বিতরণ করা হলো কৃষি যন্ত্রপাতির খবর দিয়ে শুরু করছি কৃষি গুরুকুল এর নিউজ আপডেট । আমরা সম্প্রতি ঘটে যাওয়া বিষয়গুলো সংকলন করে আপনাদের সামনে নিয়ে আসছি। যারা নিয়মিত সংবাদপত্র বা অন্য মাধ্যমের খবরগুলোতে চোখ রাখার সময় পান না। তাদেরকে এই আয়োজনটি হালনাগাদ থাকতে সাহায্য করবে।

Table of Contents
বিতরণ করা হলো কৃষি যন্ত্রপাতি | সারা সপ্তাহের খবর
বিতরণ করা হলো কৃষি যন্ত্রপাতি
বাগেরহাটের ফকিরহাটে কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি যন্ত্রপাতি বিতরণ করা হয়েছে। ২৫ মার্চ সকালে উপজেলা কৃষি অফিস অডিটোরিয়ামে সিসিএপি প্রকল্পের আওতায় এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদফতরের খুলনা অঞ্চলের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ মোহন কুমার ঘোষ।
হোয়াইট ফ্লাই আক্রমণে বাগের হাটে কমছে নারকেল উৎপাদন
নারকেল উৎপাদনে দেশের অন্য অনেক এলাকা থেকে এগিয়ে থাকা জেলা বাগেরহাটের এখন নারকেল নেই। নানা কারণে বর্তমানে নারকেল গাছের ফলন কমতে শুরু করেছে। তার সাথে নতুন করে শুরু হয়েছে হোয়াইট ফ্লাই (সাদা মাছি) পোকার আক্রমণ।বর্তমানে জেলার প্রায়ই প্রতিটি নারকেল গাছে হোয়াইট ফ্লাই পোকা আক্রমণে নারকেল গাছের ফলন কমেছে ৬০ থেকে ৭০ শতাংশ। শুধু ফলন কমে যাওয়া নয় ২০১৯ সাল থেকে শুরু হওয়া হোয়াইট ফ্লাই পোকার আক্রমণ এখন মারাত্মক আকার ধারণ করেছে।
স্বপ্ন জাগাচ্ছে সমতলের চা বাগান
দিনাজপুর জেলার চিরিরবন্দর উপজেলার সাতনালা গ্রামের সমতল ভূমিতে চা বাগান করে চমক সৃষ্টি করেছেন র্যাবেন গ্রুপের ডাইরেক্টর এম আতিকুর রহমান। দিনাজপুর চিরিরবন্দর উপজেলা কৃষি কর্মকর্তা জোহরা সুলতানা জানান, এই উপজেলায় ২টি ইউনিয়নে প্রায় ১২ একর জমিতে চা চাষ বাগান করা হয়েছে। সুগন্ধী ধান-লিচুর জন্য এ উপজেলার নাম ডাক থাকলেও এখন চা পাতার ফলন বেশ ভালো হচ্ছে।
গাছে দোল খাচ্ছে সজিনা
সজিনার ভারে দোল খাচ্ছে অনাবাদি, পতিত জমি ও রাস্তার দুপাশে লাগানো সজিনার গাছ গুলো। প্রত্যন্ত গ্রাম অঞ্চলের বাড়ির পাশের অনাবাদি ও পতিত জমিতে সজিনা চাষ করে পুষ্টির পাশাপাশি আর্থিক ভাবেও লাভবান হচ্ছেন জেলার কৃষকরা।
সূর্যমুখীর হাসিতে লাখ টাকার স্বপ্ন
যে জমি এক বছর আগেও পরিত্যক্ত ছিল, এখন সেখানে রাশি রাশি সূর্যমুখীর হাসি। এই হাসিতেই স্বপ্ন বুনছেন দুই যুবক, অপেক্ষা করছেন নতুন দিনের। পিরোজপুরের নেছারাবাদ উপজেলা সদরের পিচঢালা রাস্তা থেকে কিছু দূর এগিয়ে নাপিতখালী সেতু। এই সেতুর ঢালে রাস্তার পাশে জমিতে চাষ হয়েছে সূর্যমুখী।

চার দিনের বৃষ্টিতে তরমুজচাষিদের অবস্তা
বরগুনার আমতলীতে টানা চার দিনের বৃষ্টিপাতে চাষিদের কয়েক হাজার হেক্টর জমির তরমুজখেত তলিয়ে গেছে। এতে দিশেহারা হয়ে পড়েছেন কৃষকেরা। তাঁরা লাভের আশা ছেড়ে দিয়ে এখন খরচের টাকা তোলার চিন্তায় রয়েছেন। এদিকে উপজেলা কৃষি অফিসের কর্মকর্তারা বলছেন, দু-এক দিনের মধ্যই পানি নেমে যাবে, চাষিরা লোকসান নয় লাভের মুখই দেখবেন।
পর্যটকদের কাছে প্রিয় কাপ্তাইয়ের আনারস
রাঙামাটির কাপ্তাই উপজেলার বিভিন্ন পর্যটনকেন্দ্রে গেলেই চোখে পড়বে নারী-পুরুষসহ তরুণ-তরুণীরা পাহাড়ি আনারসের পসরা সাজিয়ে রেখেছেন বিক্রির জন্য। পর্যটকদের পদচারণায় মুখরিত পর্যটন কেন্দ্রে পড়ে যায় আনারস বিক্রির ধুম।

রাশিয়া ও ভিয়েতনামে আলুর বাজার ধরতে কাজ করছে সরকার: কৃষিসচিব
সরকার রাশিয়া ও ভিয়েতনামে আলুর বাজার ধরতে কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন কৃষি মন্ত্রণালয়ের সচিব ওয়াহিদা আক্তার। আজ রোববার সকালে রংপুরের পীরগাছা উপজেলায় উত্তম চাষাবাদ পদ্ধতিতে আলু রপ্তানি কার্যক্রম উদ্বোধন অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।
