আজকের আলোচনার বিষয়বস্তুঃ গাভী ও ষাঁড়ের প্রজননতন্ত্র। এটি কৃত্রিম প্রজনন ও খামার স্থাপন এর গাভীর জাত উন্নয়ন ইউনিটের অন্তর্গত।
Table of Contents
গাভী ও ষাঁড়ের প্রজননতন্ত্র
গবাদিপশুর জাতের উন্নয়ন ঘটাতে হলে জননতন্ত্র সম্পর্কে জ্ঞান থাকা প্রয়োজন । অর্থাৎ পরবর্তী বংশধর বা সন্তান উৎপাদন প্রক্রিয়া সম্পর্কে জানতে হলে জননতন্ত্র সম্পর্কে জানতে হবে । সুতরাং প্রশ্ন আসা স্বাভাবিক, জননতন্ত্র (Reproductive system) কী? শরীরের যে তন্ত্র বা যে সমস্ত অংগ সম্মিলিতভাবে শারীরবৃত্তীয় পদ্ধতিতে কেবলমাত্র সন্তান উৎপাদনের সাথে জড়িত তাকেই জননতন্ত্র বলে ।
ষাঁড়ের জননতন্ত্র (Reproductive system of bull)
উর্বর বীর্য বা সিমেন উৎপাদন করাই ষাঁড়ের জননতন্ত্রের প্রধান কাজ । ষাঁড়ের জননতন্ত্র যে অংশগুলো নিয়ে গঠিত সেগুলো হলো-
- শুক্রাশয় বা অন্ডকোষ (Testes )
- এপিডিডাইমিস (Epididymis)
- ভাস ডিফারেন্স (Vas deferens)
- ইউরেথ্রা (Urethra)
- পুরুষাঙ্গ বা শিশ্ন বা লিঙ্গ বা পেনিস (Penis)
- আনুষঙ্গিক গ্রন্থিসমূহ (Accessory glands)
-সেমিনাল ভেসিকল (Seminal vasicle)
-প্রোস্টেট গ্রন্থি (Prostate gland)
-বাল্বো ইউরেথ্রাল গ্রন্থি বা কাউপারস গ্রন্থি (Bulbo urethral glands or cowpers gland)
শুক্রাশয় বা অন্ডকোষ
ষাঁড়ের পেছনদিকে দুই উরুর মাঝখানে শুক্রাশয় থলি বা স্ক্রুটাম এর ভেতর দুটো শুক্রাশয় বা অন্ডকোষ ঝুলন্ত অবস্থায় থাকে। ষাঁড়ের বয়স ও আকারের উপর শুক্রাশয়ের আকার আকৃতি নির্ভর করে। শুক্রাশয়ের ভেতরে অসংখ্য পেঁচানো নালী রয়েছে যার নাম সেমিনিফেরাস টিউবিউলস। এখান থেকেই শুক্রাণু উৎপাদিত হয়। সেমিনিফেরাস টিউবিউলস এর ফাঁকে ফাঁকে ইন্টারস্টিশিয়াল কোষ থাকে যা টেসটোস্টেরন হরমোন নিঃসরণ করে। এটিই পুরুষ হরমোন।
কাজ
- শুক্রাণু ও টেসটোস্টেরন হরমোন তৈরি করা।
এপিডিডাইমিস
যে নালীটি শুক্রাশয়ের উপরিভাগ থেকে উৎপন্ন হয়ে এর পাশ বেয়ে নিচে নেমে খানিকটা মোটা হয়ে। ভাসডিফারেন্সের সাথে মিশে যায় সেটিই এপিডিডাইমিস । ষাঁড়ের দুটো এপিডিডাইমিস থাকে।
কাজ
- শুক্রাণু স্থানান্তর করা
- শুক্রাণুর ঘনত্ব বাড়ানো ।
- শুক্রাণুর পরিপক্কতা বাড়ানো।
- শুক্রাণু জমা রাখা ।
ভাসডিফারেন্স
এপিডিডাইমিসের শেষ অংশ হতে ভাসডিফারেন্স উৎপন্ন হয়। ষাঁড়ে দুটো ভাসডিফারেন্স থাকে।
কাজ
- এপিডিডাইমিস হতে শুক্রাণু মূত্রনালীতে স্থানান্তর করা ।
মূত্রনালী
এটি একটি লম্বা নালী বিশেষ। মূত্রাশয় থেকে আরম্ভ করে পুরুষাঙ্গের শেষপ্রান্ত পর্যন্ত বিস্তৃত।
কাজ
- শুক্রাণু বের হওয়ার রাস্তা হিসেবে কাজ করে ।
- আনুষঙ্গিক গ্রন্থিসমূহ থেকে উৎপন্ন পদার্থগুলো বের হবার রাস্তা হিসেবে কাজ করে ।
