শিলা ও খনিজ পরিচিতি

শিলা ও খনিজ পরিচিতি [ ব্যবহারিক ] নিয়ে আজকের আলোচনা। এই পাঠটি “কৃমৃত্তিকা বিজ্ঞান” বিষয়ের ২ নং ইউনিটের ২.৬ নং পাঠ। মৃত্তিকা একটি বৈচিত্র্যপূর্ণ প্রাকৃতিক মিশ্র পদার্থ। ক্ষয়ীভূত শিলা ও খনিজ দ্রব্যের সাথে বিভিন্ন রকম জৈবদ্রব্য পানি ও বায়ুর মিশ্রণই মৃত্তিকা। ফলে বিভিন্ন স্থানের মৃত্তিকার গুণাবলীতে বিরাট পার্থক্য দেখা যায়। কণার আকার, বুনট, সংযুক্তি, ঘনত্ব, বর্ণ, বায়ুচলাচল, তাপমাত্রা প্রভৃতি মৃত্তিকার ভৌত বৈশিষ্ট্য। বুনট ও সংযুক্তি মৃত্তিকার দুটি মৌলিক ধর্ম কারণ এ দুটি উপাদান মৃত্তিকার উর্বরতা ও উৎপাদনক্ষমতা বহুলাংশে নিয়ন্ত্রণ করে। এছাড়া মৃত্তিকার ঘনত্ব, রক্ত পরিসর, দৃঢ়তা, তাপমাত্রা, বর্ণ ইত্যাদি সামগ্রিকভাবে মৃত্তিকায় ফসল উৎপাদন ক্ষমতা নিয়ন্ত্রণ করে।

শিলা ও খনিজ পরিচিতি

সুতরাং মৃত্তিকাকে সফলতার সাথে কৃষি কাজে ব্যবহার করতে হলে উল্লিখিত ভৌত বৈশিষ্ট্যাবলী সম্পর্কে সম্যক ধারণা থাকা প্রয়োজন। এ ইউনিটে মৃত্তিকার কণা, মৃত্তিকার গঠন ও বুনট, সংযুক্তি, ঘনত্ব, বর্ণ ও তাপমাত্রা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে। মৃত্তিকার কণা (Soil seperates), বুনট, সংযুক্তি, ঘনত্ব, রন্ধ্র পরিসর, বর্ণ, তাপমাত্রা ইত্যাদি হলো। মৃত্তিকার ভৌত বৈশিষ্ট্য।

এসব বৈশিষ্ট্যের ওপর মৃত্তিকার উর্বরতা ও উৎপাদন ক্ষমতা নির্ভরশীল। মৃত্তিকা বিজ্ঞানের যে শাখায় মৃত্তিকার ভৌত বৈশিষ্ট্যাবলী নিয়ে আলোচনা করা হয় তাকে মৃত্তিকা পদার্থ বিদ্যা (Soil Physics) বলা হয়। মৃত্তিকা পদার্থবিদ্যা মৌলিক ও ব্যবহারিক মৃত্তিকা বিজ্ঞানে অতীব গুরুত্বপূর্ণ। এ ছাড়া প্রযুক্তিবিদ্যায় মৃত্তিকা পদার্থবিদ্যার গুরুত্ব অনেক বেশি।

শিলা ও খনিজ পরিচিতি , ব্যবহারিক , মৃত্তিকা বিজ্ঞান , ইউনিট ২ , পাঠ ২.৬

উপকরণ

১। বিভিন্ন ধরণের শিলা ও খনিজের নমুনা
২। টেবিল
৩। আতশী কাচ (magnifying glass )
৪। সাদা কাগজ
৫। বিভিন্ন শিলা ও খনিজের বৈশিষ্ট্যের তালিকা
৬। HCI

শিলা ও খনিজ পরিচিতি , ব্যবহারিক , মৃত্তিকা বিজ্ঞান , ইউনিট ২ , পাঠ ২.৬

কাজের ধাপ

১। টেবিলের উপর সাদা কাগজ রেখে তাতে একটি শিলা বা খনিজের নমুনা রাখুন।

২। আতশী কাচ দিয়ে নমুনাটি ভালভাবে পর্যবেক্ষণ করুন।

৩। দানার গঠন প্রকৃতি, বর্ণ ও অন্যান্য বৈশিষ্ট্যসমূহ লিপিবদ্ধ করুন। প্রয়োজনে কয়েক ফোঁটা

৪। HCI নমুনার উপর ফেলুন।

৫। পর্যবেক্ষণকৃত নমুনাটির বৈশিষ্ট্য প্রদত্ত তালিকার শিলা ও খনিজ সমূহের বৈশিষ্ট্যের সাথে মিলিয়ে দেখুন।

৬।  প্রাপ্ত ফলাফল অনুযায়ী পর্যবেক্ষণকৃত নমুনার নাম ও শ্রেণি লিপিবদ্ধ করুন। অনুরূপ পদ্ধতিতে প্রতিটি নমুনা শনাক্ত করুন।

৭। বৈশিষ্ট্যসহ শনাক্তকৃত নমুনার বিবরণ ব্যবহারিক খাতায় লিপিবদ্ধ করুন।

শিলা ও খনিজ পরিচিতি , ব্যবহারিক , মৃত্তিকা বিজ্ঞান , ইউনিট ২ , পাঠ ২.৬

Capture 27 শিলা ও খনিজ পরিচিতি

Capture 28 শিলা ও খনিজ পরিচিতি

 

 

Leave a Comment