত দুইভাগে সংগ্রহ করা হয়, যথা—পয়েন্ট বা সুনির্দিষ্ট নমুনা  এবং কম্পোজিট বা মিশ্রিত নমুনা (ঈড়সঢ়ড়ংরঃ ংধসঢ়ষব)। নির্বাচিত জমির একটি মাত্র নির্দিষ্ট স্থান থেকে মাটি সংগ্রহহ করলে একে পয়েন্ট নমুনা এবং অনেকগুলো প্রতিনিধিত্বশীল স্থান থেকে সংগৃহীত নমুনার মিশ্রণকে কম্পোজিট নমুনা বলে। সাধারণত কম্পোজিট নমুনা দ্বারা মাটির গুণাগুন যথাযথভাবে প্রতিফলিত হয়।

ভিন্ন ধরনের মাটি সংগ্রহ, শনাক্তকরণ ও সংরক্ষণ , ভূমি সম্পৃক্ত কৃষি প্রযুক্তি , পাঠ-২.৭

 

প্রয়োজনীয় উপকরণ:

১। কোদাল, অগার, খুরপি বা বেলচা

২। পলিথিন ব্যাগ

৩। পলিথিন শীট

৪। পানি

৫। স্কেল বা টেপ

৬। কাগজ, পেন্সিল

৭। কাঠের হাতুড়ি ইত্যাদি।

 

কার্যপ্রণালি :

১। নির্বাচিত জমির চারপাশ থেকে সমানভাবে ৪—৫ হাত বাদ দিয়ে কমপক্ষে ৯টি স্থান থেকে মাটি সংগ্রহ করুন।

২। মাটির উপরিস্তরের ১৫ সে.মি. গভীর পর্যন্ত মাটি সংগ্রহ করুন। সাধারণত গােছর শিকড় এই অঞ্চলেই বিস্তৃত হয়।

৩। পরিষ্কার খনন যন্ত্রের সাহায্যে কর্ষণ স্তরের গভীরতা পর্যন্ত “ঠ”

আকৃতির গর্ত করুন। গর্তের এক পাশ থেকে ৭—৮ সে.মি. পুরু মাটির চাকার দু’পাশ এবং কর্ষণতলের অংশ কেটে চাকাটি পলিথিন শিটের উপর রাখুন।

৪। একইভাবে ৯টি স্থান থেকে সংগ্রহকৃত একই পরিমাণ মাটির চাকা সংগ্রহ করে একই জায়গায় রাখুন।

৫। পলিথিন শীটে রাখা সংগৃহীত মাটির নমুনার চাকাগুলো পরিস্কার হাতে গুঁড়া করে ভালভাবে মিশ্রণ করুন। মিশ্রণের সময় মাটি থেকে ঘাস বা শিকড় ও অন্যান্য অপদ্রব্য পরিষ্কার করে নিন।

৬। মাটি ঢেলাযুক্ত হলে শুকিয়ে হাতুড়ি দিয়ে গঁুড়ো করে একটি কাঁচে জারে বা পলিজারে সংরক্ষণ করুন।

Capture 32 ভিন্ন ধরনের মাটি সংগ্রহ, শনাক্তকরণ ও সংরক্ষণ

Capture 33 ভিন্ন ধরনের মাটি সংগ্রহ, শনাক্তকরণ ও সংরক্ষণ

 

(খ) মাটি শনাক্তকরণ:

বিভিন্ন বুনটের মাটিতে বিভিন্ন ফসল হয়ে থাকে। একই বুনটের মাটিতে সব ধরনের ফসল উৎপাদন করা যায় না। এজন্য কৃষি ফসল উৎপাদনের জন্য মাটি শনাক্তকরণ খুবই দরকার।

 

প্রয়োজনীয় উপকরণ:

১। নমুনা মাটি
২। পানি ভর্তি ওয়াশ বোতল বা পিপেট
৩। বিকার
৪। নিক্তি

 

কার্যপ্রণালি:

১। নিক্তির সাহায্যে নমুনা থেকে ৫০ গ্রাম মাটি মেপে বিকারে নিন।

২। পিপেটের সাহায্যে ১০—১২ মিলি পানি নিয়ে বিকারে রাখা মাটিকে আস্তে আস্তে ভিজান।

৩। এবার বিকার থেকে সিক্ত মাটিকে দুই হাতের তালুর মধ্যে নিয়ে ভালভাবে মন্ড তৈরী করুন ।