- মূত্র বের হওয়ার রাস্তা হিসেবে কাজ করে ।
আনুষঙ্গিক গ্রন্থিসমূহ
ষাঁড়ের আনুষঙ্গিক গ্রন্থিসমূহের মধ্যে রয়েছে দুটো সেমিনাল ভেসিকল, একটি প্রোস্টেট গ্রন্থি ও দুটো কাউপারস গ্রন্থি ।
কাজ
- এ গ্রন্থিগুলো থেকে নিঃসৃত আঠালো রস শুক্রাণুর সাথে মিলিত হয়ে বীর্য বা সিমেনের রূপ ধারণ করে । এছাড়াও বীর্যের যে একটি বিশেষ গন্ধ রয়েছে তা সেমিনাল ভেসিকল থেকেই আসে।
পুরুষাঙ্গ বা লিঙ্গ বা শিশু
পুরুষাঙ্গ হলো ষাঁড়ের সংগম অঙ্গ । ষাঁড়ের পুরুষাঙ্গে সিগময়েড ফ্লেক্সার (Sigmoid flexure) নামক ইংরেজি ‘S’ অক্ষরের ন্যায় একটি বাঁকা এলাকা রয়েছে। ষাঁড় উত্তেজিত হলে এই সিগময়েড ফ্লেক্সার সোজা হয়ে পুরুষাঙ্গকে সামনে বাড়িয়ে দেয়। ফলে পুরুষাঙ্গ আচ্ছাদন ( Sheath) থেকে বেরিয়ে আসে। আবার বীর্যক্ষরণ শেষ হলে রিট্রাক্টর পেশী ( Retractor muscle) পুরুষাঙ্গকে টেনে পূর্বের অবস্থায় ফিরিয়ে আনে ।
গাভীর জননতন্ত্র (Reproductive system of cow)
বীর্য উৎপাদন ও স্থানান্তরের মধ্যেই ষাঁড়ের জননতন্ত্রের কাজ সীমাবদ্ধ থাকে। কিন্তু গাভীর জননতন্ত্রকে ডিম্বাণু উৎপাদন, নিষেক, বাচ্চা ধারণ ও প্রসবোত্তর বাচ্চার লালন পালনে ভূমিকা রাখতে হয় । গাভীর জননতন্ত্রের বিভিন্ন অংশগুলো হলো-
- ডিম্বাশয় (Ovary)
- ডিম্বাশয়নালী (Oviduct)
- জরায়ু (Uterus)
- সার্ভিক্স (Cervix)
- যোনি (Vagina)
- যোনিমুখ (Valva)
ডিম্বাশয়
গর্ভহীন গাভীর তলপেটের (Abdominal cavity) উপরের অংশে একজোড়া ডিম্বাশয় থাকে। প্রতিটি ডিম্বাশয়ের সাথে দুটো প্যাচানো নালী রয়েছে এদেরকে ডিম্বাশয়নালী বলে । গর্ভহীন গাভীর তলপেটের (Abdominal cavity) উপরের অংশে একজোড়া ডিম্বাশয় থাকে । প্রতিটি ডিম্বাশয় ১.৫ ইঞ্চি লম্বা এবং ০.৫ ইঞ্চি পুরু হয়ে থাকে। একটি বকনার ডিম্বাশয়ে প্রায় ১ লক্ষ প্রাথমিক ডিম্বাণু বা ওসাইট (Oocyte) থাকে । বকনা বা গাভী গরম হলে সাধারণত একটি পরিপক্ক ডিম্বাণু ডিম্বাশয় থেকে বের হয়ে আসে ।
কাজ
- ডিম্বাণু উৎপাদন করা ।
- হরমোন, যেমন— ইস্ট্রোজেন নিঃসরণ করা ।
ডিম্বাশয়নালী
প্রতিটি ডিম্বাশয়ের সাথে দুটো প্যাচানো নালী রয়েছে এদেরকে ডিম্বাশয়নালী বলে । এ নালীর যে অংশ ডিম্বাশয়ের দিকে থাকে সেখানে ফানেল আকৃতির উপাঙ্গ থাকে যাকে ইনফান্ডিবুলাম বলে । গাভীর একটি ডিম্বাশয় নালী ৮-১০ ইঞ্চি লম্বা হয়।
কাজ
- ডিম্বাশয় থেকে বের হয়ে আসা ডিম্বাণু ইনফান্ডিবুলাম গ্রহণ করে ।
- ডিম্বাশয়নালীতে নিষেক ক্রিয়া সম্পাদিত হয় ।
জরায়ু
নিষেক ক্রিয়া সম্পাদিত হওয়ার পর ভ্রূণ জরায়ুতে অবস্থান করে এবং এখানেই বৃদ্ধিলাভ করে । জরায়ু দুটো অংশে বিভক্ত—
নিষেক ক্রিয়া সম্পাদিত হওয়ার পর ভ্রুণ জরায়ুতে অবস্থান করে এবং এখানেই বৃদ্ধিলাভ করে ।
ক. জরায়ুর শরীর (Body of uterus)
খ. জরায়ুর শাখা (Horns of uterus)
– ডান শাখা (Right horn
-বাম শাখা (Left horn)
কাজ
- জরায়ুর শাখাতে ভ্রূণ বৃদ্ধিলাভ করে ।
- করপাস লিউটিয়ামের কাজ নিয়ন্ত্রণ করে ।
- মলদ্বার দিয়ে হাত ঢুকিয়ে জরায়ু অনুভব করে গর্ভধারণ নিশ্চিতকরণ পরীক্ষা করা যায় ।
সার্ভিক্স
যোনি ও জরায়ুর মাঝখানে ১ থেকে ২ ইঞ্চি লম্বা কিছুটা শক্ত অংশ রয়েছে, যা সার্ভিক্স নামে পরিচিত। শুধুমাত্র প্রসবকালীন ও গরম হওয়ার সময়ে সার্ভিক্স খোলা থাকে। এছাড়া অন্য সময় সার্ভিক্স বন্ধ থাকে ।
কাজ
- জরায়ুকে বাইরের পরিবেশ থেকে বিচ্ছিন্ন রাখে এবং জরায়ুর নিরাপত্তা নিশ্চিত করে ।
যোনি
যোনি হচ্ছে গাভীর সঙ্গম অঙ্গ । এটি একটি ফাঁপা নল যা ৮-১০ ইঞ্চি লম্বা হয়ে থাকে । যোনিমুখ এবং সার্ভিক্সের মাঝখানে যোনি আবস্থিত । যোনির ভেতরের অংশ অমসৃণ ।
কাজ
- সংগমের সময় ষাঁড় এখানেই বীর্যপাত ঘটায় ।
- এই যোনি দিয়ে বাচ্চা ভূমিষ্ট হয় ।
যোনিমুখ
গাভীর জননতন্ত্রের সবচেয়ে বাইরের অংশ । মলদ্বারের নিচেই যোনিমুখের অবস্থান ।
কাজ
- ষাঁড় যোনিমুখ দিয়ে পুরুষাঙ্গ প্রবেশ করায় ।
- প্রসবের সময় এই পথেই বাচ্চা বের হয়ে আসে।
সারমর্ম
শুক্রাশয়, এপিডিডাইমিস, ভাসডিফারেন্স, ইউরেথ্রা, পুরুষাঙ্গ এবং আনুষঙ্গিক গ্রন্থিসমূহের সমন্বয়ে ষাঁড়ের প্রজননতন্ত্র গঠিত । ষাঁড়ের প্রজননতন্ত্রের প্রধান কাজ হলো বীর্য বা সিমেন উৎপাদন করা এবং তা স্থানান্তর করা । গাভীর জননতন্ত্রের প্রধান অংশগুলো হলো ডিম্বাশয়নালী, জরায়ু, সার্ভিক্স, যোনি ও যোনিমুখ । যোনি দিয়ে ষাঁড়ের বীর্য গাভীর জননতন্ত্রে প্রবেশ করে । ডিম্বাণু ও শুক্রাণুর মিলনের ফলে উৎপন্ন ভ্রূণ জরায়ুর শাখাতে অবস্থান করে এবং বৃদ্ধি লাভ করে ।
মূল্যায়ন
১.সঠিক উত্তরের পাশে টিক চিহ্ন (v) দিন ।
ক. কোনটি ষাঁড়ের আনুষাঙ্গিক গ্রন্থি নয়?
i. সেমিনাল ভেসিকল
ii. প্রোস্টেট গ্রন্থি
iii.ইউরেথ্রা
iv. কাউপারস গ্রন্থি
২. ডিম্বাশয়নালী কতটুকু লম্বা হয়?
i. ৮-১০ ইঞ্চি
ii. ৮-১২ ইঞ্চি
iii.৯-১০ ইঞ্চি
iv. ১০-১২ ইঞ্চি
২. সত্য হলে ‘স’ এবং মিথ্যা হলে ‘মি’ লিখুন ।
ক. সার্ভিক্স জরায়ুকে বাইরের পরিবেশ থেকে বিচ্ছিন্ন রাখে এবং নিরাপত্তা নিশ্চিত
খ. . ভাসডিফারেন্স গাভীর জননতন্ত্রের একটি অংশ ।
৩. শূন্যস্থান পূরণ করুন ।
ক. যোনি ও জরায়ুর মাঝখানে —– অবস্থিত ।
খ. —– পেশী পুরুষাঙ্গকে টেনে আবার আগের অবস্থায় ফিরিয়ে আনে ।
8. এক কথায় বা বাক্যে উত্তর দিন ।
ক. শুক্রাশয় থেকে প্রধানত কী তৈরি হয়?
খ. ইস্ট্রোজেন হরমোন কোথায় উৎপন্ন হয়?