মেঘনার সবুজময় চরে তরমুজ | সারা সপ্তাহের খবর 

কৃষি গুরুকুল নিউজ আপডেটে আপনাকে স্বাগত। আমরা সম্প্রতি ঘটে যাওয়া বিষয়গুলো সংকলন করে আপনাদের সামনে নিয়ে আসছি। যারা নিয়মিত সংবাদপত্র বা অন্য মাধ্যমের খবরগুলোতে চোখ রাখার সময় পান না। তাদেরকে এই আয়োজনটি হালনাগাদ থাকতে সাহায্য করবে।

আজকের আলোচনার বিযয় : মেঘনার সবুজময় চরে তরমুজ, মাগুরায় ৩ দিনব্যাপী কৃষি মেলার উদ্বোধন, ব্রাহ্মণবাড়িয়ায় বেড়েছে ভুট্টার আবাদ, দিনাজপুরে আপেল কুল চাষে সালামের আর্থিক সফলতা অর্জন, গোপালগঞ্জে ভাইরাস আক্রমণের পর ঘুরে দাঁড়িয়েছে উচ্ছে চাষিরা, জয়পুরহাটে সাথী ফসল চাষে কৃষকদের আগ্রহ বৃদ্ধি, স্ট্রবেরী চাষে সফল গোপালগঞ্জের দিলীপ, ভোলায় ২৯ হাজার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক আউশের প্রণোদনা পাচ্ছেন, 

 

মেঘনার সবুজময় চরে তরমুজ | সারা সপ্তাহের খবর 

মেঘনার সবুজময় চরে তরমুজ | সারা সপ্তাহের খবর 

 

মেঘনার সবুজময় চরে তরমুজ

ভোলাকে তিন দিক থেকে ঘিরে রাখা দুই বড় নদী মেঘনা ও তেঁতুলিয়ার মধ্যে সরকারি হিসাবে ৭৪টি চর আছে।  এ বছর তিনি প্রায় ২০ একর জমিতে তরমুজের হয়েছে। এ বছর এক একর জমি থেকে কমপক্ষে দেড় হাজার মানসম্পন্ন তরমুজ পাওয়া যাবে। ঢাকার আড়তে ১০০ তরমুজ ৩৫ হাজার টাকা বিক্রি হচ্ছে। যদিও এসব তরমুজের আকার ১২-১৫ কেজি। তবে ভোলার বাজারে ৫-৬ কেজির তরমুজের ১০০টি বিক্রি হচ্ছে ২৫ হাজার টাকা।

মাগুরায় ৩ দিনব্যাপী কৃষি মেলার উদ্বোধন

জেলা সদর উপজেলা পরিষদ চত্বরে আজ মঙ্গলবার থেকে শুরু হয়েছে ৩ দিনব্যাপী কৃষি মেলা।  বেলা সাড়ে ১১ টায় জেলা প্রশাসক মোহাম্মদ আবু নাসের বেগ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ কৃষি মেলার উদ্বোধন করেন।

ব্রাহ্মণবাড়িয়ায় বেড়েছে ভুট্টার আবাদ

জেলায় ভুট্টার আবাদ দিন-দিন বৃদ্ধি পাচ্ছে। সহজ চাষ পদ্ধতি, পোকার আক্রমণ রোগ বালাই কম হওয়া, কম সেচ, বাজারে ভালো চাহিদা থাকায় এই চাষে ঝুঁকছেন কৃষকরা। বর্তমানে যেদিকে চোখ যায় সেদিকেই এখন সবুজের সমারোহ। মাঠ জুড়ে ঝিলমিল করে বাতাসে দোলছে ভুট্টার সবুজ পাতা। 

