ব্যবহারিক: গোলকাঠ ও তক্তার পরিমাপ

আজকে আমাদের আলোচনার বিষয়-ব্যবহারিক: গোলকাঠ ওতক্তার পরিমাপ

ব্যবহারিক: গোলকাঠ ও তক্তার পরিমাপ

বিষয় ১ গোলকাঠ ও তক্তার পরিমাপ 

উপরকরণ

4 টেপ 4 কাগজ পেন্সিল | ক্যালকুলেটর ইত্যাদি।

 

ব্যবহারিক: গোলকাঠ ও তক্তার পরিমাপ

 

কাজের ধারা

লগ বা জীবন বৃক্ষের কাঠ পরিমাপ করতে নিম্নোক্ত সূত্র ব্যবহার করতে হয়।

কাঠের পরিমাণ ০. বেড় +8 বেড়+বেড়

এখানে বেড় বলতে লগ বা বৃক্ষ কতটুকু মোটা এবং দৈর্ঘ্য বলতে লগ বা বৃক্ষ কতটুকু লম্বা তা

বুঝানো হয়েছে। বেড়১ = লগ বা বৃক্ষের চিকন মাথার বেড়

বেড়হ = লগ বা বৃক্ষের মধ্যবর্তী স্থানের বেড়

বেড়৩ = লগ বা বৃক্ষের মোটা মাথার বেড়

উপরিউক্ত সূত্রের মাধ্যমে প্রাপ্ত কাঠ সবটুকু ব্যবহার উপযোগী নয়। ব্যবহার উপযোগী কাঠ নিম্নের সূত্রে

প্রয়োগ করে বের করতে হয়।

লগ বা বৃক্ষ কাঠের পরিমাণ =

(লগ বা বৃক্ষের মাঝঝখানের বেড়া ?

লগ বা বৃক্ষের দৈর্ঘ্য

ভক্তাতে কাঠের পরিমাণ

তাতে কাঠ পরিমাপ করতে নিচের সূত্র ব্যবহার করা হয়

কাঠের পরিমাণ = তক্তার দৈর্ঘ্য গ্রন্থ পুরত্ব। উল্লেখ্য কাঠ পরিমাপের প্রচলিত একক হলো ঘনফুট (Cf)। তবে ঘনমিটার হিসেবেও ব্যবহার করা হয়।

 

ব্যবহারিক: গোলকাঠ ও তক্তার পরিমাপ

 

উপরের সূত্র ব্যবহারের সময় সবগুলো পরিমাপ ফুটে নিতে হবে। এই ইউনিটের পাঠ -২ এ গোলকাঠ ও চেরাই কাঠ। পরিমাপ সম্পর্কে বিস্তারিত আলোচনা ও সমস্যার সমাধান দেয়া আছে তা থেকে কাঠ পরিমাপ করার সমাধান জেনে নিন।

বৃক্ষ

বহুবর্ষজীবী কাষ্ঠবহুল উদ্ভিদ। বৃক্ষকে এভাবে সঙ্গায়িত করা হয়: কাষ্ঠবহুল উদ্ভিদ যার মাটি থেকে সুস্পষ্ট শীর্ষ প্রকটতা বিশিষ্ট একটি একক প্রধান কাণ্ড অথবা গুঁড়ি থেকে বহুধাবিভক্ত অপ্রধান শাখা বিকশিত হয়।

কিছু লেখকের মতে পূর্ণ বিকশিত অবস্থায় বৃক্ষের ন্যূনতম উচ্চতা ৩ মিটার  থেকে ৬ মিটার হওয়া উচিত।  আবার কিছু লেখক গাছের কাণ্ডের ন্যূনতম ব্যাস নির্ধারণ করেছেন ১০ সেমি।  অন্যান্য কাষ্ঠবহুল বৃক্ষ, যারা এই শর্তগুলো পূরণ করতে পারে না, যেমন শাখান্বিত প্রধান কাণ্ড অথবা ছোট আকৃতির গাছকে

 

ব্যবহারিক: গোলকাঠ ও তক্তার পরিমাপ

 

গুল্ম বলা হয়। অন্যান্য উদ্ভিদের তুলনায় বৃক্ষ দীর্ঘজীবী হয, কোন কোন গাছ হাজার বছরও বেঁচে থাকে এবং ১১৫ মিটার পর্যন্ত দীর্ঘ হতে পারে।

Leave a Comment