আজকে আমাদের আলোচনার বিষয় – দাঁত দেখে ছাগল ও ভেড়ার বয়স নির্ণয় করা। ছাগল ও ভেড়ার খামার ব্যবস্থাপনায় লাভবান হতে ছাগল ও ভেড়ার ওজন নির্ণয় অবশ্যই জানতে হবে।
এই পাঠ শেষে আপনি-
- ভেড়া ও ছাগলের অস্থায়ী ও স্থায়ী দাঁতের সংখ্যা ও দস্ত সূত্র লিখতে পারবেন।
- ভেড়া ও ছাগলের বিভিন্ন ধরনের কর্তন দাঁত ওঠা ও তা পড়ে গিয়ে স্থায়ী দাঁত গজানোর বয়স উল্লেখ করতে পারবেন।
- গরু ও মহিষের ন্যায় ছাগল ও ভেড়ার দন্ত সূত্র ও সংখ্যা একই।
দাঁত দেখে ছাগল ও ভেড়ার বয়স নির্ণয় করা
ছাগল ও ভেড়ার অস্থায়ী এবং স্থায়ী দাঁতের সংখ্যা যথাক্রমে ২০ ও ৩২টি। অস্থায়ী দাঁতের মধ্যে কর্তন দাঁতের সংখ্যা ৮টি ও প্রাক-পেষণ দাঁতের সংখ্যা ১২টি। ছাগল ও ভেড়ার অস্থায়ী প্রাক-পেষণ ও পেষণ দাঁত পড়ে গিয়ে মোটামুটি গরু ও মহিষের নিয়মেই স্থায়ীভাবে গজায়। স্থায়ী কর্তন দাঁতও মোটামুটি একই নিয়মে গজায়। ছাগল ও ভেড়ার দস্ত সূত্র নিম্নরূপ-
- অস্থায়ী দাঁত (deciduous toeth) =2x [ DI – 0/4 – DC – 0/0 – DP – 3/3 – DM – 0/0 ] = 20
- স্থায়ী দাঁত (permanent teeth) = 2 [ 1-0/4 C 0/0 P 3/3 M 3/3 ]= 32
অনুশীলন ( Activity) : ছাগলের দস্ত সূত্র লিখে এর বিভিন্ন সংকেতগুলো ব্যাখ্যা করুন ও সে সূত্র থেকে উপর ও নিচের চোয়ালের বিভিন্ন ধরনের দাঁতের সংখ্যা লিখুন।
ছাগল ও ভেড়ার কর্তন দাঁত ওঠা ও তা পড়ে গিয়ে স্থায়ীভাবে গজানোর বয়স সারণি ৪০-এ দেয়া হয়েছে।
সারণি ৪০ ছাগল ও ভেড়ার কর্তন দাঁত ওঠা ও তা পড়ে গিয়ে স্থায়ীভাবে গজানোর বয়স:
ছাগলের বয়স নির্ণয় করার ক্ষেত্রে দাঁত দেখে বয়স নির্ণয় করার উপায় নিচে দেওয়া হল-
১। ছাগলের অস্থায়ী দুধের দাঁত সবগুলো থাকলে বয়স হবে ১২ মাসের নিচে।
২। ছাগলের মাঝের এক জোড়া স্থায়ী দাঁত উঠলে ছাগলের বয়স ১২ থেকে ১৫ মাসের মধ্যে।
৩। ছাগলের ২ জোড়া স্থায়ী দাঁত উঠলে ছাগলের বয়স হবে ১৬ থেকে ২৪ মাসের মধ্যে।
৪। ছাগলের দাঁত যদি ৩ জোড়া হয় তাহলে বয়স হবে ২৫ থেকে ৩৬ মাসের মধ্যে।
৫। ছাগলের যদি ৪ জোড়া দাঁত হয় তাহলে বয়স হবে ৩৭ মাস থেকে উপরে।