৪। তারপর মন্ডকে দুই হাতের তালুর সাহায্যে পিষে গোল, লম্বা, স্তম্ভ, ত্রিভূজ ইত্যাদি আকৃতি দেয়ার চেষ্টা করুন ।

৫। পরিশেষে, সিক্ত এ মাটি দ্বারা যে সকল আকৃতি দেয়া যায় তা নিম্নোক্ত বৈশিষ্ট্যের সাথে মিলিয়ে একটি সিদ্ধান্তে উপনীত হওয়া যাবে।

Capture 34 ভিন্ন ধরনের মাটি সংগ্রহ, শনাক্তকরণ ও সংরক্ষণCapture 35 ভিন্ন ধরনের মাটি সংগ্রহ, শনাক্তকরণ ও সংরক্ষণ

 

ফলাফল:

প্রদত্ত নমুনাটি এঁটেল মাটি/বেলে মাটি/ দেঁাআশ মাটি/ এঁটেল দেঁাআশ মাটি / বেলে দেঁাআশ মাটি সতকর্তা: মাটির নমুনায় এমনভাবে পানি মিশাতে হবে যেন উক্ত মাটি শুধু দলা বানানোর উপযুক্ত হয়। (গ) মাটি সংরক্ষণ পদ্ধতি:

মাটির ক্ষারত্ব 1 ভিন্ন ধরনের মাটি সংগ্রহ, শনাক্তকরণ ও সংরক্ষণ

পলিথিন শীটে রাখা সংগৃহীত মৃত্তিকার নমুনার চাকাগুলো পরিষ্কার হাতে গঁুড়ো করে ভালভাবে মিশাতে হবে। মেশানো মাটি ছায়াযুক্ত স্থানে শুকিয়ে এর থেকে আধা কেজি পরিমাণ গুঁড়া মাটি পলিথিন ব্যাগে রাখতে হবে।

 

প্রয়োজনীয় উপকরণ:

১। পুরু পলিথিন শীট

২ কাটের শক্ত হাতুড়ি

৩। প্লাস্টিক/ কাঁচের বোতল

৪। ১০ মেশ চালনি

 

৫। তথ্য কার্ড বা ট্যাগ কাজের ধাপ:

১। পূর্বে সংগৃহীত শুকনো মাটি পলিথিন শীটে ছড়িয়ে খুব ভালভাবে গঁুড়ো করুন।

২। গঁুড়ো করা মাটি ১০ মেশ চালনি দিয়ে চেলে পলিব্যাগ বা বয়ামে ভরে রাখুন।

৩। পলিব্যাগ বা বয়ামে তথ্য কার্ড বা লেভেল লাগিয়ে রাখুন।

৪। প্রস্তুতকৃত নমুনা আলমারি, সেলফ বা ফ্রিজে রেখে দিন।

 

Capture 36 ভিন্ন ধরনের মাটি সংগ্রহ, শনাক্তকরণ ও সংরক্ষণ Capture 1 5 ভিন্ন ধরনের মাটি সংগ্রহ, শনাক্তকরণ ও সংরক্ষণ

 

মৃত্তিকা অম্লত্ব 2 ভিন্ন ধরনের মাটি সংগ্রহ, শনাক্তকরণ ও সংরক্ষণ

 

সাবধানতা:

১। নমুনা সংগ্রহের সময় ব্যবহৃত যন্ত্রপাতি মরিচাবিহীন এবং পরিষ্কার হওয়া আবশ্যক।

২। একই জমির মাটির সাথে অন্য জমির মাটি মিশানো যাবে না।

৩। কর্ষণস্তরের গভীরতা পর্যন্ত মাটি সংগ্রহ করতে হবে।

৪। মাটি গুঁড়ো করার জন্য ধাতব হাতুড়ি বা ধাতব পাত্র ব্যবহার করা যাবে না।

৫। তথ্য কার্ড সঠিকভাবে লাগাতে হবে।

 

আরও দেখুন :

Leave a Comment