দিনাজপুরে আপেল কুল চাষে সালামের আর্থিক সফলতা অর্জন

জেলার বিরল উপজেলায় ‘আপেল কুল (বরই)’ চাষে কৃষক আব্দুস সালাম আর্থিকভাবে সফলতা অর্জন করেছে। যে জমিতে তিনি প্রচলিত ফসল ধান, গম ভূট্টা চাষ করে হাজার টাকা আয় করতেন, সেই জমিতেই আপেল কুল বাগান করে লাখ-লাখ টাকা আয় করেছেন। তার বাগান পরিচর্যা আর আয়ের কলাকৌশল দেখে আশপাশের কৃষকরাও কুল বাগানে আগ্রহী হয়ে উঠছেন।

 

মেঘনার সবুজময় চরে তরমুজ | সারা সপ্তাহের খবর 

 

গোপালগঞ্জে ভাইরাস আক্রমণের পর ঘুরে দাঁড়িয়েছে উচ্ছে চাষিরা

গোপালগঞ্জে উচ্ছে ফসলে অজ্ঞাত ভাইরাসের আক্রমণের পরও ঘুরে দাঁড়িয়েছে চাষিরা । কৃষি বিভাগের পরামর্শে ভাইরাস নাশক প্রয়োগ করে তারা উচ্ছে ক্ষেত রক্ষা করেছে। এখন উচ্ছে বিক্রির টাকা ঘরে তুলছেন। প্রতিকেজি উচ্ছে তারা মাঠে বসেই ফঁড়িয়াদের কাছে ৬০ টাকা দরে বিক্রি করছেন। উচ্ছে বিক্রির টাকায়  গোপালগঞ্জ সদর উপজেলার রঘুনাথপুর ইউনিয়ন ও টুঙ্গিপাড়া উপজেলার গোপালপুর ইউনিয়নের গ্রামীন অর্থনীতিতে তেজিভাব লক্ষ্যকরা যাচ্ছে।

জয়পুরহাটে সাথী ফসল চাষে কৃষকদের আগ্রহ বৃদ্ধি

খাদ্য উৎপাদনে উদ্বৃত্ত জেলা হিসেবে পরিচিত উত্তরাঞ্চলের ছোট জেলা জয়পুরহাটে সাথী ফসল হিসেবে একই সঙ্গে একাধিক ফসল চাষ লাভজনক হওয়ায় স্থানীয় কৃষকদের মাঝে তা দিন দিন জনপ্রিয় হয়ে ঊঠছে।

স্ট্রবেরী চাষে সফল গোপালগঞ্জের দিলীপ

স্ট্রবেরী চষে সফল গোপালগঞ্জের চাষি দিলীপ কুমার রায়। তিনি গত ১২ বছর ধরে স্ট্রবেরী চাষ করে আসছেন। কুয়েত ফেরত দিলীপ ভালোভাবে স্ট্রবেরী চাষ রপ্ত করেছেন।এ  বছর তিনি ১০ শতাংশ জমিতে স্টবেরীর চাষ করেন। এ পর্যন্ত তিনি ১০ শতাংশ জমি থেকে ৫০ হাজার টাকা স্ট্রবেরী বিক্রি করেছেন। আরো ২৫ হাজার টাকার স্ট্রবেরী তিনি বিক্রি করবেন বলে জানান। বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের (বিএডিসি) প্রণোদনার চারা, সার ও পরামর্শ পেয়ে তিনি  এ বছর স্টবেরীর চাষ করে লাভবান হয়েছেন।

 

মেঘনার সবুজময় চরে তরমুজ | সারা সপ্তাহের খবর 

 

ভোলায় ২৯ হাজার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক আউশের প্রণোদনা পাচ্ছেন

জেলার সাতটি উপজেলায় চলতি আউশ মৌসুমে ২৯ হাজার প্রান্তিক কৃষককে সরকারি প্রণোদনা দেওয়া হবে। প্রণোদনা হিসাবে প্রত্যেক কৃষক একবিঘা জমির অনুকূলে পাঁচকেজি উন্নতমানের আউশ ধানের বীজ, ১০ কেজি ডিএপি সার ও ১০ কেজি এমওপি সার প্রদান করা হবে। 

 

Leave a Comment