মানচিত্রে বাংলাদেশের মৃত্তিকা শ্রেণি প্রদর্শন ব্যবহারিক ক্লাস

মানচিত্রে বাংলাদেশের মৃত্তিকা শ্রেণি প্রদর্শন ব্যবহারিক ক্লাস

আজ দেখবো মানচিত্রে বাংলাদেশের মৃত্তিকা শ্রেণি প্রদর্শন এর ব্যবহারিক ক্লাস। বাউবি’র মৃত্তিকা বিজ্ঞান – ১২০৪ কোর্সের প্রতিটি অধ্যায় শেষেই এইরকম ব্যবহারিক ক্লাসের উদাহরণ রয়েছে।

মানচিত্রে বাংলাদেশের মৃত্তিকা শ্রেণি প্রদর্শন

প্রয়োজনীয় উপকরণ:

১। পেন্সিল ও রাবার
২। কাগজ
৩। ট্রেস পেপার
8। স্কেল
৫। শ্রেণি প্রদর্শনযুক্ত একটি বাংলাদেশের মানচিত্র
৬ । পিন/জেমস ক্লিপ্‌স

কাজের ধাপ (অংকন পদ্ধতি):

১। ট্রেস পেপারটি হাতে নিন।

২। নিদের্শিত মানচিত্রের উপর বসান।

৩। চারদিকে পিন অথবা জেমস ক্লিপ দিয়ে আকটিয়ে নিন।

8। এবার ট্রেস পেপারে মৃত্তিকা শ্রেণিসমূহ সহ মানচিত্রটি সম্পূর্ণ এঁকে নিন।

৫ ৷ ট্রেস পেপার মুল কাগজের উপরে বসান এবং পিন অথবা জেমস ক্লিপে আটকান।

৬ । মৃত্তিকার শ্রেণিগুলোর প্রতি দৃষ্টি রেখে ট্রেস পেপার থেকে মূল কাগজে এঁকে নিন।

৭।  মূল মানচিত্রটি নির্দেশিত মানচিত্রের পাশাপাশি রেখে মৃত্তিকার শ্রেণিসমূহ যথাযথ মূল্যায়ন করুন।

৮। নম্বরের বিপরীতে যথাযথ ২০টি শ্রেণি নির্দেশ করুন।

৯। নিচে নামকরণ করুন- মানচিত্রে বাংলাদেশের মৃত্তিকা শ্রেণিবিভাগ ।

১০ । বারবার তা অনুশীলন করুন।

 

 

সাবধানতা:

১। এমন একটি মানচিত্র হাতে নিন যাতে সব কিছু সুস্পষ্ট বুঝা যায়।

২। মৃত্তিকার বিভিন্ন গুণাগুণের মানচিত্র রয়েছে। অন্য মানচিত্র হাতে নিয়ে শ্রেণিকরণ ঠিক মত হবে না।

৩। ট্রেস পেপার নাড়াবেন না নতুবা ভুল মৃত্তিকা অঞ্চল চলে আসবে।

8। বার বার ঘষা ঘষি করে মানচিত্রের সৌন্দর্য নষ্ট করবেন না।

৫।ভুল হলে আবার এঁকে নিন

৬। মানচিত্রের আংশিক প্রয়োজন হলে যতটুকু প্রয়োজন ট্রেস পেপারে শুধু ততটুকুই এঁকে নিন।

৭।  পরীক্ষার সময় ট্রেস পেপারের সুবিধা থাকে না, নিজের থেকেই আঁকতে হয়।

 

 

মানচিত্রে ১-২০ পর্যন্ত নির্দেশিত মৃত্তিকার শ্রেণিসমূহ নিম্নে দেয়া হলো- (২০টি):

১। চুনমুক্ত পলিমাটি (Non Calcareous Alluvium)

২ । চুনযুক্ত পলিমাটি (Calcareous Alluvium)

৩।কশ মাটি (Acid Sulphate Soils)

8।  পিট মাটি (Peat Soils)

৫। চুনমুক্ত ধূসর প্লাবন ভূমির মাটি (Non Calcareous Grey Floodplain Soils)

৬।  চুনযুক্ত ধূসর প্লাবন ভূমির মাটি (Calcareous Grey Floodplain Soils)

৭। ধূসর পাদভূমির মাটি (Grey Piedmont Soils)

৮। এসিড বেসিন কদম ( Acid Basin Clays)

৯। চুনমুক্ত গাঢ় ধূসর প্লাবন ভূমির মাটি (Non Calcareous Dark Grey Floodplain Soils)

১০। চুনযুক্ত গাঢ় ধূসর প্লাবন ভূমির মাটি (Calcareous Dark Grey Floodplain Soil

১১। চুনযুক্ত বাদামী প্লাবন ভূমির মাটি (Calcareous Brown Floodplain oils)

১২। চুনমুক্ত বাদামী প্লাবন ভূমির মাটি (Non Calcareous Brown Floodplain Soils)

১৩। বাদামী পাদভূমি (Brown Piedmont Soils)

১৪। কালো তেরাই মাটি (Black Terai Soils)

১৫। বাদামী পাহাড়ী মাটি (Brown Hill Soils)

১৬। অগভীর লাল বাদামী সোপান মাটি (Shallow Red Brown Terrace Soils)

১৭। গভীর লাল বাদামী সোপান মাটি (Deep Red Brown Terrace Soils)

১৮। বাদামী ছিটদাগ সোপান মাটি (Brown Mottled Terrace Soils)

১৯। অগভীর ধূসর সোপান মাটি (Grey Terrace Soils)

২০। গভীর ধূসর সোপান মাটি (Deep Grey Terrace Soils)৬

মানচিত্র, নির্দেশিত শ্রেণিসমূহ, প্রয়োজনীয় উপকরণ, কাজের ধাপ বা অংকন এবং সাবধানতা আপনার ব্যবহারিক খাতায় তুলে নিন। সময়মত তা টিউটরকে দেখিয়ে স্বাক্ষর করিয়ে নিন।

 

 

সূত্র:

  • মানচিত্রে বাংলাদেশের মৃত্তিকা শ্রেণি প্রদর্শন ব্যবহারিক, পাঠ ৫.৬, ইউনিট ৫ , ১২০৪, মৃত্তিকা বিজ্ঞান, বিএজিএড, বাউবি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *