শরীয়তপুরে ৮০ শতাংশ বোরো ধান কৃষকের গোলায় উঠেছে -এর খবর দিয়ে শুরু করছি কৃষি গুরুকুল এর নিউজ আপডেট । আমরা সম্প্রতি ঘটে যাওয়া বিষয়গুলো সংকলন করে আপনাদের সামনে নিয়ে আসছি। যারা নিয়মিত সংবাদপত্র বা অন্য মাধ্যমের খবরগুলোতে চোখ রাখার সময় পান না। তাদেরকে এই আয়োজনটি হালনাগাদ থাকতে সাহায্য করবে।
Table of Contents
সারা সপ্তাহের খবর
শরীয়তপুরে ৮০ শতাংশ বোরো ধান কৃষকের গোলায় উঠেছে
জেলার ২৫ হাজার ১শ’ ৯০ হেক্টর বোরোর আশি শতাংশ ধান নিরাপদে কৃষকের গোলায় উঠেছে। বাকি ২০ শতাংশ ধানও আগামী এক সপ্তাহের মধ্যে কৃষকের গোলায় উঠে যাবে বলে ধারনা করছে কৃষি বিভাগ ও কৃষক। এবার বোরো মৌসুমে আবহাওয়া অনুকূলে থাকায় আবাদও হয়েছে বেশ ভালো। বিঘায় সর্বোচ্চ ফলন হয়েছে ২৮ মণ পর্যন্ত। এবার ধান কাটার সময় বৃষ্টিপাতসহ কোন সসম্যা না হওয়ায় অনেক সহজেই কৃষক গোলায় ধান তুলতে পেরে বেশ খুশী। এবার জেলার আবাদের লক্ষ্যমাত্রা ছাড়িয়ে ২৫ হাজার ১শ’ ৯০ হেক্টরে বোরো আবাদ হয়েছে।
ঠাকুরগাঁওয়ে কৃষকের মাঠের ধান কেটে বাড়িতে পৌঁছে দিয়েছে ছাত্রলীগ
জেলার সদর উপজেলায় এক কৃষকের দশকাঠা জমির বোরো ধান কেটে বাড়িতে পৌঁছে দিয়েছে জেলা ছাত্রলীগের নেতা-কর্মীরা। শনিবার সকাল থেকে বিকাল পর্যন্ত সদর উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নে কৃষক সাদেকুল ইসলামের জমির ধান কেটে বাড়িতে পৌঁছে দেন জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক হিমুন সরকারের নেতৃত্বে নেতা-কর্মিরা।
নড়াইলে বোরো ধানের বাম্পার ফলন
চলতি মৌসুমে নড়াইলের ৩ উপজেলায় বোরো ধানের বাম্পার ফলন হয়েছে।জেলার লোহাগড়া, কালিয়া ও সদর উপজেলায় আবাদ হওয়া ৯৯ভাগ জমির পাকা ধান ইতিমধ্যে কৃষকরা কেটে ঘরে তুলেছেন বলে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-সহকারী কৃষি কর্মকর্তা নিপু মজুমদার জানিেেয়ছেন। ধানের ফলন ভালো হওয়ায় এবং কর্তন করা পাকা বোরো ধান ঘরে তুলতে পারায় খুশি কৃষাণ-কৃষাণীরা।এ জেলায় লক্ষ্যমাত্রার চেয়ে ৫০ হেক্টর বেশি জমিতে বোরো ধানের আবাদ হয়েছে বলে কৃষক ও কৃষি কর্মকর্তারা জানিয়েছেন।
হবিগঞ্জের হাওরের জমিতে ব্রি-৯২ ধানে ফলেছে সোনার ফসল
