ধানের ডাটাবেজ, ধান বিষয়ক সকল তথ্য

ধানের ডাটাবেজ, ধান বিষয়ক সকল তথ্য নিচে থেকে ডাউলোড করতে পারবেন। সরকার প্রকাশিত প্রতিটি রিপোর্ট পিডিএফ আকারে যুক্ত করা হলো।

 

ধানের ডাটাবেজ, ধান বিষয়ক সকল তথ্য

  • সারের ব্যবহার
  • উৎপাদন ও বছরের ভিত্তিতে সার বিক্রয়
  • ক্রপিং ইনটেনসিটি
  • ভূ -স্তরে পানি’র হ্রাস-বৃদ্ধি ও নিরাপদ পানি ব্যবহারের পর্যবেক্ষণ বিষয়ক তথ্য
  • বাংলাদেশের ধান বিষয়ক আমদানি ও রপ্তানি ডাটা
  • ধানের আমদানি, রপ্তানি, পরিমাণ ও মূল্যের ডাটা (বৈশ্বিক ধানের পরিসংখ্যান)
  • বিশ্বের বিভিন্ন ধানের জমি, উৎপাদন ও ফলনের ডাটা ( বৈশ্বিক ধানের পরিসংখ্যান)
  • সেচের আওতায় বিভিন্ন ফসলের জমি
  • পদ্ধতি ভেদে সেচ ব্যবস্থাপনা
  • সেচ ডাটা
  • সংস্থাওয়ারি সেচ সম্পর্কিত তথ্য (সার সংক্ষেপ)
  • বছর ভিত্তিতে বাংলাদেশের ধানের উৎপাদন বৃদ্ধির হার
  • ব্রি ধানের গ্রহণযোগ্যতার হার
  • বাংলাদেশের ধানের ফলন (মওসুম অনুসারে)
  • বাংলাদেশের ধানের উৎপাদন (মওসুম অনুসারে)
  • বাংলাদেশের ধানের জমি (মওসুম অনুসারে)
  • বাংলাদেশের ধানের জমি, উৎপাদন ও ফলনের ডাটা
  • বাংলাদেশের ধানের জমি, উৎপাদন ও ফলনের ডাটা (জেলাভিত্তিক)
  • বাংলাদেশের রোপা আমন (বৃষ্টিনির্ভর) চাষাবাদের জন্য বিভিন্ন এলাকার উপযুক্ত জাতসমূহ

 

 

ডেটাবেজ এর বিভিন্ন উপাদান :

কম্পিউটারে ডেটা একটি নিদির্ষ্ট ধারা অনুসারে থাকে প্রথম ক্ষুদ্রতম একক হল:

  • বিট( bit ): ১টি ডেটার ক্ষুদ্রতম যে অংশ একটি কম্পিউার ব্যবহার করে তাকে বিট বলে যেমন: ০,১ এগুল বিট
  • বাইট(Byte): ৮টি বিট নিয়ে ১বাইট গঠিত হয় : ১বাইট নিয়ে ১টি অক্ষর গঠিত হয়,নম্বর বা প্রতিক বুঝানো হয়
  • ফিল্ড(Field): একাধিক অক্ষর সমন্বয় গঠিত হয় ১টি শব্দ বা সংখ্যা একে ফিল্ড বলে । যেমন: কোন ব্যক্তির নাম বা বয়স ফিল্ড হতে পারে
  • রেকর্ড(Record): পরস্পর সম্পর্ক যুক্ত একগুচ্ছ ফাইলকে রেকর্ড বলে । যেমন : স্টুডেন্ট এর নাম,ঠিকানা,যেসব বিষয় নেয়া হয়েছে সবকিছু একত্রে রেকর্ড অধীন
  • ফাইল(File): একই রকমের অনেকগুলো রের্কড নিয়ে ফাইল গঠিত হয় ।
  • ডেটাবেজ(Database): অনেক গুলো একই কাজের ফাইল একত্রে একটি ডেটাবেজ তৈরি হয় ।

উপরের সব উপাদান সর্ম্পকে আপনাকে অবশ্যই ভাল ভাবে যানতে হবে কারন প্রত্যেক টি ডাটাবেজ এই ৬টি উপাদান নিয়ে গঠিত হয়।

এনটিটি(Entity):

কোন কিছুর নামই এনটিটি । এক কথায় কোন কিছুর নাম ই এনটিটি ব্যক্তি, বস্তু,বিষয়,ঘটনা,যা কিছু প্রকাশ করা যায় তাই এনটিটি । যেমন :কোন দোকানে আমরা যখন order দিই তা বিভিন্ন ভাবে Processing হয়ে আমাদের কাছে আসে এটাই এনটিটি।

এ্যাট্রিবিউট(Attribute):

এনটিটির বিভিন্ন বৈশিষ্ট্য(গুনাগুন) থাকে ওই গুনাগুনই হচ্ছে এ্যাট্রিবিউট । যেমন : স্টুডেন্টের নাম,রোল ইত্যাদি প্রতিটি ১ ১টি এ্যাট্রিবিউট।

 

 

 

By একাডেমিক ডেস্ক, কৃষি গুরুকুল

কৃষি গুরুকুলের একাডেমিক ডেস্ক

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version