ব্যবহারিক :বীজের বিশুদ্ধতা নির্ণয়

আজকে আমাদের আলোচনার বিষয়-ব্যবহারিক :বীজের বিশুদ্ধতা নির্ণয়

ব্যবহারিক :বীজের বিশুদ্ধতা নির্ণয়

 

বিষয়- ১ :বীজের বিশুদ্ধতা নির্ণয়

উপকরণ :

১. বীজ, ২. নিক্তি, ৩. সাদা কাগজ, ৪, ক্যালকুলেটর, ৫. চিমটা, ৬. পেট্রিডিস

কাজের ধাপ

১।যে কোন একটি ফসলের কিছু বীজ মেপে নিন।

২।বীজগুলো একটা সমান জায়গায় সাদা কাগজের উপর ঢেলে নিন।

৩।বীজগুলের মধ্য থেকে কাঙ্ক্ষিত ফসলের বীজ বেছে নিয়ে মেপে নিন। ধরুন এর ওজন w

81 অন্য ফসলের বীজ বেছে নিয়ে মেপে নিন। ধরুন এর ওজন X গ্রাম।

 

 

৫।আগাছার বীজ বেছে নিয়ে মেপে নিন। ধরা যাক এর প্রজনy গ্রাম

৬। জড়পদার্থও বেছে নিয়ে মেপে নিন। ধরুন এর ওজন 2 গ্রাম। Wx100

৭।এবার নিম্নের সূত্র ব্যবহার করে বীজের বিশুদ্ধতার হার বের করে নিন।

 

 

৮। উপরিউক্ত কাজের ধাপগুলো অনুসরণ করে বীজের বিশুদ্ধতার হার, অন্য ফসলের বীজের হার, আগাছার বীজের হার ও জড়পদার্থের হার নির্ণয় করুন এবং ব্যবহারিক খাতায় কাজের বিবরণীসহ তা লিপিবদ্ধ করুন।

 

 

বিষয় ২ : ধানের বীজ বাছাই

উপকরণ: ১. ধানের বীজ ২. বালতি ৩. পানি ৪. ইউরিয়া

কাজের ধাপ

১। কমপক্ষে ২০ লিটার পানি ধরে এরকম একটি বালতি নিন।

২। বালতির মধ্যে ১৩ লিটার পরিষ্কার পানি মেপে নিন।

৩। ১৩ লিটার পানির জন্য আধা কেজি ইউরিয়া সার মেপে নিয়ে তা বালতির পানিতে ভালোভাবে মিশিয়ে দিন।

 

৪। এবার ইউরিয়া সার মিশানো পানিতে ধানের বীজ ছেড়ে দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করুন।

৫। লক্ষ্য করে দেখুন ভারী ও পুষ্ট বীজগুলো বালতির পানিতে ডুবে আছে এবং অপুষ্ট ও চিটা বীজগুলো ভেসে আছে।

৬। ভাসমান বীজগুলো হাত বা চালুনি দিয়ে তুলে ফেলুন।

৭। এরপর বালতির পানিতে ডুবে থাকা বীজগুলো তুলে পরিষ্কার পানিতে ২-৩ বার ভালো করে ধুয়ে ছায়ায় শুকিয়ে নিন। ধানের বীজ বাছাইয়ের জন্য এভাবে উপরিউক্ত কাজগুলো অনুশীলন করুন এবং ব্যবহারিক খাতায় তা লিপিবদ্ধ করুন।

By একাডেমিক ডেস্ক, কৃষি গুরুকুল

কৃষি গুরুকুলের একাডেমিক ডেস্ক

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version