দিনাজপুরের মাসুমের সফল স্ট্রবেরি চাষ: তরুণদের জন্য অনুপ্রেরণা

দিনাজপুর, ৩ মার্চ ২০২৫ (বাসস): জেলার খানসামা উপজেলার তরুণ উদ্যোক্তা মাসুম বিল্লাহ প্রথমবারের মতো স্ট্রবেরি চাষ করে অভূতপূর্ব সফলতা অর্জন করেছেন। তার ক্ষেতজুড়ে সবুজ পাতার ফাঁকে লাল স্ট্রবেরির মনোরম দৃশ্য যেমন দৃষ্টিনন্দন, তেমনি চাষাবাদের প্রতি স্থানীয় কৃষকদের আকৃষ্ট করছে।

স্থানীয়ভাবে নতুন এই ফসলের আবাদ দেখতে আশপাশের কৃষক ও উৎসাহী মানুষ ভিড় জমাচ্ছেন। খানসামার ভাবকী ইউনিয়নের চককাঞ্চন গ্রামে সরেজমিন পরিদর্শনে দেখা যায়, মাসুম নিজেই যত্ন নিয়ে স্ট্রবেরি তুলছেন এবং বিক্রির জন্য প্রস্তুত করছেন।

মাসুম জানান, ইউটিউব থেকে স্ট্রবেরি চাষের ভিডিও দেখে তিনি আগ্রহী হন এবং পরে পৈতৃক জমিতে চাষের সিদ্ধান্ত নেন। মাত্র ১০ শতক জমিতে ৪০০ চারা রোপণ করে পরীক্ষামূলকভাবে চাষ শুরু করেন তিনি। জয়পুরহাট থেকে সংগ্রহ করা প্রতিটি চারা ১২ টাকা দরে কিনে তার মোট বিনিয়োগ হয় প্রায় ২৫ হাজার টাকা। প্রথমবারের মতো এমন চাষ দেখে অনেকে সন্দিহান ছিলেন, কিন্তু সফলতার পর এখন তার ক্ষেত থেকেই স্ট্রবেরি কিনতে আসছেন স্থানীয়রা।

প্রথম মৌসুমেই ভালো ফলন পেয়েছেন মাসুম। প্রতিটি গাছ থেকে ৮০০ গ্রাম পর্যন্ত ফল আহরণ সম্ভব হয়েছে। পাইকারি বাজারে প্রতি কেজি স্ট্রবেরি ৩৫০-৪০০ টাকায় বিক্রি হওয়ায় প্রায় ৯০ হাজার টাকার স্ট্রবেরি বিক্রির আশা করছেন তিনি। এখন পর্যন্ত ৪৫ হাজার টাকার স্ট্রবেরি বিক্রি করলেও আত্মীয়স্বজন ও প্রতিবেশীদেরও বেশ কিছু স্ট্রবেরি উপহার দিয়েছেন।

এলাকায় স্ট্রবেরির বাজার সৃষ্টি হওয়ায় তিনি নীলফামারীর সৈয়দপুর পৌর এলাকায় স্ট্রবেরি সরবরাহ করছেন। খানসামা উপজেলা কৃষি কর্মকর্তা ইয়াসমিন আক্তার জানান, অল্প বিনিয়োগে বেশি লাভজনক হওয়ায় কৃষকদের স্ট্রবেরি চাষে আগ্রহী করা হচ্ছে। মাসুমের সফলতা দেখে আরও অনেক তরুণ এ চাষে আগ্রহী হয়ে উঠেছেন।

দিনাজপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. নুরুজ্জামান মিয়া জানান, তিনি মাসুমের ক্ষেত পরিদর্শন করেছেন এবং ফলন সন্তোষজনক পেয়েছেন। তার সাফল্য দেখে এলাকার অন্যান্য তরুণরাও স্ট্রবেরি চাষে আগ্রহী হচ্ছেন, যা কৃষিক্ষেত্রে নতুন সম্ভাবনার দ্বার খুলে দিচ্ছে।