বিভিন্ন ধরনের দিবা দৈর্ঘ্য নিরপেক্ষ ফসল ও ফসলের জাত চিহ্নতকরণ , পাঠ-৬.৮ , ইউনিট-৬ , মূল তত্ত্ব : দিন ও রাতের দৈর্ঘ্য সারা বছর সমান থাকে না। বছরের কখনো দিন ছোট ও রাত বড় আবার কখনো রাত ছোট ও দিন বড় হয়। আমাদের দেশে শীতকালে দিন ছোট ও রাত বড় এবং গ্রীষ্ম কালে দিন বড় ও রাতে ছোট হয়। দিবাকালের দীর্ঘতার উপর ভিত্তি করে পুষ্পক উদ্ভিদকে তিন ভাগে ভাগ করা হয়। যথা: ছোট দিনের উদ্ভিদ, বড় দিনের উদ্ভিদ ও দিন নিরপেক্ষ উদ্ভিদ। আবহাওয়া হলো কোন স্থানের বায়ুমন্ডলের সামগ্রিক অবস্থা। অর্থাৎ আবহাওয়া বলতে কোন স্থানের তাপমাত্রা, আর্দ্রতা, বৃষ্টিপাত, বায়ুপ্রবাহ, সূর্যকিরণ, বায়ুর চাপ, কুয়াশা ইত্যাদির সামগ্রিক অবস্থাকে বুঝায়।
বিভিন্ন ধরনের দিবা দৈর্ঘ্য নিরপেক্ষ ফসল ও ফসলের জাত চিহ্নতকরণ , পাঠ-৬.৮ , ইউনিট-৬
এমনিভাবে কোন স্থানের বা অঞ্চলের কৃষিকে প্রভাবিত করে এমন আবহাওয়ার ২৫—৩০ বছরের গড়কে কৃষি জলবায়ু বলে। কোন অঞ্চলের জলবায়ু সেই অঞ্চলের ফসল উৎপাদন নিয়ন্ত্রণ করে। কৃষির উপর জলবায়ুর উপাদানের সামগ্রিক প্রভাব আছে। তাপমাত্রা, আর্দ্রতা, বৃষ্টিপাত, জলপাত, শিশির, তুষার পাত এবং কুয়াশা ফসল উৎপাদনের উপর যথেষ্ট প্রভাব ফেলে।
মৌসুমী জলবায়ুর প্রভাবে এদেশে প্রচুর বৃষ্টিপাত হয়। গ্রীষ্মকালে দক্ষিণ পশ্চিম মৌসুমি জলবায়ুর প্রভাবে স্থলভাগে প্রচুর বৃষ্টিপাত হয়। ফলে সেচ ছাড়াই অনেক ফসল চাষ করা যায়। বর্ষাকালে বৃষ্টিপাতের ফলে খালবিল, নদী নালা, পুকুর ডোবা পানিতে ভরে যায় এবং প্রচুর মাছ জন্মায়। এই ইউনিটে কৃষি জলবায়ু, উপাদান, মৌসুমি জলবায়ুর গুরুত্ব, জলবায়ু পরিবর্তনের প্রভাব, প্রতিকূল পরিবেশে ফসল ও পশুপাখি রক্ষা কৌশল, ফসলের আলোক সংবেদনশীলতা ও ফসল মৌসুম নিয়ে আলোচনা করা হয়েছে।

প্রয়োজনীয় উপকরণ :
(ক) গবেষণার জন্য একটি ফসলের মাঠ
(খ) গবেষণা মাঠে বিভিন্ন ফসলের জাত। যেমন— গোল আলু, আখ, শিম, ঝিঙা
ও পালংশাক।
(গ) কাগজ কলম ইত্যাদি।
কার্যপদ্ধতি :
১. এ পরীক্ষা পদ্ধতির জন্য প্রথমে একটা নির্দিষ্ট ফসল চাষের মাঠ নির্বাচন করতে হবে।
২. এবার ঐ মাঠকে বহু প্লটে ভাগ করে এক একটি প্লটে এক এক রকম ফসলের চাষ করতে হবে।
৩. গ্রীষ্মকালে যে সব ফসলের চাষ হয় সেগুলোকে গ্রীষ্মকালে চাষ করতে হবে এবং সেসব ফসলের উপর আলোর প্রভাব লক্ষ্য করতে হবে।
৪. অনুরূপভাবে যে সব ফসল শীতকালে চাষ হয়ম সেগুলো শীতকালে চাষ করে লক্ষ্য করতে হবে যে তাদের ফুল ফল কোন সময়ে উৎপাদিত হয়।
৫. আবার কিছু ফসলকে বছরের যে কোন সময় লাগিয়ে লক্ষ্য করতে হবে যে তাদের ফুল ফল কোন সময়ে হয়। অথার্ৎ
আলোক দৈর্ঘে্যর উপর তাদের কোনো প্রভাব আছে কিনা।
উপর্যুক্ত পরীক্ষার ভিত্তিতে নিম্নের পর্যবেক্ষণ তারিকা দেখে ফসলের দিবা দৈর্ঘ্য নিরপেক্ষ জাত চিহ্নিত কর।
পর্যবেক্ষণ ও সিদ্ধান্ত :
আরও দেখুন :
- বায়ুর তাপমাত্রা ও আর্দ্রতা নির্ণয় , ইউনিট – ৬ , পাঠ – ৬.৭
- ফসলের আলোক সংবেদনশীলতা ও ফসলের মৌসুম , ইউনিট – ৬ , পাঠ – ৬.৬
- প্রতিকূল বা বিরূপ আবহাওয়ায় ফসল ও পশুপাখি রক্ষার কৌশল , ইউনিট – ৬ , পাঠ – ৬.৫
- ফসল উৎপাদন, গবাদিপশু ও পাখি পালনে জলবায়ু পরিবর্তনে প্রভাব , ইউনিট – ৬ , পাঠ – ৬.৪
- কৃষি জলবায়ু উপযোগী উদ্যান মাঠফসল ও গবাদি পশুপাখির উপর জলবায়ুর প্রভাব , ইউনিট – ৬ , পাঠ – ৬.৩
- বাংলাদেশের কৃষিতে মৌসুমি জলবায়ুর গুরুত্ব ও উপযোগিতা , কৃষি জলবায়ু , ইউনিট – ৬ ,পাঠ-৬.২
- বাংলাদেশের আর্থসামাজিক উন্নয়নে মৎস্য খাতের ভূমিকা