জেলার বানিয়াচং উপজেলার পশ্চিম পুকরা গ্রামের ফসলের মাঠে ওই গ্রামের কৃষক মাহবুব চৌধুরীর চার বিঘা জমিতে আবাদ হয় ব্যাতিক্রমভাবে ব্রি-৯২ ধান। ধান গবেষণা ইনস্টিটিউটের প্রদর্শনী সাইনবোর্ড থাকায় অন্য কৃষকরা কৌতুহল নিয়ে দেখত তার জমির ফসলের অবস্থা। সবাইকে অবাক করে সোনার ফসল ফলেছে মাহবুব চৌধুরীর জমিতে লাগানো ব্রি-৯২ ধান।
ভোলায় ৯০ ভাগ বোরো ধান কর্তন সম্পন্ন
জেলায় আসন্ন ঘূর্ণিঝড় মোখা’র হাত থেকে রক্ষা পেতে মাঠে থাকা ৯০ ভাগ বোরো ধান কর্তন সম্পন্ন হয়েছে। এবছর জেলায় ৬১ হাজার ৫০ হেক্টর জমিতে বোরো ধানের আবাদ করা হয়েছে। ৩৯০টি কম্ভাইন্ড হারভেষ্টর মেশিনের মাধ্যমে দ্রুত ধান কাটা চলছে। অল্প সময়ের মধ্যেই বাকি ধান কর্তন সম্পন্ন হবে বলে কৃষি বিভাগ আশা করছে। চলতি বছর আবহাওয়া সম্পূর্ণ অনুকূলে থাকায় বোরো ধানের ব্যাপক ফলন হয়েছে।
জয়পুরহাটে কৃষকের ধান কেটে দিল স্বেচ্ছাসেবকলীগের নেতাকর্মীরা
সদর উপজেলার মোহাম্মাদাবাদ ইউনিয়নের কেশবপুর এলাকার দরিদ্র কৃষক মতিয়র রহমানের এক বিঘা জমির ধান বৃহস্পতিবার সকাল ১০টায় কেটে ঘরে তুলে দিলেন জয়পুরহাট জেলা স্বেচ্ছাসেবকলীগের নেতাকর্মীরা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে জয়পুরহাটে দরিদ্র কৃষকের জমির ধান কেটে ঘরে তুলে দিচ্ছে স্থানীয় স্বেচ্ছাসেবকলীগের পক্ষ থেকে।
গোপালগঞ্জে ব্রি ধান ১০১ জাতের ভালো ফলন হয়েছে
বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের (ব্রি) নতুন উদ্ভাবিত ব্রি ধান ১০১ গোপালগঞ্জে ভালো ফলন হয়েছে। প্রতি হেক্টরে ৭.৭৬ মেট্রিক টন থেকে ৮.৫ মেট্রিক টন ফলন হয়েছে। এ জাতটি ব্যাকটেরিয়া জনিত পোড়া রোগ প্রতিরোধী জাত। তাই নতুন এ জাতে তেমন রোগ বালাই নেই। উচ্চ ফলনশীল (ইনব্রিড) এ জাতটি হাইব্রিড ধানের মতই ফলন দিয়েছে। লম্বা ও চিকন জাতের এ ধানের ভাত ঝরঝরে ও খেতে সুস্বাদু। ব্রি-২৮ জাতের বিকল্প হিসেবে ব্রি ধান১০১ চাষাবাদ করা যাবে। ব্রিধান-২৮ জাতের তুলনায় হেক্টরে ১.৭৫ টন থেকে ২.৫০ টন বেশি ফলন পেয়ে কৃষক লাভবান হবেন।
বগুড়ায় বঙ্গবন্ধু ধান-১০০ কৃষকদের মাঝে জনপ্রিয় হয়ে উঠছে
জেলার কৃষকদের মাঝে বঙ্গবন্ধু ধান -১০০ ধীরে ধীরে জনপ্রিয় হয়ে উঠছে। বিআর-২৮ ধানের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাওযায় সেই জায়গা দখল করছে বঙ্গবন্ধু-১০০ ধান। এ ধানের আশাব্যঞ্জক ফলাফল পেয়েছেন কৃষক এমনটি জানালেন বগুড়া কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মতলুবর রহমান।