নিজ হাতে গরুমহিষকে শোয়ানো

আজকে আমাদের আলোচনার বিষয় – নিজ হাতে গরুমহিষকে শোয়ানো বিষয়ক ব্যবহারিক। এই পাঠটি বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ব্যাচেলর অব এগ্রিকালচারাল এডুকেশন প্রোগ্রামের গৃহপালিত পশুপালন (বিএই ২৩০৪) বিষয়ের একটি পাঠ। এই পাঠটি বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ব্যাচেলর অব এগ্রিকালচারাল এডুকেশন প্রোগ্রামের গৃহপালিত পশুপালন (বিএই ২৩০৪) বিষয়ের একটি পাঠ। বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় (বাউবি) আইনের ২৩(১) ধারার ক্ষমতা বলে সদর দপ্তর গাজীপুরে ১৯৯৬ সালে প্রতিষ্ঠিত হয় কৃষি ও পলী উন্নয়ন স্কুল [স্কুল অব এগ্রিকালচার এন্ড র রাল ডেভেলপমেন্ট (সার্ড)]।

এই পাঠ শেষে আপনি:

  • গরু বা মহিষকে নিজ হাতে শোয়াতে পারবেন।

 

নিজ হাতে গরুমহিষকে শোয়ানো

 

প্রাসঙ্গিক তথ্য

গরু মহিষ সহ যেকোন গবাদী পশুর পরীক্ষা বা অস্ত্রোপচার সুষ্ঠুভাবে করা এবং জবাইয়ের জন্য এদেরকে মাটিতে শোয়ানোর দরকার হয়। এই কাজটি সঠিক কৌশলে সাবধানতার সাথে করা জরুরী। শোয়াবার কৌশল জানা না থকলে অনাকাঙ্ক্ষিত ভাবে মারাত্মক দুর্ঘটনা ঘটতে পারে। পশুদেহের যে কোনো পার্শ্ব মাটির দিকে ফেলা যায়। তবে বাম দিকে ফেলাই শ্রেয়।

 

 

প্রয়োজনীয় উপকরণ

একটি গরু বা মহিষ, দড়ি, কলম, পেন্সিল, ব্যবহারিক খাতা ইত্যাদি।

 

কাজের ধাপ

  • প্রথমে গরু বা মহিষটিকে একজন সাহায্যকারীর মাধ্যমে নিয়ন্ত্রণ করুন।
  • এরপর তাত্ত্বিক পাঠে (পাঠ ৮.১) প্রদর্শিত নিয়মে একে দড়ি দিয়ে বাঁধুন।
  • বাঁধা শেষ হলে দড়ির একপ্রান্তে টান দিয়ে সাবধানে বাম দিকে গরু বা মহিষকে শুইয়ে দিন।
  • গরুকে দড়ি দিয়ে বাঁধা ও শোয়ানোর পদ্ধতির চিত্র ব্যবহারিক খাতায় আঁকুন।
  • গরুমহিষকে -শোয়ানোর পুরো প্রক্রিয়াটি ধারাবাহিকভাবে ব্যবহারিক খাতায় লিখুন ও শিক্ষককে দেখান ।

 

সাবধানতা

  • গরু বা মহিষকে এমন শক্তভাবে বাঁধবেন না যাতে তার শরীরে চাপজনিত ক্ষত সৃষ্টি হয়।
  • গরু বা মহিষকে শোয়ানোর স্থানটি যেন উঁচুনিচু এবং কঙ্কর বা কন্টকযুক্ত না হয়।
  • মাটিতে ফেলার সময় লক্ষ্য রাখতে হবে যেন গরু বা মহিষ কোনো আঘাত না পায় ।

By একাডেমিক ডেস্ক, কৃষি গুরুকুল

কৃষি গুরুকুলের একাডেমিক ডেস্ক

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version