আজকে আমাদের আলোচনার বিষয়-ব্যবহারিক: কৃষি যন্ত্রপাতির যন্ত্রাংশ পর্যবেক্ষণ। একটা সময় ছিল যখন দেশের শতকরা ৮০ ভাগ লোক কৃষিকাজের সঙ্গে জড়িত ছিল। দ্রুত নগরায়ন ও শিল্পায়নের কারণে বর্তমানে সে অবস্থা নেই। এখন দেশের মাত্র শতকরা ৪৮ ভাগ লোক কৃষিকাজের সঙ্গে সরাসরি জড়িত। বাকি ৫২ ভাগ লোক শিল্প ও সেবা খাতের সঙ্গে সম্পৃক্ত। বর্তমানে একজন কৃষি শ্রমিকের দৈনিক মজুরি ৩০০ টাকা। অন্যদিকে একজন কাঠমিস্ত্রি, রাজমিস্ত্রি বা রং-মিস্ত্রি দৈনিক মজুরি পান ৫০০ টাকা।
Table of Contents
ব্যবহারিক: কৃষি যন্ত্রপাতির যন্ত্রাংশ পর্যবেক্ষণ
একজন রিকশা-ভ্যান চালকও দিনে ৫০০ থেকে ৬০০ টাকা উপার্জন করেন। তাহলে কৃষির মতো এত পরিশ্রমের কাজ কেন করতে যাবে মানুষ? এ দেশে শিক্ষার হার বাড়ছে। কারিগরি শিক্ষায়ও শিক্ষিত হচ্ছে অনেক যুবক। কারিগরি শিক্ষায় শিক্ষিত যুবকরা কৃষির মতো কষ্টের কাজ পছন্দ করে না। তারা কৃষি যন্ত্রপাতি, যানবাহন, বৈদ্যুতিক যন্ত্রপাতি, মোবাইল ফোন মেরামতের মতো অল্প পরিশ্রমের কাজকেই বেশি পছন্দ করে। তাই কৃষি যন্ত্রপাতির ব্যবহার দিনদিন বাড়ছে। এসব বিবেচনায় কৃষিকাজের জন্য যন্ত্র নির্ভরতা একটি বাস্তবতা হিসেবে মেনে নিতেই হবে। সেসব বিবেচনা করেই কৃষি যন্ত্রপাতির অধ্যয়ন কারিগরি শিক্ষায় যুক্ত করা হয়েছে।
বিষয়-১:কৃষি যন্ত্রপাতির যন্ত্রাংশ পর্যবেক্ষণ
প্রয়োজনীয় উপকরণ
- হস্তচালিত কৃষি যন্ত্রপাতি।
- শক্তিচালিত কৃষি যন্ত্রপাতি ।
কাজের ধারা
১। তাত্ত্বিক অংশে এদেশে প্রচলিতভাবে যে সমস্ত হস্তচালিত ও শক্তিচালিত কৃষি যন্ত্রপাতি ব্যবহৃত হয় সেগুলোর চিত্রসহ সংক্ষিপ্ত বিবরণ দেয়া আছে।
২। প্রতিটি যন্ত্রের চিত্র ভালোভাবে দেখা প্রত্যেকটি অংশের নাম মনে রাখার চেষ্টা করুন।
৩। আপনার এলাকায় বা স্কুলের কাছাকাছি কোন ওয়ার্কশপে গিয়ে প্রতিটি যন্ত্র ভালোভাবে পর্যবেক্ষণ করে নিন।
৪। এরপর প্রতিটি যন্ত্রের চিত্র সুন্দর করে ব্যবহারিক যাত্রায় অংকন করে প্রত্যেকটি অংশ চিহ্নিত করুন।
৫। প্রত্যেকটি যন্ত্র সম্পর্কে সংক্ষিপ্ত পরিচায় খাতায় লিখুন।
৬। বুঝতে কোন প্রকার সমস্যায় পড়লে আপনার শিক্ষক বা কোন অভিজ্ঞ ব্যক্তিকে জিজ্ঞাসা করে নিন।
চূড়ান্ত মূল্যায়ন
সংক্ষিপ্ত ও রচনামূলক প্রশ্ন
১। শক্তিচালিত কৃষি যন্ত্রপাতির ব্যবহার দিন দিন বেড়ে চলেছে কেন?
২। দশটি হস্তচালিত কৃষি যন্ত্রপাতির নাম উল্লেখ করুন এবং যে কোন ৫টি চিত্রসহ বর্ণনা করুন।
৩। কীভাবে ন্যাপসকে স্প্রেয়ার রক্ষণাবেক্ষণ করতে হয়।
৪। একটি শক্তিচালিত কর্ষণ যন্ত্রের নাম ও এর বিভিন্ন অংশ উল্লেখ করুন এবং চালানোর আগে কী কী পরীক্ষা করে দেখতে হয় তা
৫। সেন্ট্রিফিউগাল পাম্পের অপর নাম কিন্তু এর কার্যপ্রণালী বর্ণনা করুন।
৬। পানিসেচ কি? এর গুরুত্ব উল্লেখ করুন।
৭। কীভাবে সেচের পানির কার্যকারিতা বৃদ্ধি করা যায়?
৮। পানি সেচ ও নিকাশের ক্ষতিকর প্রভাব বর্ণনা করুন।
৯। পানি নিকাশের উদ্দেশ্য ও সুফল ব্যাখ্যা করুন।