ব্যবহারিক : কৃষি ও বৃক্ষ মেলা পরিদর্শন ও প্রতিবেদন তৈরী , কৃষি শিক্ষা ২য় পত্র , ইউনিট – ১৬ , পাঠ – ১৬.৪ , কৃষি ও বৃক্ষ সম্পর্কে সাধারণভাবে দেশের আপামর জনসাধারণকে সচেতন করার পাশাপাশি এ বিষয়ে আগ্রহী করে তোলার লক্ষে কৃষি বিষয়ক আধুনিক প্রযুক্তি যেমন: উন্নত ফসলের জাত, আধুনিক চাষাবাদের কলাকৌশল, আধুনিক কৃষি যন্ত্রপাতি, কৃষকের উৎপাদিত দর্শনীয় কৃষি সামগ্রী, বিভিন্ন প্রকারের ফল—ফসল ও বৃক্ষের চারা সর্বসাধারণের মাঝে প্রদর্শন ও বিক্রি করার জন্য উপজেলা, জেলা ও জাতীয় পর্যায়ে যে মেলার আয়োজন করা হয় তাকে কৃষি ও বৃক্ষ মেলা বলে অভিহিত করা হয়।
ব্যবহারিক : কৃষি ও বৃক্ষ মেলা পরিদর্শন ও প্রতিবেদন তৈরী , কৃষি শিক্ষা ২য় পত্র , ইউনিট – ১৬ , পাঠ – ১৬.৪
সাধারণভাবে কৃষি ও বৃক্ষ মেলায় জনসাধারণের মাঝে কৃষি ও বৃক্ষ সম্পর্কিত বিভিন্ন প্রযুক্তি প্রদর্শনের মাধ্যমে ফুলফল—ফসল সম্পর্কিত উন্নত জ্ঞান সম্প্রসারণ, ফসল ও বৃক্ষের চারা উৎপাদন, রোপণ ও সুষ্ঠ ব্যবহারের আগ্রহ সৃষ্টির প্রয়াস চালানো হয়। মেলা হচ্ছে দেশের ঐতিহ্যবাহী পণ্য প্রদর্শনী, আকর্ষনীয় পণ্যের বেচাকেনা ও প্রযুক্তি হস্তান্তরের একটি কৌশল । কাজেই যে মেলায় কৃষি পণ্য প্রদর্শন, বিক্রয় ও কৃষকদের মাঝে এতদবিষয়ে আগ্রহ সৃষ্টির আয়োজন করা হয় তাকে কৃষি মেলা বলে।
সাধারণত কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগেই প্রতিবছর জেলা ও উপজেলা পর্যায়ে এ মেলার বাস্তবায়ন হয়ে থাকে। দেশের বনভূমি সংকুচিত হওয়ার প্রেক্ষিতে যুবজাগরণ বাড়ানোর উদ্দেশ্যে সরকার ১৯৯৪ সালে সর্বপ্রথম জাতীয় পর্যায়ে বৃক্ষমেলা প্রবর্তন ও তিন মাসব্যাপী বৃক্ষরোপণ অভিযান চালু করে। বৃক্ষরোপণে সাধারণ মানুষের আগ্রহ সৃষ্টির জন্য ১৯৯০ সাল থেকে ’বৃক্ষরোপণে প্রধানমন্ত্রীর জাতীয় পুরস্কার’ ব্যবস্থাও চালু হয়েছে। বৃক্ষরোপণকে একটি সামাজিক আন্দোলনে পরিণত করার লক্ষে ২০০১—০২ সাল থেকে প্রতিবছর জাতীয় পর্যায়সহ বিভাগ, জেলা ও উপজেলা পর্যায়ে বৃক্ষ মেলার আয়োজন করা হচ্ছে।
সার্বিকভাবে কৃষি ও বৃক্ষ মেলা কৃষকদের মাঝে নতুন উদ্ভাবিত প্রযুক্তি হস্তান্তরের একটি শক্তিশালী মাধ্যম। নিম্নের পাঠসমূহে কৃষি ও মেলার উদ্দেশ্য ও গুরুত্ব, বৃক্ষ মেলার উপযোগী প্রজাতি নিবার্চন, উপজেলা ও জাতীয় পর্যায়ে বৃক্ষ মেলার আয়োজন ও বৃক্ষরোপণ সপ্তাহ সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হলো।
জনসাধারণকে কৃষি, বন, বনায়নের গুরুত্ব ও পরিবেশের উপর বনের প্রভাব সম্পকীর্য় ধারণা বাস্তবিকভাবে প্রদানের একটি উৎকৃষ্ট প্রচেষ্টা হলো কৃষি ও বৃক্ষ মেলা। এ ধরণের মেলা পরিদর্শনের ফলে
সরেজমিনে বৃক্ষ প্রজাতি নির্বাচনের সরাসরি ধারণা জম্নে। এতে করে পারিবারিক ও বাণিজ্যিক ভিত্তিতে বাগান সৃজনের আগ্রহ সৃষ্টি হয়। ফলে পরিবারের পুষ্টি চাহিদা পূরণের পাশাপাশি আর্থিকভাবে লাভবান হওয়ার সম্ভবনা তৈরী হয় এবং পরিবেশরও উন্নয়ন হয়।
প্রয়োজনীয় উপকরণ :
১. মেলার লোকেশন ম্যাপ
২. নোট বুক
৩. কলম, পেন্সিল, স্কেল ও রাবার
কাজের ধারা :
১. শ্রেণি শিক্ষকের তত্ত্বাবধানে নিকটবতীর্ কৃষি ও বৃক্ষ মেলা পরিদর্শন করতে হবে।
২. মেলার স্টলগুলোতে প্রর্দশিত কৃষি প্রযুক্তিসমূহ পর্যবেক্ষণ করে এর সম্বন্ধে বিস্তারিত জ্ঞান আহরণ করতে হবে।
৩. ফসলসমূহের এবং এর জাতসমূহের তালিকা প্রস্তুত করতে হবে।
৪. মেলায় আগত প্রতিষ্ঠান ভিত্তিক কৃষি পণ্য, লাগসই প্রযুক্তি ও বৃক্ষসমূহের তালিকা করতে হবে।
৫. স্টলগুলোতে রক্ষিত কৃষি প্রযুক্তি ও বৃক্ষ প্রজাতির উপর প্রকাশিত প্রকাশনাসমূহ সংগ্রহ করতে হবে।
আরও দেখুন :
- উপজেলা ও জাতীয় পর্যায়ে বৃক্ষ মেলা ও বৃক্ষ রোপণ সপ্তাহ , কৃষি শিক্ষা ২য় পত্র , ইউনিট – ১৬ , পাঠ – ১৬.৩
- বৃক্ষ মেলার উপযোগী প্রজাতি নির্বাচন , কৃষি শিক্ষা ২য় পত্র , ইউনিট – ১৬ , পাঠ – ১৬.২
- কৃষি ও বৃক্ষ মেলা , কৃষি শিক্ষা ২য় পত্র , ইউনিট – ১৬ , পাঠ – ১৬.১
- ব্যবহারিক : শিক্ষা প্রতিষ্ঠানে বনজ বৃক্ষের চারা রোপণ ও পরিচর্যা , কৃষি শিক্ষা ২য় পত্র , ইউনিট – ১৫ , পাঠ – ১৫.৬
- বাংলাদেশের আর্থসামাজিক উন্নয়নে মৎস্য খাতের ভূমিকা