নিজ হাতে বিভিন্ন বয়সের ছাগলের দাঁত দেখে বয়স নির্ণয় করা ও খাতায় লেখা

আজকে আমাদের আলোচনার বিষয় – নিজ হাতে বিভিন্ন বয়সের ছাগলের দাঁত দেখে বয়স নির্ণয় করা ও খাতায় লেখা ব্যবহারিক। ছাগলের বয়স নির্ণয় করার সহজ উপায় আমাদের অনেকেরই জানা নেই। ছাগল পালনের ক্ষেত্রে ছাগলের বয়স জানা খামারিদের জন্য একটি গুরুত্বপূর্ণ বিষয়। ছাগলের বয়স সম্পর্কে সঠিক ধারণা থাকলে ছাগলের খাদ্য ব্যবস্থাপনা ও বয়স অনুযায়ী বিভিন্ন রোগের চিকিৎসা করা সহজ হয়। চলুন জেনে নেই ছাগলের বয়স নির্ণয় করার সহজ উপায় সম্পর্কে-

নিজ হাতে বিভিন্ন বয়সের ছাগলের দাঁত দেখে বয়স নির্ণয় করা ও খাতায় লেখা

ছাগলের বয়স আমরা ৩ ভাবে বের করতে পারি:

১। দাঁত দেখে বয়স নির্ণয়।
২। শিং দেখে বয়স নির্ণয়।
৩। জন্মতারিখ দেখে বয়স নির্ণয়।

আর আমাদের আলোচনা ছাগলের দাঁত দেখে বয়স নির্ণয়।

এই পাঠ শেষে আপনি-

  • নিজ হাতে দাঁত দেখে ছাগলের বয়স নির্ণয় করতে পারবেন।

প্রাসঙ্গিক তথ্য

দাঁত দেখার মাধ্যমে যদিও সঠিকভাবে ছাগলের বয়স নির্ণয় করা যায় না। তথাপি এথেকে বয়স সম্পর্কে অনুমান করা যায়। দাঁত দেখার মাধ্যমে ছাগলের বয়স নির্ণয় করা এদেশে বহুকাল আগে থেকে চলে এসেছে। ছাগলের স্থায়ী ও অস্থায়ী দাঁত যথাক্রমে ২০ ও ৩২টি।

 

প্রয়োজনীয় উপকরণ

একটি ছাগল, কলম, পেন্সিল, ব্যবহারিক খাতা ইত্যাদি।

কাজের ধাপ

  • প্রথমে ছাগলটিকে দুপায়ের মাঝখানে আটকিয়ে নিয়ন্ত্রণ করুন।
  • অতপর চোয়ালে হাত দিয়ে মাড়ি ফাঁক করুন।
  • এরপর চিত্র ৮৫ অনুযায়ী নিচের চোয়ালটি বাম হাত দিয়ে শক্ত করে করুন।
  • এবার ছাগলটির কর্তন দাঁতগুলো একে একে গণনা করুনও এর বিবরণ খাতায় লিখুন ।
  • অতঃপর তাত্ত্বিক পাঠের (পাঠ ৮.৩) সারণি ৪০-এর সাথে আপনার লেখা তথ্য মিলিয়ে ছাগলটির বয়স নির্ণয় করুন।
  • বয়স নির্ণয়ের পুরো প্রক্রিয়াটি ধারাবাহিকভাবে ব্যবহারিক খাতায় লিখুন ও শিক্ষককে দেখান ।

 

সাবধানতা

  • ছাগলটিকে সঠিকভাবে নিয়ন্ত্রণ করুন ।
  • চোয়াল বা মাড়িতে অত্যধিক চাপ দেবেন না ।

 

 

By একাডেমিক ডেস্ক, কৃষি গুরুকুল

কৃষি গুরুকুলের একাডেমিক ডেস্ক

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version